1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলো টেস্টটিউব কুকুরছানা!

১৩ ডিসেম্বর ২০১৫

সেই ১৯৭৮ সালে প্রথম টেস্টটিউব শিশু পৃথিবীর মুখ দেখেছিল৷ এবার ঐ একই প্রক্রিয়ায় পৃথিবীতে এসেছে সাতটি কুকুরছানা৷ চলতি বছর জুলাইতে তাদের জন্ম হয়৷

USA erste künstlich gezeugte Hunde
ছবিটি টেস্টটিউব কুকুরছানাগুলোর সাত সপ্তাহ বয়সের সময় তোলাছবি: picture-alliance/AP Photo//Cornell University College of Veterinary Medicine

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) প্রক্রিয়ায় এই কুকুরছানাগুলোর জন্ম দেন৷ এর মধ্যে পাঁচটি বীগল জাতের আর দুটি বীগল ও ককার স্প্যানিয়েল জাতের মিশ্রণ৷

জুলাই মাসে এদের জন্ম হলেও সম্প্রতি ‘প্লস ওয়ান' জার্নালে গবেষণার ফলাফল প্রকাশ হওয়ার পর খবরটি জানা যায়৷

গবেষক দলের একজন অ্যালেক্স ট্রাভিস জানান, গত শতকের সত্তরের দশক থেকে আইভিএফ পদ্ধতিতে কুকুরছানা জন্ম দেয়ার চেষ্টা করা হলেও এতদিন সেটা সম্ভব হয়নি৷ কুকুরছানাগুলোর বয়স এখন প্রায় পাঁচমাস এবং তারা সুস্থ আছে বলে জানান তিনি৷

ট্রাভিস বলেন, তাঁদের গবেষণা সফল হওয়ায় এটা জিন প্রকৌশলের এমন একটি দিকের উন্মোচন করবে, যেটা কুকুর সহ মানুষের নানান স্বাস্থ্যগত সমস্যার আগাম সমাধানে সহায়তা করবে৷ ‘‘এর ফলে যেসব চারিত্রিক বৈশিষ্ট্য রোগের জন্ম দেয় সে সম্পর্কে আগে থেকে জানা যাবে৷ ফলে রোগ হওয়ার পর রোগের চিকিৎসা করার চেয়ে রোগ যেন না হয় সেই ব্যবস্থা নেয়া যাবে৷''

জেডএইচ/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ