1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগল স্ট্রিট ভিউ

২২ মার্চ ২০১২

শহরাঞ্চলের পর ‘গুগল স্ট্রিট ভিউ' এবার পা রাখছে দুর্গম অঞ্চলেও৷ এই প্রকল্পের আওতায় অ্যামাজন নদীর অববাহিকায় অ্যাডভেঞ্চার যাত্রা করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা৷

ছবি: picture-alliance/dpa

ঘরে বসে কম্পিউটারের পর্দায় বিশ্ব ভ্রমণ৷ গুগল'এর কল্যাণে বহুকাল ধরেই মানুষ মাউস ক্লিক করে ‘ম্যাপ'ও ‘আর্থ' পরিষেবার সুফল ভোগ করছে৷ এবার সেই ভ্রমণে আরও রোমাঞ্চ এনে দিল নতুন এক সংযোজন৷ অ্যামাজন নদীর অববাহিকার অসাধারণ সৌন্দর্যের স্বাদ পাওয়া যাচ্ছে ঘরে বসেই৷

আকাশ বা মহাকাশ থেকে তোলা ছবি যতই স্পষ্ট হোক না কেন, তাতে সবকিছু ঠিকমতো বোঝা যায় না৷ তাই গুগল এবার সেই অভিজ্ঞতাকে আরও বাস্তবের কাছে আনার চেষ্টা করছে৷ ‘গুগল স্ট্রিট ভিউ' বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা শহর ও জনপদে প্রতিটি পথ ঘুরে ছবি তুলে যাচ্ছে৷ সেই সব ছবি জুড়ে তৈরি করা হচ্ছে এমন এক জগত, যার মধ্যে আপনি পথচারী হিসেবে দিব্যি ঘুরে বেড়াতে পারেন৷ যেমন লন্ডন শহর চেনা না থাকলেও ‘উড়ে এসে জুড়ে বসা'র মতো কোনো এক রাস্তা থেকে শুরু করে দিতে পারেন আপনার ‘ভার্চুয়াল' যাত্রা৷

বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা শহর ও জনপদে প্রতিটি পথ ঘুরে ছবি তুলে যাচ্ছে ‘গুগল স্ট্রিট ভিউ'...ছবি: picture-alliance/dpa

বিভিন্ন শহরের পর এবার অ্যামাজন নদী ধরে অ্যাডভেঞ্চার যাত্রার স্বাদ দিচ্ছে গুগল৷ ক্যামেরা লাগানো ৩টি সাইকেলের পর নৌকোর ক্যামেরা থেকে নদীর উপরের দৃশ্য ধারণ করা হয়েছে৷ কিছু গ্রামের আদিবাসীদের জীবনযাত্রাও ধরা পড়েছে গুগল'এর লেন্স'এ৷ আসলে এই উদ্যোগ গুগল'এর নয়৷ অ্যামাজন এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে এফএএস নামের এক ফাউন্ডেশন৷ তারাই গুগল আর্থ'এর কাছে এই প্রস্তাব নিয়ে যায়৷ গোটা বিশ্বকে এই এলাকার পরিবেশ, জীবনযাত্রা ও সমস্যা সম্পর্কে সচেতন করে তুলতে চায় এই ফাউন্ডেশন৷ এভাবে তারা বনাঞ্চল ধ্বংস, দারিদ্র্য ইত্যাদি সমস্যার মোকাবিলা করতে চায়৷ গুগল এফএএস ফাউন্ডেশন'এর কর্মীদের প্রশিক্ষণ দিয়ে এই প্রকল্পকে বাস্তবায়িত করেছে৷

এই ধরণের দুর্গম এলাকাকে ‘গুগল স্ট্রিট ভিউ'এর আওতায় নিয়ে আসতে তৈরি করা হয়েছে ‘ট্রাইকস' নামের ৩ চাকার সাইকেল, যার গায়ে ক্যামেরা বসানো থাকে৷ গত বছরের অগাস্ট মাসে অ্যামাজন এলাকায় এই যান প্রথম কাজে লাগানো হয়৷ এবার বিশ্বের অন্যান্য কিছু আকর্ষণীয় অঞ্চলকেও ‘স্ট্রিট ভিউ' পরিষেবার আওতায় আনা হবে বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ