1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েবক্যামে আড়ি পাতা

২ মার্চ ২০১৪

টেলিফোন, মোবাইল, ই-মেলে গোয়েন্দা সংস্থার আড়ি পাতার ঘটনা প্রায় গা-সওয়া হয়ে আসছে৷ কিন্তু ওয়েবক্যামের ছবিও নাকি পাচার হয়ে যাচ্ছে! ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এই সব তথ্য কাজে লাগিয়ে চরিত্রহননের কাজ করছে বলে অভিযোগ উঠছে৷

Wochenrückblick KW 30/2011 Internet Überwachung Symbolbild
ছবি: Fotolia/Alterfalter

গার্ডিয়ান সংবাদপত্রের দাবি, ব্রিটেনের সিগন্যালস ইনটেলিজেন্স ডিভিশন ওয়েবক্যাম ভিডিও-র ছবি সংগ্রহ করছে৷ ইয়াহু পরিষেবার মাধ্যমে যাঁরা ভিডিও চ্যাট করেন, তাঁদের ছবি আর গোপন থাকছে না৷ প্রতি ৫ মিনিট অন্তর ওয়েবক্যামের ছবির স্ক্রিনশট নেওয়া হয়েছে৷ গার্ডিয়ান-এর সূত্র অনুযায়ী গোয়েন্দা সংস্থার তথ্যভাণ্ডারে যে সব ছবি জমা হয়েছে, তার একটা উল্লেখযোগ্য অংশই নগ্নতা ও যৌন আচরণে ভরা

‘অপটিক নার্ভ' নামের এই উদ্যোগের আওতায় ঠিক কতকাল ধরে কত জন ব্যবহারকারীর উপর গোয়েন্দাগিরি চলছে, তা অবশ্য পুরোপুরি স্পষ্ট নয়৷ গার্ডিয়ান জানায়, ২০০৮ সালেই জিসিএইচকিউ প্রায় ১৮ লাখ ইয়াহু গ্রাহকের উপর নজরদারি চালিয়েছিল৷ কমপক্ষে ২০১২ সাল পর্যন্ত এই কার্যকলাপ চলেছে৷ এডওয়ার্ড স্নোডেনের নথিপত্র থেকেই এই তথ্য পাওয়া গেছে৷

গোটা বিশ্বে ইয়াহু-র গ্রাহকসংখ্যা প্রায় সাড়ে সাত কোটি৷ কোম্পানি জানিয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না৷ তবে এই অভিযোগ সত্য হলে গ্রাহকদের অধিকার লঙ্ঘিত হয়েছে৷ ইয়াহু-র গ্রাহকদের নিজস্ব তথ্য কীভাবে গোয়েন্দা সংস্থার নাগালে এলো, তা নিয়েও অনেক প্রশ্ন উঠছে৷ নিরাপত্তার জন্য যে এনক্রিপশন প্রক্রিয়া কাজে লাগানো হয়, তার পাশ কাটিয়ে বড় আকারে আড়ি পাততে সক্ষম হয়েছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা৷

আড়ি পেতে পাওয়া তথ্য কাজে লাগিয়ে গোয়েন্দা সংস্থা সুপরিকল্পিতভাবে অনেক মানুষের চরিত্রহননের চেষ্টাও চালিয়েছে বলে অভিযোগ উঠেছে৷

এসবি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ