1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরাসি নাগরিক জিম্মি

২৪ সেপ্টেম্বর ২০১৪

আইএস-এর বিরুদ্ধে ফ্রান্স বিমান হামলা বন্ধ না করলে এক জিম্মিকে হত্যার হুমকি দিয়েছে আলজেরিয়ার এক জঙ্গি সংগঠন৷ আইএস মুসলমানদের প্রতি পশ্চিমা দেশের নাগরিকদের হত্যার আহ্বান জানানোর পরই ফ্রান্সের ওই নাগরিককে জিম্মি করা হয়৷

Screenshot Herve Pierre Gourdel Facebook Profil Gemeinschaft Hilfe Geisel Algerien IS
ছবি: Facebook

ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে বিশ্বের সব মুসলমানের প্রতি পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের নাগরিকদের হত্যা করার আহ্বান জানায়৷ আইএস-এর বিরুদ্ধে দেশ দুটি বিমান হামলায় অংশ নিচ্ছে বলেই এমন আহ্বান৷ তারপর রোববারই আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকা তিজি উজু থেকে এক ফরাসি নাগরিককে জিম্মি করে জুন্দ আল খালিফা (খেলাফতের সৈনিক) নামের একটি ইসলামি জঙ্গি সংগঠন৷ সংগঠনটি এক সময় আল-কায়েদার অনুসারী ছিল৷

অ্যার্ভে গুর্ডেলছবি: picture-alliance/dpa/PhotoPQR/Nice Matin/Richard RAY

রোববার তিজি উজু অঞ্চলের জুরজুরা ন্যাশনাল পার্ক থেকে জিম্মি করা হয় ফরাসি নাগরিক অ্যার্ভে গুর্ডেলকে৷ তাঁর বয়স ৫৫৷ শনিবারই তিনি ফ্রান্সের নিস শহর থেকে আলজেরিয়ায় যান৷ একদিন পরই পাহাড়ের হাইকিং করতে গিয়ে তিনি জিম্মি৷ আইএস-এর মতো জুন্দ আল খালিফাও একটি ভিডিও প্রচার করেছে৷ ভিডিওতে সাদা চুলের, চশমা পরা অ্যার্ভে গুর্ডেলকে দেখিয়ে বলা হয়েছে, ফ্রান্স ইরাকে আইএস বিরোধী বিমান অভিযান বন্ধ না করলে তাঁকে হত্যা করা হবে৷ আইএস এ পর্যন্ত ভিডিও চিত্র প্রচার করার পর যুক্তরাষ্ট্রের দুই সাংবাদিক স্টিভেন সটলফ এবং জেমস ফলিকে শিরশ্ছেদ করে হত্যা করেছে৷

জুন্দ আল খালিফার হুমকির মুখেও অবশ্য ফ্রান্স জানিয়েছে, ইরাকে তাদের আইএস বিরোধী বিমান অভিযান চলবে৷ প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ বলেছেন, ‘‘আমরা কোনো ব্ল্যাকমেলিংয়ের প্রয়াস, আল্টিমেটাম বা চাপের কাছে মাথা নত করবোনা৷ এটা আমাদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ওপর হুমকি৷ কোনো সন্ত্রাসী সংগঠন কখনোই ফ্রান্সের ইচ্ছা, অবস্থান এবং স্বাধীনতার ওপর প্রভাব বিস্তার করতে পারেনা৷'' ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী জঁ ইভ ল্য দ্রিয়ঁ-ও বলেছেন, ‘‘আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো৷ আমরা নিশ্চিতভাবে আগামীতেও (বিমান) হামলা চালিয়ে যাবো৷''

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ