1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্কের পথে বাহরাইন

১২ সেপ্টেম্বর ২০২০

ইসরায়েলের সাথে আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের বিষয়টি সহজভাবে নেয়নি মুসলিম বিশ্বের অনেক দেশ৷ সে রেশ কাটতে না কাটতেই এবার একই পথে হাঁটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইন৷

Kombolbild Benjamin Netanyahu und König Hamad bin Isa Al Khalifa
ছবি: Getty Images/AFP/R. Zvulun/F. Nureldine

দীর্ঘ দিন ধরেই এ অঞ্চলের মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ শুক্রবার তিনি বাহরাইনের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি ঘোষণা করেন৷

এর আগে কয়েক দিন ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সাথে ফোনালাপ হয় তাঁর৷

এক যৌথ বিবৃতিতে এ তিন দেশের প্রধান জানান ‘মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ'৷  ইসরায়েল-বাহরাইনে মধ্যে কূটনৈতিক সম্পর্ক মধ্যপ্রাচ্যে শান্তি ও উন্নয়নে ভূমিকা রাখবে বলে তারা মনে করেন৷

বুধবার হোয়াইট হাউসে এ বিষয়ক আনুষ্ঠানিক চুক্তি সই হবে৷৷ মার্কিন প্রসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বাহরাইনের ক্রাউন প্রিন্স  হামাদ বিন ইসা আল খলিফা ও আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷

মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিক্রিয়া

কূটনৈতিক এ চুক্তির খবরে  প্রতিক্রিয়া দেখিয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ৷ তবে চুক্তিকে স্বাগতও জানিয়েছে অন্যরা এ চুক্তি মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াবে বলে দাবি করেছেন৷

ফিলিস্তিন 

কূটনীতি শুরুর এ চুক্তিকে আরব দেশগুলোর বিশ্বাসঘাতকতা বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিন৷ পশ্চীম তীরের সমাজ বিষয়ক মন্ত্রী আহমাদ মাজদালানি বার্তাসংস্থা এএফপিকে বলেন ‘‘গত মাসে হওয়া আরব আমিরাত চুক্তির মতোই বাহরাইনের এ চুক্তিটি ফিলিস্তিনের জনগণের ও তাঁদের উদ্দেশ্যের ওপর ছুরিকাঘাত৷''   

তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের স্বার্থের ওপর এ চুক্তিটি একটি বড় আঘাত৷ কূটনৈতিক সম্পর্কের এ পদক্ষেপ ইসরায়েলকে এ অঞ্চলে বেআইনি কার্যকলাপ চালিয়ে যেতে সমর্থন দেবে এবং ফিলিস্তানে স্থায়ী দখলদারিত্বের পথ তৈরি করবে বলেও মনে করে দেশটি৷

ইরান

চুক্তির সংবাদ প্রকাশের পর  বাহরাইনকে ইসরায়েলের ‘অপকর্মের সহযোগী' বলে উল্লেখ করেছে ইরান৷ এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন থেকে বাহরাইন ইহুদিবাদি সরকারের সব অপকর্মের সহযোগী, যারা এ অঞ্চলের জন্য হুমকি৷  

মিশর

মধ্যপ্রাচ্যে দুটি দেশের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে কেবল দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের৷ দেশ দুটি হচ্ছে মিশর ও জর্ডান৷ বাহরাইন ও ইসরায়েলের এ সম্পর্ককে ‘শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ' বলে মন্তব্য করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি৷ এক টুইটে তিনি বলেন, চুক্তিটি এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে৷

আরব আমিরাত

চুক্তিকে স্বাগত জানিয়ে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রালয়ের বিবৃতিতে বলা হয় ‘‘এ পদক্ষেপ নিরাপত্তা ও উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করবে এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞান চর্চার সুযোগকে সমৃদ্ধ করবে৷''

আরআর/ এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ