1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

এবার ইসরায়েলে করোনার নতুন প্রজাতির সন্ধান

১৭ মার্চ ২০২২

ইসরায়েলে করোনা ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মিললো। ওমিক্রনের দুইটি সাব-ভ্যারিয়েন্ট মিলে তৈরি এই নতুন প্রজাতি।

ইসরায়েলে করোনার নতুন প্রজাতির খোঁজ পাওয়া গেল। ছবি: Amir Cohen/REUTERS

ইসরায়েলে আসা দুইজন ব্যক্তির শরীরে পাওয়া গিয়েছে এই নতুন প্রজাতির করোনা ভাইরাস। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমিক্রন ভাইরাসের দুইটি সাব-ভ্যারিয়েন্ট মিলে এই নতুন প্রজাতির ভাইরাস তৈরি হয়েছে। এই দুই সাব-ভ্যারিয়েন্টের নাম বিএ.১ ও বিএ.২। এভাবে দুইটি প্রজাতি বা ভ্যারিয়েন্ট মিলে নতুন প্রজাতি হওয়ার ঘটনা আগেও ঘটেছে। ডেল্টা এবং ওমিক্রন মিলে ডেল্টাক্রন প্রজাতির ভাইরাস হয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ভাইরাসের উপসর্গের মধ্যে রয়েছে, জ্বর, মাথাব্যথা, পেশীতে টান। এখনো পর্যন্ত বিশেষ কোনো উপসর্গ ওই দুই রোগীর শরীরে দেখা যায়নি।

ইসরায়েলের কোভিড রেসপন্স টিমের প্রধান সলমন জারকা বলেছেন, ''এই পর্যায়ে আমরা উদ্বিগ্ন নই। মনে হচ্ছে না, এর ফলে কেউ গুরুতর অসুস্থ হবেন।'' ফলে তিনি মানুষকে আতঙ্কিত না হতে বলেছেন।

গত জানুয়ারিতে ইসরায়েলে কোভিড ১৯ এবং ইনফ্লুয়েঞ্জা মিলিত হয়ে ফ্লোরোনায় একজন আক্রান্ত হন।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ