1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুনের বদলা খুন!

২ জুলাই ২০১৪

ইসরায়েলি তিন কিশোরের মৃতদেহ উদ্ধারের দু দিনের মধ্যেই খুন হলো এক ফিলিস্তিনি কিশোর৷ পূর্ব জেরুসালেমের এই কিশোরকেও অপহরণ করে হত্যা করা হয়৷ এ হত্যাকাণ্ডকে ইসরায়েলি তিন কিশোর হত্যার পাল্টা জবাব বলে ধারণা করা হচ্ছে৷

কাঁদছে নিহত এক ইসরায়েলি কিশোরের বন্ধুবান্ধবছবি: Menahem Kahana/AFP/Getty Images

ইসরায়েলি সেনাবাহিনীর বেতারে বলা হয়, ফিলিস্তিনি কিশোরকে অপহরণ করে হত্যার এ ঘটনা ইসরায়েলি তিন কিশোরকে হত্যার ‘বদলা' হতে পারে৷ গত ১২ই জুন নিখোঁজ হয় ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ নাগরিক তিন কিশোর এভাল ইফরাহ, গিলাদ শার এবং নাফতালি ফ্রাংকায়েল৷ ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস তাদের অপহরণ করেছে – এই সন্দেহে ইসরায়েলের সেনাবাহিনী গাজা-য় অভিযান শুরু করে৷ সোমবার হেব্রনের উত্তরে পাথরের স্তূপের নীচ থেকে তিন কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়৷

ওই তিন কিশোরের মৃতদেহ খুঁজে পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসকে এর জন্য চরম মূল্য দিতে হবে৷ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়াআলন হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘আমরা জেনেছি এই অপহরণ এবং হত্যাকাণ্ডের জন্য হামাসই দায়ী৷ ওদের (হামাস) এক হাত দেখে নেয়ার আগ পর্যন্ত আমরা থামবো না৷'' হামাস ওই অপহরণকে সমর্থন জানালেও এখনো এর দায়িত্ব স্বীকার করেনি৷

ইসরায়েলি তিন কিশোরের লাশ খুঁজে পাওয়ার একদিন পরই খুন করা হয় ফিলিস্তিনের এক কিশোরকে৷ ফিলিস্তিনের সংবাদ মাধ্যমের খবরে নিহত কিশোরের নাম মোহাম্মদ আবু কাদের এবং তার বয়স ১৬ বলে উল্লেখ করা হয়েছে৷

মোহাম্মদ আবু কাদেরের নিহত হওয়ার খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই তার বাড়ির সামনে ভিড় করে শত শত মানুষ৷ বিক্ষুব্ধ জনতা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে৷ পুলিশ রাবার বুলেট ছুড়লে দু জন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে৷

ফিলিস্তিনি কিশোরকে হত্যার ঘটনার দায়িত্বও এখনো কেউ স্বীকার করেনি৷ জেরুসালেমের মেয়র নির বারকাত এ ঘটনায় গভীর শোক এবং ক্ষোভ প্রকাশ করে নিন্দা জ্ঞাপন করেছেন৷ তিনি বলেন, ‘‘এটা ভয়ঙ্কর বর্বরোচিত ঘটনা৷ আমি এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি৷ দায়ীদের নিরাপত্তা বাহিনী বিচারের আওতায় আনবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি৷''

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ