1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার এর্দোয়ানের সঙ্গে ইফতার করলেন ও্যজিল

২০ মে ২০১৯

জার্মানির সাবেক ফুটবলার মেসুত ও্যজিল শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ানের সঙ্গে ইফতার করেছেন৷ এজন্য রবিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে তোপের মুখে পড়েন তিনি৷

Deutschland Özil bei Erdogan-Festmahl
ছবি: picture-alliance/dpa/Presidential Press Service

গতবছর বিশ্বকাপের আগে লন্ডনে এর্দোয়ানের সঙ্গে দেখা করে জার্মান ফুটবল ফেডারেশন বা ডিএফবি ও সমর্থকদের কাছে সমালোচিত হয়েছিলেন ও্যজিল৷ জার্মানির প্রতি তাঁর পূর্ণ আনুগত্য নিয়েও সেই সময় প্রশ্ন উঠেছিল৷

এর জবাবেও্যজিল ডিএফবিতে বর্ণবাদ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন৷ এর্দোয়ানের সঙ্গে দেখা করা প্রসঙ্গে তিনি বলেছিলেন, তিনি তাঁর পরিবারের দেশের সর্বোচ্চ অফিসের প্রতি সম্মান জানিয়েছেন৷ এছাড়া জার্মানির সাবেক অধিনায়ক লোথার মাথেউস একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমে যে নেতিবাচক কাভারেজ পেয়েছিলেন, সেই ঘটনার সঙ্গে নিজের ঘটনারও তুলনা করেছিলেন ও্যজিল৷

তবে ও্যজিলের কয়েকজন সহকর্মী ও ফেডারেশনের কর্মকর্তারা জার্মান ফুটবলে বর্ণবাদ থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন৷

এরপর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে জার্মানির বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ও্যজিল৷

ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে অনুষ্ঠিত ইফতারে ও্যজিলের সঙ্গে তাঁর বাগদত্তা সাবেক মিস তুরস্ক আমিনে গ্যুলসেও উপস্থিত ছিলেন৷ আগামী গ্রীষ্মে তাঁদের বিয়ে হওয়ার কথা রয়েছে৷ গত মার্চ মাসে ঐ বিয়েতে এর্দোয়ানকে আমন্ত্রণ জানিয়েও সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি করেছিলেন ও্যজিল৷

যুব ও ক্রীড়া দিবস উপলক্ষ্যে শনিবার ঐ ইফতারের আয়োজন করা হয়েছিল৷ সেখানে তুরস্কের অন্যান্য ক্রীড়াবিদরাও উপস্থিত ছিলেন৷ তবে ইফতার অনুষ্ঠানে এর্দোয়ানের দুই পাশে ছিলেন ও্যজিল ও তাঁর বাগদত্তা গ্যুলসে৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ