1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু সম্মেলন

আইরিন কোয়েল/এপিবি২৪ মে ২০১৫

আবারো বসছে জলবায়ু সম্মেলন৷ এবারের স্থান প্যারিস৷ দেখার বিষয় এবারের সম্মেলনে কার্বন গ্যাস নিঃসরণ কমাতে বিশ্ব নেতারা কোন চুক্তিতে পৌঁছাতে পারেন কিনা৷

Schwäbische Alb - Filsenberg bei Mössingen
ছবি: imago/Arnulf Hettrich

নভেম্বরের শেষে প্যারিসে শুরু হবে জলবায়ু সম্মেলন৷ জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ নিতে বেশ দেরি করে ফেলছেন বিশ্ব নেতারা৷ তাই এবার চাপ থাকবে এ বিষয়ে চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিয়ে৷ বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস কমানোর ব্যাপারে তারা যাতে একমত হতে পারেন সে চেষ্টাই করা হবে৷

মার্চে বিশ্বে প্রতি মাসে গড়ে কার্বন নিঃসরণ হয়েছে প্রতি মিলিয়নে...৷ বিশ্বের ইতিহাসে এটাই সর্বোচ্চ৷ এর আগে এমনটা দেখা যায়নি৷ কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে যে কার্বন নিঃসরণ হয় সেটা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে৷

জুনে জার্মানির বৈঠক

জার্মানির বন শহরে জাতিসংঘের ক্লাইমেট সেক্রেটারিয়েট ইউএনএফসিসিসি প্যারিস বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পাবে তা নিয়ে কাজ করছে৷ সরকারের প্রতিনিধিদের সাথে এ বিষয় নিয়ে তারা আলোচনায় বসবেন জুন মাসের প্রথম সপ্তাহে৷ অন্যদিকে, চলতি সপ্তাহে বার্লিনে পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগের উদ্বোধনী আলোচকের ভূমিকায় ছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

জলবায়ু সম্মেলনকে সামনে রেখে প্যারিসে শুরু হয়েছে প্যারিস আলোচনার আর দুইশ দিন' উদযাপন৷ এখানে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিচ্ছেন৷

ডি-কার্বোনাইজেশন: দীর্ঘমেয়াদী লক্ষ্য

এক যৌথ বিবৃতি ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ বলেছেন, জাতিসংঘের অন্যান্য সদস্য দেশগুলো কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে একমত হবে৷ এর অর্থ হলো এই দেশগুলো তেল, গ্যাস ও কয়লা পোড়ানো থেকে পিছু হঠবে৷ তিনি কোল লেভি-র প্রতি সমর্থন জানান৷ বলেন, এটি জার্মানির সফট-কোল-বার্নিং চুল্লি৷ তবে তিনি এও বলেন, জলবায়ু পরিবর্তন রোধে লক্ষ্য পূরণে লেভি মেকানিজম অন্যতম পন্থা হতে পারে৷

ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের ক্লাইমেট পোগ্রামের গ্লোবাল ডিরেক্টর জেনিফার মর্গান ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘বিশ্বের বড় বড় শিল্প প্রতিষ্ঠানই এই লক্ষ্য পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন৷'' তিনি এও বলেন, ‘‘দেশগুলোর প্রতিনিধিদের অঙ্গীকার এবং করণীয়-এই দুটো বিষয়ের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে৷ প্যারিসে এই ব্যবধান কমানোর চেষ্টা করা হবে৷''

ইতিবাচক পদক্ষেপ

চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম৷ ২০২৫ সাল থেকে তারা কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করবে৷ গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশগুলোর মধ্যে ভারত সবচেয়ে এগিয়ে আছে৷ সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানোর আহ্বান জানিয়েছেন৷

বিকল্প নেই

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী লোরঁ ফাবিউস প্যারিস জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করবেন৷ তিনি বলেছেন, ‘‘বার্লিনের পিটার্সবার্গ আলোচনায় অনেক দেশই ডি-কার্বোনাইজেশনের ব্যাপারে একমত হয়েছে৷ প্যারিস সম্মেলনে মূল বিষয় হবে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমানোর বিষয়টিতে সবচেয়ে জোর দেয়া হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ