1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্লিন্টন-বুশ পরিবারের লড়াই

১৬ জুন ২০১৫

প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে পাদপ্রদীপের প্রায় পুরো আলোই দখলে রেখেছিলেন হিলারি ক্লিন্টন৷ রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরে সে আলো কিছুটা টেনে নিলেন জেব বুশ৷ আবার কি তবে ক্লিন্টন-বুশ লড়াই?

Jeb Bush Vorwahlkampf Präsidentschaftswahlen
ছবি: Getty Images/J. Raedle

১৯৯২ সালে তাঁর বাবা জর্জ বুশ সিনিয়রকে হারিয়েই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বিল ক্লিন্টন৷ আবার ২০০১ সালে বিল ক্লিন্টনকে হারিয়ে বুশ পরিবারের দ্বিতীয় এবং দেশের ৪৩তম প্রেসিডেন্ট হয়েছিলেন জেব বুশের বড় ভাই জর্জ ডাব্লিউ বুশ৷ সোমবার রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে নেমে পরিবারের তৃতীয় প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার সামনে এখন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ৷

৬৬ বছর বয়সি জেব বুশের সামনে অবশ্য বেশ কঠিন পথ৷ ইতিমধ্যে আরো ১০ জন রিপাবলিকান প্রার্থী হবার দৌড়ে সামিল হয়েছেন৷ সেনেটর টেড ক্রুজ, ব়্যান্ড পল, লিন্ডসে গ্রাহাম, মার্কো রুবিয়োসহ সেই ১০ জনের চেয়ে বুশ সিনিয়রের দ্বিতীয় সন্তানকে কিছুটা হলেও এগিয়ে রাখছে তাঁর পারিবারিক পরিচয়৷ সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্টমন্ত্রী হিলারি ক্লিন্টনের যোগ্য প্রতিপক্ষ হিসেবে রিপাবলিকানরা তাঁকেই বেছে নেয় কিনা – সেটাই এখন দেখার বিষয়৷

হিলারি ক্লিন্টনছবি: Reuters/B. McDermid

সোমবার মায়ামিতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার পরিকল্পনার কথা জানান জেব বুশ৷ মা, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ, স্ত্রী কলাম্বা এবং সন্তান জর্জ পি. বুশও তাঁর সঙ্গে ছিলেন৷ মায়ামির সভায় উপস্থিত রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে জেব বুশ বলেন, ‘‘সুযোগ পেলে আমি হৃদয় দিয়ে লড়বো এবং জয়ের জন্যই লড়বো৷''

রিপাবলিকান দল যদি শেষ পর্যন্ত তাঁকেই বেছে নেয় তাহলে জেব বুশের শেষ লড়াইটা হয়ত হিলারি ক্লিন্টনের সঙ্গেই হবে, কেননা, ডেমোক্র্যাট দলের অন্য কেউ এ মুহূর্তে প্রার্থী হওয়ার দৌড়ে হিলারির ধারে-কাছেও নেই৷ যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলই কি আবার পরিবারতান্ত্রিক রাজনীতির বৃত্তে ফিরছে? ২০১৬-র নির্বাচন কি শেষ পর্যন্ত ডেমোক্র্যাট বনাম রিপাবলিকানকে ছাপিয়ে ক্লিন্টন বনাম বুশ পরিবারের লড়াইয়ের দিকেই মোড় নেবে?

এসিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ