1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ইতিহাস তৈরি করতে চায় জাপান

২২ জুন ২০১১

এই গ্রুপের চারটি দল হলো জাপান, নিউজিল্যান্ড, মেক্সিকো এবং ইংল্যান্ড৷ তবে ফেভারিট ধরা হচ্ছে ইংল্যান্ড এবং জাপানকে৷

জাপানি ফুটবল দলছবি: AP

এই গ্রুপের একটি বিশেষ বৈশিষ্ট হলো, চারটি দলই ভিন্ন মহাদেশ থেকে আসা৷ এবং তাদের খেলার ধরণটাও ভিন্ন৷ তাই বৈচিত্রময় ফুটবল শৈলির দেখা মিলবে এই গ্রুপের ম্যাচগুলোতে৷ এর মধ্যে সবার নজর থাকবে জাপানের ওপর৷ বর্তমান বিশ্বের সেরা দলগুলোর তালিকায় পঞ্চম স্থানে থাকা জাপান এবার কিছু একটা করতে চাইবে৷ গত কয়েক বছর ধরে জুনিয়র পর্যায়ে জাপান ক্রমেই উন্নতি করেছে৷ এর প্রমান সর্বশেষ অনুর্ধ ১৭ প্রমীলা বিশ্বকাপে দলটি ফাইনাল খেলেছে৷ এবারের দলটিও আগের চেয়ে অনেক শক্তিশালী বলে মনে করা হচ্ছে৷

এর আগে একবারই কোয়ার্টার ফাইনালে খেলেছে অল ব্লুজ'রা৷ এবার ইতিহাস তৈরি করতে চায় আত্মবিশ্বাসী হোমারে সাওয়ার দল৷ অন্যদিকে ইংল্যান্ড বরাবরই শক্তিশালী দল৷ জাপানের বিরুদ্ধে তাদের ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ৷ কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচে জয়ী হতে হবে, আর তাহলে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে এড়ানো সম্ভব হতে পারে৷

উল্লেখ্য, প্রমীলা বিশ্বকাপের বিগত আসরে জাপান ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল৷ সেই ম্যাচটি অবশ্য ২-২ গোলে ড্র হয়৷

গ্রুপের অন্য দুটি দল মেক্সিকো এবং নিউজিল্যান্ড গত কয়েক মাস ধরে ভালো ফুটবল খেলছে৷ তবে মেক্সিকোর কথা বিশেষভাবে বলতে হয়৷ বাছাই পর্বে তারা যেভাবে শক্তিশালী যুক্তরাষ্ট্রকে হারিয়েছে, তাতে এই দলের প্রতি আশা সমর্থকদের বেড়ে গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ