এ সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে গাজায় অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়৷ তারপর গুলি থামালেও হামলা থামায়নি ইসরায়েল৷ এবার হামাসের লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল৷
বিজ্ঞাপন
এ সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে গাজায় অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়৷ তারপর গুলি থামালেও হামলা থামায়নি ইসরায়েল৷ এবার হামাসের লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল৷
বুধবার রাতে এ হামলা চালানো হয়৷ হামলায় অবশ্য বড় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মাত্র এক ব্যক্তির সামান্য আহত হওয়ার খবর নিশ্চিত করেছে৷
কেন এই হামলা?
ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, হামাসের হামলার পালটা ব্যবস্থা হিসেবেই রাতের আঁধারে যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়৷ সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘স্ডেরট শহরে ভারি মেশিনগান থেকে গুলি বর্ষণ করেছিল হামাস৷ তার প্রতিক্রিয়া হিসেবেই এই (বোমা) হামলা৷''
একদিকে মৃত্যুর মিছিল, অন্যদিকে সাড়ম্বরে দূতাবাস উদ্বোধন
জেরুসালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে আরেকটি কালো দিন হয়ে থাকলো৷ এর প্রতিবাদ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গাজা-ইসরায়েল সীমান্তে এ পর্যন্ত ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন৷ আহত প্রায় ২৫০০৷
ছবি: Reuters/M. Salem
বিক্ষোভ ও গণজমায়েত
‘গ্রেট মার্চ অফ রিটার্ন’ আন্দোলনের অংশ হিসাবে গাজার শাসনক্ষমতায় থাকা হামাসের নেতৃত্বে ফিলিস্তিনিরা গত ছয় সপ্তাহ ধরে সীমান্তে বিক্ষোভ করে আসছে৷ সোমবার ৪০ হাজার ফিলিস্তিনি ১৩টি স্থানে বিক্ষোভে অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল৷
ছবি: Reuters/M. Salem
ইসরায়েলের পদক্ষেপ
বরাবরের মতোই ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলের সেনাবাহিনী গুলি চালায়৷ বিক্ষোভরত নিরস্ত্র ফিলিস্তিনিদের সাথে শুরু হয় অসম লড়াই৷
ছবি: Reuters/I. Abu Mustafa
ধোঁয়া এবং সংঘর্ষ
দিনভর চলে লড়াই৷ ইন্তিফাদার ইতিহাসের রক্তাক্ত দিনটিতে ৫৮ জন প্রাণ হারান৷ আহত হন শত শত৷ নারীরা অংশ নিতে থাকেন জাতীয় মুক্তি ও ভূমি অধিকারের এ লড়াইয়ে৷
ছবি: Reuters/I. Abu Mustafa
মৃতের তালিকায় শিশু ও প্রতিবন্ধী
দূতাবাস উদ্বোধনের আগ দিয়ে গাজা সীমান্তে ক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা৷ সংঘর্ষে নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী ৬ শিশু আছে এবং হুইলচেয়ারে চলাফেরা করা এক ব্যক্তিও আছেন৷
ছবি: picture-alliance/Zumapress/M. Issa
বিদায়
চোখের জলে সহযোদ্ধারা বিদায় দিচ্ছেন নিহত এক ফিলিস্তিনিকে৷
ছবি: Getty Images/AFP/S. Khatib
স্বজনহারা
ছবিটি গাজা উপত্যকার এক ফিলিস্তিনির দাফনের সময় তোলা৷ ইসরায়েলের সেনাদের গুলিতে নিহত ওই ফিলিস্তিনির নাম মাহমুদ আবু তাইমা৷ স্বজনরা মুষড়ে পরেছেন তাইমার মৃত্যুতে৷
ছবি: picture alliance/Xinhua/K. Omar
শুভ উদ্বোধন!
একদিকে চলছে রক্তপাত অন্যদিকে জেরুসালেমে সাজসাজ রবে উদ্বোধন হচ্ছে অ্যামেরিকার দূতাবাস৷
মোটর সাইকেল শোভাযাত্রাও ছিল জেরুজালেমে অ্যামেরিকার দূতাবাস উদ্বোধনের দিন৷
ছবি: Reuters/A. Awad
দূতাবাসে ট্রাম্পকন্যা
অনুষ্ঠানে যোগ দিতে ইসরায়েলে যান অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ও তাঁর স্বামী জারেড কুশনার৷ দু’জনই হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা৷
ছবি: Reuters/R. Zvulun
10 ছবি1 | 10
বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী আরো দাবি করে, হামাসের হামলার লক্ষ্য ছিল একটি সেনা ক্যাম্প৷ সেই হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হয়৷
যুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের দূতাবাস তেল আভিভ থেকে জেরুসালেমে স্থানান্তরের সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকে গাজা সীমান্তে দেখা দেয় চরম উত্তেজনা৷ গত মার্চ থেকে প্রতি সপ্তাহেই বিক্ষোভ-প্রতিবাদে অংশ নিয়ে আসছে ফিলিস্তিনিরা৷ ইসরায়েলি সেনাবাহিনী গুলিতে প্রায় নিয়মিতই হতাহতের ঘটনা ঘটেছে৷ গত ১৪ মে জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়৷ এর প্রতিবাদে ১৩ মে থেকে গাজা সীমান্তে ব্যাপক বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনিরা৷ এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৬০ জন নিহত হয়৷
ইসরায়েল বলছে, ফিলিস্তিনিদের বিক্ষোভের পেছনে রয়েছে হামাস৷ বিক্ষুব্ধদের সীমান্ত অতিক্রম করতে তারা প্ররোচিত করছে বলেও মনে করে ইসরায়েল৷