1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার টুইটার ব্যবহারকারীদের তথ্য ‘পাচার'

৭ আগস্ট ২০১৯

সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীর তথ্য পাচারের অভিযোগ উঠেছিল৷ এবার ব্যবহারকারীদের তথ্য পাচার হয়ে যাওয়ার কথা বলছে টুইটার৷

Symbolbild - Twitter Logo auf Handydisplay
ছবি: picture-alliance/AP Photo/M. Rourke

টুইটার নিজেই এ বিষয়টি স্বীকার করেছে৷ টুইটার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অনুমতি ছাড়াই ব্যবহারকারীর তথ্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোকে দেয়ার ঘটনা ঘটেছে৷ তবে এটি ইচ্ছাকৃত নয় বলে দাবি তাদের৷ এ ঘটনায় কোন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিয়টিও তদন্ত করছে বলে জানিয়েছে তারা৷ 

বুধবার এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীরা তাঁদের তথ্য ব্যবহারের অনুমতি না দিলেও গত বছরের মে মাস থেকে ব্যবহারকারীদের তথ্য বিজ্ঞপনদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে শেয়ার হয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে৷ তবে এটি ঘটেছে মূলত সামাজিক যোগযোগমাধ্যমটির ব্যবহারকারীদের প্রাফাইল সেটিংসের ত্রুটির কারণে৷

বিবৃতিতে টুইটার জানায়, এ সময়ের মধ্যে টুইটার ব্যবহারকারীদের বিশেষ ধরনের তথ্য যেমন কান্ট্রি কোড বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো পেয়েছে৷

কর্তৃপক্ষ জানায় চলতি মাসের পাঁচ তারিখে বিষয়টি তাদের নজরে আসলে তদন্ত করতে শুরু করে তারা৷

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য পাচারের বিষয়টি নতুন নয়৷ তার আগে ফেসবুকের বিরুদ্ধে এ অভিযোগ উঠে৷  বলা হয় যে, অনুমতি ছাড়াই ব্যবহারকারীদের তথ্য বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে আদান প্রদানের ঘটনা ঘটিয়েছে ফেসবুক৷ উল্লেখ্য, সারা বিশ্বে প্রায় ৩৩ কোটি টুইটার ব্যবহারকারী রয়েছে৷

আরআর/ কেএম (ডিপিএ, স্ট্যাটিস্টা ডটকম)          

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ