1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইইউ ঐক্যবদ্ধ রয়েছে’

৩ এপ্রিল ২০১৭

এককালে ব্রেক্সিটের প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়নের প্রতি চরম তাচ্ছিল্য দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার তিনি ইইউ'র প্রশংসা করে বললেন, ব্রেক্সিট সত্ত্বেও ভালো ঐক্য দেখাচ্ছে এই ভোট৷

ট্রাম্প ফারাজ
ছবি: picture-alliance/AP Photo/G. Herbert

ফাইনানশিয়াল টাইমস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করে নিয়েছেন যে, তিনি ভাবতে পারেননি ইউরোপীয় ইউনিয়ন এমন ঐক্য দেখাবে৷ তাঁর মনে হয়েছিল, ব্রিটেনের দেখাদেখি অন্য কিছু সদস্য দেশও ইইউ ত্যাগ করার উদ্যোগ শুরু করবে৷ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তারা এই ধাক্কা সামলে নিয়ে বরং ঐক্যবদ্ধ হয়েছে৷ সেইসঙ্গে তিনি মনে করেন, ব্রেক্সিটের ফলে ব্রিটেন এবং ইউরোপ, দুই পক্ষেরই আদতে লাভহবে৷

উল্লেখ্য, এর আগে জার্মানির বিল্ড ও ব্রিটেনের টাইমস সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ গণভোটের রায়ের প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়নের ঐক্য ভেঙে পড়ার পূর্বাভাষ দিয়েছিলেন৷

এদিকে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রাষ্ট্রদূত এক টেলিভিশন সাক্ষাৎকারে ইইউ-কে সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রেক্সিট সংক্রান্ত আলোচনায় ব্রিটেনকে শাস্তি দিলে ইইউ'র ক্ষতি হবে৷

সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার ব্রেক্সিটের প্রশ্নে ট্রাম্পের আগের অবস্থানের কড়া সামলোচনা করেছিলেন৷ ইইউ'র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তিনিও যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যের স্বাধীনতার পক্ষে মুখ খুলতে পারেন৷

ফাইনানশিয়াল টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প আরও অন্য কিছু বিষয়ে বক্তব্য রাখেন৷

এসবি/এসিবি (এএফপি, এপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ