1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার চলচ্চিত্রের পর্দায় ইরানের পরমাণু বিজ্ঞানী

২১ জুলাই ২০১০

প্রায় এক বছর আগে উধাও হয়ে যাওয়া ইরানের পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরি সম্প্রতি দেশে ফিরেছেন৷ তাঁকে ঘিরে রহস্যের জাল এখনো উন্মোচিত হয়নি৷

ইরানের পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরিছবি: AP

ইরান ঘোষণা দিয়েছে, সেদেশ শাহরাম আমিরিকে নিয়ে একটি টেলিভিশন চলচ্চিত্র তৈরি করবে৷ সিমা ফিল্ম স্টুডিও শাহরাম আমিরিকে অপহরণের যে অভিযোগ আনা হয়েছে, তা তুলে ধরবে রূপালি পর্দায়৷ সিমা স্টুডিওর প্রধান আমির হোসেইন আশতিয়ানিপুর জানান, সত্য ঘটনার ওপর ভিত্তি করেই এ ছবি তৈরি করা হবে৷ চিত্রনাট্য লেখা শুরু হয়ে গেছে, শেষ হতে আরো কিছুদিন লাগবে৷ তিনি আরো জানান, বেশ কিছু তরুণ-তরুণী, যারা চলচ্চিত্র বিষয় নিয়ে পড়াশোনা করছে, তাদের নিয়োগ করা হয়েছে চিত্রনাট্য লেখার জন্য৷ এর বেশি কিছু অবশ্য তিনি বলেননি৷ চলচ্চিত্রের নাম দেওয়া হয়েছে, ‘অপহরণ এবং স্বদেশ প্রত্যাবর্তন'৷

উল্লেখ্য, আমিরিকে ঘিরে রহস্য এখনো কাটে নি৷ এমনকি আদৌ তাঁকে অপহরণ করা হয়েছিলো কি না, তিনি আমেরিকায় সত্যি কী করছিলেন, এমন অনেক প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর এখনো পাওয়া যায় নি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ