টেলিফোন, মোবাইল, ই-মেলে গোয়েন্দা সংস্থার আড়ি পাতার ঘটনা প্রায় গা-সওয়া হয়ে আসছে৷ কিন্তু ওয়েবক্যামের ছবিও নাকি পাচার হয়ে যাচ্ছে! ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এই সব তথ্য কাজে লাগিয়ে চরিত্রহননের কাজ করছে বলে অভিযোগ উঠছে৷
বিজ্ঞাপন
গার্ডিয়ান সংবাদপত্রের দাবি, ব্রিটেনের সিগন্যালস ইনটেলিজেন্স ডিভিশন ওয়েবক্যাম ভিডিও-র ছবি সংগ্রহ করছে৷ ইয়াহু পরিষেবার মাধ্যমে যাঁরা ভিডিও চ্যাট করেন, তাঁদের ছবি আর গোপন থাকছে না৷ প্রতি ৫ মিনিট অন্তর ওয়েবক্যামের ছবির স্ক্রিনশট নেওয়া হয়েছে৷ গার্ডিয়ান-এর সূত্র অনুযায়ী গোয়েন্দা সংস্থার তথ্যভাণ্ডারে যে সব ছবি জমা হয়েছে, তার একটা উল্লেখযোগ্য অংশই নগ্নতা ও যৌন আচরণে ভরা৷
কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর
আজকাল প্রযুক্তি এত দ্রুত বদলায় যে কোনটা যে সর্বাধুনিক আর কোনটা নয়, সেটা বোঝা যায় না৷ তবে সব সর্বাধুনিক প্রযুক্তিই যে কাজের তা কিন্তু নয়৷ এই ছবিঘরে থাকছে কয়েকটি প্রযুক্তির কথা৷ পড়ে দেখুন তো কোনটা আপনার চাই?
ছবি: DW/Jennifer Fraczek
স্মার্টফোন যখন ক্যামেরা
শিরোনাম পড়ে মনে হতে পারে এ আর নতুন কি? স্মার্টফোনের সঙ্গে তো ক্যামেরা থাকেই৷ কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা লেন্স, যেটা ওয়াই-ফাই-এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ সেক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনটা হয়ে যায় ‘ভিউফাইন্ডার’৷ আরও জানা যাবে এই ভিডিওটি দেখলে http://www.youtube.com/watch?v=VgihmrJg7cw ৷
ছবি: picture-alliance/dpa
বাঁকানো স্ক্রিনের টিভি
এটি স্যামসাং-এর ৫৫ ইঞ্চি আলট্রা-এইচডি টেলিভিশন৷ এর বিশেষত্ব, এটি বিশ্বের প্রথম ইউএইচডি টিভি যার স্ক্রিনটা বাঁকানো৷ কবে নাগাদ এবং কত দামে এই টিভিটি কিনতে পাওয়া যাবে সেটা এখনো জানায়নি স্যামসাং৷ সনিও সম্প্রতি বাঁকানো স্ক্রিনের টিভি এনেছে৷ সুতরাং বলা যায়, ভবিষ্যতটা বাঁকানো টিভির৷
ছবি: Reuters
হাওয়ায় লিখুন!
কলম দিয়ে লেখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার৷ কিন্তু শূন্যে বা হাওয়ায় লেখা যেতে পারে, এমনটা ভেবেছেন কখনও৷ ‘৩ডুডলার’ কলম দিয়ে সেটা সম্ভব৷ এটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি কলম৷ বিস্তারিত জানতে যেতে পারেন এই ওয়েবসাইটে http://www.the3doodler.com/ ৷
ছবি: the3doodler.com
গুগল গ্লাস
গুগলের এই চশমাটি নিয়ে আলোচনা কম হয়নি৷ ইন্টারনেট সংযোগের কারণে এই চশমা দিয়ে করা যাবে অনেক কিছুই৷ শোনা যাচ্ছে, আগামী বছরের কোনো এক সময় সেটা বাজারে আসতে পারে৷
ছবি: picture alliance/ZUMA Press
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচের কাজ শুধু সময় প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে৷ তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও রয়েছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা৷ ইতিমধ্যেই বাজারে স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে৷ গুগল আর অ্যাপলের স্মার্টওয়াচও শিগগিরই পাওয়া যাবে৷
ছবি: picture-alliance/dpa
ল্যান্ডফোন + স্মার্টফোন
প্যানাসনিক এর ‘কেএক্স-পিআরএক্স১৫০’ প্রথমে দেখলে মনে হবে স্মার্টফোন৷ কিন্তু আসলে এটা ল্যান্ডফোন৷ জার্মানির বাজারে এই হাইব্রিড ফোনের দাম ১৯৯ ইউরো৷
ছবি: DW/D. Visevic
বিশ্বের সবচেয়ে বড় টিভি
বলুন তো, এই টিভিটা কত ইঞ্চির? ১১০ ইঞ্চি মাত্র! সামস্যাং কোম্পানির এই টিভিটি বিশ্বের সবচেয়ে বড়৷ ২০১৪ সালের মার্চ এপ্রিল নাগাদ এটি বাজারে আসবে৷ কিনতে চান সেটা? দাম ৬২ হাজার ডলার মাত্র!
ছবি: imago/Stefan Zeitz
ট্যাবলেট, নোটবুক একসঙ্গে
কম্পিউটার জগতে নতুন খবরের মধ্যে রয়েছে ট্যাবলেট আর নোটবুকের সংযোগ৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘এসার অ্যাস্পায়ার পিথ্রি’-র কথা৷ এই যন্ত্রটিকে নোটবুক হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমন কি-বোর্ডটি ভাঁজ করে এটিকে বানানো যাবে ট্যাবলেট৷
ছবি: DW/Jennifer Fraczek
8 ছবি1 | 8
‘অপটিক নার্ভ' নামের এই উদ্যোগের আওতায় ঠিক কতকাল ধরে কত জন ব্যবহারকারীর উপর গোয়েন্দাগিরি চলছে, তা অবশ্য পুরোপুরি স্পষ্ট নয়৷ গার্ডিয়ান জানায়, ২০০৮ সালেই জিসিএইচকিউ প্রায় ১৮ লাখ ইয়াহু গ্রাহকের উপর নজরদারি চালিয়েছিল৷ কমপক্ষে ২০১২ সাল পর্যন্ত এই কার্যকলাপ চলেছে৷ এডওয়ার্ড স্নোডেনের নথিপত্র থেকেই এই তথ্য পাওয়া গেছে৷
গোটা বিশ্বে ইয়াহু-র গ্রাহকসংখ্যা প্রায় সাড়ে সাত কোটি৷ কোম্পানি জানিয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না৷ তবে এই অভিযোগ সত্য হলে গ্রাহকদের অধিকার লঙ্ঘিত হয়েছে৷ ইয়াহু-র গ্রাহকদের নিজস্ব তথ্য কীভাবে গোয়েন্দা সংস্থার নাগালে এলো, তা নিয়েও অনেক প্রশ্ন উঠছে৷ নিরাপত্তার জন্য যে এনক্রিপশন প্রক্রিয়া কাজে লাগানো হয়, তার পাশ কাটিয়ে বড় আকারে আড়ি পাততে সক্ষম হয়েছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা৷