1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ঘুরে আসুন মহাকাশে

৯ ডিসেম্বর ২০০৯

২০১১ সাল থেকে বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ ভ্রমণের সুযোগ করে দিতে চলেছে স্যার রিচার্ড ব্র্যানসনের ‘ভার্জিন গ্যালাকটিক স্পেসলাইনার’৷

নিজের যানের সামনে স্যার রিচার্ড ব্র্যানসনছবি: AP

‘‘আগামী ছুটিতে কোথায় বেড়াতে যেতে চান? ইউরোপ-আমেরিকা – নাকি ঘরের কাছেই থাইল্যান্ড বা সিঙ্গাপুর?’’ আর মোটামুটি ১৮ মাস অপেক্ষা করলে কিন্তু আরও একটা নতুন প্রশ্ন করতে পারবেন – ‘‘কি, এবারে কি পৃথিবীতেই থাকছেন, নাকি মহাকাশে ছুটি কাটাতে যাচ্ছেন?’’

মহাকাশে পর্যটনের প্রস্তুতি

মহাকাশ যাত্রার ইতিহাসে সোমবার, ৭ই ডিসেম্বর, ২০০৯ – এই তারিখটি হয়তো স্মরণীয় হয়ে থাকবে৷ এদিন ব্রিটেনের শিল্পপতি স্যার রিচার্ড ব্র্যানসন মহাকাশ পর্যটকদের জন্য এমন এক সম্ভাবনার দরজা খুলে দিলেন, যা অদূর ভবিষ্যতে বাণিজ্যিক আকারে চালু হতে চলেছে৷ এর আগে বিশেষ করে আমেরিকার মহাকাশফেরি অথবা রাশিয়ার সোইয়ুজ মহাকাশযানে চেপে মহাকাশ ঘুরে এসেছেন হাতে গোনা কয়েকজন পর্যটক৷ তবে তার জন্য বিশেষ ব্যবস্থা করতে হয়েছে৷ টিকিট কেটে, রকেটে চেপে মহাকাশ ঘুরে আসার কোন ব্যবস্থা এতদিন ছিল না৷ সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে ‘ভার্জিন গ্যালাকটিক স্পেসলাইনার’ নামের কোম্পানি ২০১১ সাল নাগাদ বাণিজ্যিক ভিত্তিতে পর্যটকদের জন্য মহাকাশ যাত্রার সুযোগ সৃষ্টি করতে চলেছে৷ স্যার ব্র্যানসন এই প্রকল্পে প্রায় ২৫ থেকে ৪০ কোটি ডলার ব্যয় করছেন৷

সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে ‘স্পেস শিপ টু’ছবি: AP

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের মৌহাভি মরু এলাকায় তিনি চোখ-ধাঁধানো প্রথম বাণিজ্যিক মহাকাশযানের সঙ্গে উপস্থিত সবার পরিচয় করিয়ে দিলেন৷ এই যানটি আসলে দুটি যানের সমন্বয়ে তৈরি৷ স্বাভাবিক অবস্থায় ‘স্পেস শিপ টু’ এবং ‘হোয়াইট নাইট টু’ নামের দুটি যান পরস্পরের সঙ্গে যুক্ত থাকে৷ দেখল মনে হবে, ঠিক যেন তিনটি ছোট বিমান পাশাপাশি পরস্পরের সঙ্গে লাগানো আছে এবং তাদের যেন একটাই পাখনা রয়েছে৷ এর মধ্যে মাঝের বিমানটি – অর্থাৎ ‘হোয়াইট নাইট’এর কোন চাকা দেখা যাচ্ছে না – দুই পাশের বাকি দুটি বিমানের ভরসায় সেটি যেন মাঝখানে ঝুলে রয়েছে৷ এটিই আসল মহাকাশযান৷ এতে দু’জন পাইলট ও ৬ জন যাত্রী বসতে পারেন৷ ‘স্পেস শিপ টু’ পৃথিবী থেকে প্রায় ৬০,০০০ ফিট উচ্চতায় গিয়ে ‘হোয়াইট নাইট’কে শূন্যে ছেড়ে দেবে৷ মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ঘণ্টায় শূন্য থেকে ২,৫০০ মাইল পর্যন্ত গতিবেগে ধেয়ে যাবে এই যান৷ তারপর ‘হোয়াইট নাইট’ নিজস্ব ইঞ্জিন চালু করে বাকি পথ অতিক্রম করে মহাকাশে পৌঁছে যাবে৷ আগামী ১৮ মাস ধরে একাধিক পরীক্ষামূলক উড়ানের পর সাধারণ যাত্রীরা এই যানে চেপে মহাকাশ যেতে পারবেন৷

টিকিটের মূল্য

মহাকাশ যাত্রার এই স্বপ্ন পূরণ করতে হলে যে টিকিট কাটতে হবে, তার মূল্য আপাতত ২ লক্ষ ডলার ধরা হয়েছে৷ অঙ্ক শুনে আঁৎকে উঠছেন? এর আগে যাঁরা পর্যটক হিসেবে মহাকাশে গিয়েছেন, তাঁরা কিন্তু এর কয়েক গুণ বেশী অর্থ ব্যয় করেছেন৷ যেমন রাশিয়ার মহাকাশ সংস্থা পর্যটকদের কাছ থেকে প্রায় সাড়ে চার কোটি ডলার আদায় করে থাকে৷ তাই ব্র্যানসন মনে করেন, টিকিটের জন্য অত্যন্ত ন্যায্য মূল্য ধরা হচ্ছে৷ যাঁরা ইতিমধ্যেই টিকিট বুক করেছেন, তাঁদের ২০,০০০ ডলার জমা দিতে হয়েছে৷ এমন প্রায় ৩০০ ভবিষ্যৎ মহাকাশ যাত্রী সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

‘স্পেস শিপ টু’র মডেলের সামনে স্যার রিচার্ড ব্র্যানসনছবি: picture-alliance/ dpa

দুর্লভ অভিজ্ঞতা

কেমন হবে মহাকাশ যাত্রার এই অভিনব অভিজ্ঞতা? সাধারণ যাত্রীবাহী বিমানে সিট-বেল্ট বেঁধে মানুষ নির্দিষ্ট আসনে বসে থাকেন৷ গন্তব্যে পৌঁছনোর পর তাঁরা বিমান থেকে নেমে যান৷ ‘হোয়াইট নাইট’এর যাত্রীরাও সিট-বেল্ট বেঁধে উৎক্ষেপণের সময় নির্দিষ্ট আসনে বসে থাকবেন৷ নির্দিষ্ট উচ্চতায় পৌঁছনোর পর তাঁরা সিট-বেল্ট খুলে শূন্যে ভেসে বেড়াতে পারবেন৷ মাধ্যাকর্ষণ শক্তির আওতা থেকে বেরিয়ে এলে সত্যি কেমন লাগে, সেই দুর্লভ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তাঁরা৷ তাঁদের চারিদিকে অসংখ্য ছোট ছোট জানালা থাকবে৷ সেখান থেকে মহাকাশের অসাধারণ দৃশ্য ও পৃথিবী দেখতে পারবেন যাত্রীরা৷ স্যার ব্র্যানসন জানালেন, মহাকাশযানটি দেখতে ছোট মনে হলেও শূন্যে ভেসে বেড়ানোর জন্য যথেষ্ট জায়গা তার মধ্যে রয়েছে৷ যাত্রা শুরু করার আগে শুধুমাত্র দুই পাইলটেরই মহাকাশচারী হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকবে৷ যাত্রার পর বাকিদেরও মহাকাশচারী বলা যাবে৷

‘হোয়াইট নাইট’এর মহাকাশে থেকে পৃথিবীতে ফেরার পদ্ধতিও অভিনব৷ ব্যাডমিন্টন খেলার সময় শাটল কর্ক যেভাবে শূন্য থেকে মাটিতে এসে পড়ে, অনেকটা সেভাবেই পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করবে ঐ যানটি৷ বিশেষ ডিজাইনের কারণেই এটা সম্ভব হবে৷ সাধারণত কোন মহাকাশযান বায়ুমন্ডলে প্রবেশ করার সময় যে তীব্র উত্তাপের সৃষ্টি হয়, এক্ষেত্রে তা ঘটবে না৷

পরিকল্পনা

গোটা প্রকল্পের কাজ এখনো শেষ হয় নি৷ আগামী ১৮ মাস ধরে প্রযুক্তির উন্নতি, পরীক্ষামূলক উড়ান, পরিকাঠামো প্রস্তুত করা ইত্যাদি অনেক কাজ শেষ করতে হবে৷ যেমন নিউ মেক্সিকো রাজ্যে মহাকাশ যাত্রার জন্য একটি বিশেষ বন্দর নির্মাণের কাজ চলছে, যেখানে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এক রানওয়ে থাকবে৷ ২০১০ সালে এই বন্দর প্রস্তুত হয়ে যাওয়ার কথা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আবদুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ