1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহযুদ্ধ থামাবেন জেমস বন্ড!

Sanjiv Burman২৬ সেপ্টেম্বর ২০১৩

তবে সেটা মুভিতে নয়, উপন্যাসে৷ বের হয়েছে বন্ডকে নিয়ে লেখা সর্বশেষ উপন্যাস৷ বন্ড চরিত্র নির্মাতা ইয়ান ফ্লেমিং পরিবারের অনুমতি নিয়ে উপন্যাসটি লিখেছেন আরেক থ্রিলার লেখক উইলিয়াম বয়েড৷

British Airways ambassador Helena Flynn holds British author William Boyd's new James Bond novel "Solo" during a photo call a day ahead of the book's publishing in central London on September 25, 2013. Solo follows British agent 007 on an African adventure. AFP PHOTO/Leon Neal (Photo credit should read LEON NEAL/AFP/Getty Images)
ছবি: LEON NEAL/AFP/Getty Images

বুধবার লন্ডনে মুভির বন্ডের মতোই নাটকীয়ভাবে প্রকাশিত হলো ‘সোলো' উপন্যাসটি৷ লন্ডনের ফাইভস্টার ‘দি ডরচেস্টার' হোটেল থেকে জেনসেন স্পোর্টস কারে করে বাক্সবন্দি বই সোলো রওয়ানা দেয় হিথরো বিমানবন্দরের উদ্দেশ্যে৷ সে সময় সোলোর সঙ্গী থাকেন ব্রিটিশ এয়ারওয়েজের সুন্দরী বিমানবালারা৷ সেখান থেকে একেকটি বইয়ের গন্তব্য ছিল এডিনবরা, আমস্টারডাম, জুরিখ, নতুন দিল্লি, লস অ্যাঞ্জেলস, কেপ টাউন ও সিডনি৷ শহরগুলোর সঙ্গে হয় বন্ডের নতুবা বয়েডের সংশ্লিষ্টতা রয়েছে৷

জেমস বন্ড উপন্যাস ‘সোলো’-র লেখক উইলিয়াম বয়েডছবি: Reuters

ডরচেস্টার হোটেলকে বেছে নেয়ার কারণ উপন্যাসের ঘটনা শুরু সেই হোটেল থেকেই৷ সেখান থেকে বন্ড অ্যাসানইমেন্ট নিয়ে যান পশ্চিম আফ্রিকার একটি দেশে গৃহযুদ্ধ থামাতে৷ কাজের প্রয়োজনে বন্ডকে যেতে হয় ওয়াশিংটনেও৷ ঘটনার সময়কাল ১৯৬৯ সাল৷

অক্টোবরের ৮ তারিখ উপন্যাসটি প্রকাশিত হবে যুক্তরাষ্ট্র ও ক্যানাডায়৷

জীবদ্দশায় বন্ড নিয়ে ১২টি উপন্যাস আর দুটি ছোটগল্পের সিরিজ লেখেন ইয়ান ফ্লেমিং ৷ এরপর কিংসলে অ্যামিস আর সেবাস্টিয়ান ফল্কস হয়ে সর্বশেষ বন্ড উপন্যাসটি লিখলেন বয়েড৷ তিনি নিজেও একজন থ্রিলার লেখক৷ ‘রেস্টলেস' এবং ‘ওয়েটিং ফর সামরাইজ' নামে তাঁর দুটি নামকরা বই রয়েছে৷ তবে বন্ডকে নিয়ে লেখার তিনি ফ্লেমিং এর বন্ড সংক্রান্ত বইগুলো আবারও পড়েন এবং সেখান থেকে প্রয়োজনীয় কিছু তথ্য টুকে রেখেছিলেন বলে জানিয়েছেন বয়েড৷

সোলো উপন্যাসে বয়েড বন্ডের আসল চরিত্র অনেকটা অবিকল রাখার চেষ্টা করেছেন বলে জানান৷ ফলে পোশাক-আশাক থেকে শুরু করে নারী, হুইস্কির প্রতি বন্ডের যে আসক্তি তার উপস্থিতি টের পাওয়া যাবে এই উপন্যাসে৷

সুতরাং আর দেরি কিসের!

জেডএইচ / এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ