1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ডার্মস্টাটে ঘটল যৌন হয়রানির ঘটনা

১ জুন ২০১৬

সপ্তাহান্তে জার্মানির ডার্মস্টাট শহরে একটি মিউজিক ফেস্টিভালে মহিলাদের যৌন হয়রানির পর পুলিশ সক্রিয়৷ ১৮ জন মহিলা অভিযোগ দাখিল করেছেন পুলিশের কাছে৷ আক্রান্ত হবার কথা বলেছেন ২৬ জন মহিলা৷

Deutschland Schlossgrabenfest in Darmstadt
ছবি: picture alliance/dpa/B. Roessler

ডার্মস্টাটের শ্লসগ্রাবেনফেস্টে দৃশ্যত একই ধরনের ঘটনা ঘটেছে, নিউ ইয়ার্স ইভে কোলন শহরের মুখ্য রেলওয়ে স্টেশনের সামনের চত্বরে যেমনটি ঘটেছিল৷ গানের জলসায় তরুণ-তরুণীদের ভিড় হওয়াটা স্বাভাবিক৷ শ্লসগ্রাবেনফেস্টে সেরকমই ভিড় ছিল৷

স্টেজ থেকে সেটা আরো ভালোভাবে বোঝা যায়৷

ভিড়ের সুযোগ নিয়ে একদল পুরুষ মহিলাদের কাছে আসে ও তাঁদের যৌন হয়রানি করে৷ হয়রানির শিকার কয়েকজন নারী পুলিশকে জানান যে, আক্রমণকারীরা সম্ভবত দক্ষিণ এশিয়ার৷ এর পর পুলিশ গানের জলসা থেকেই তিনজন পাকিস্তানিকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তারকৃতদের বয়স ২৮ থেকে ৩১ বছরের মধ্যে৷ তাদের মধ্যে অন্তত দু'জন নাকি রাজনৈতিক আশ্রয়প্রার্থী৷ গ্রেপ্তারকৃতদের পরে ছেড়ে দেওয়া হয়৷

নববর্ষের প্রাক্কালে কোলন রেলওয়ে স্টেশনের সামনে অনেক বেশি নারীর উপর হামলা - বিশেষত মোবাইল ফোন ইত্যাদি ছিনতাই ও সেই সঙ্গে যৌন হয়রানি করা হয়েছিল৷ পুলিশের কাছে তা নিয়ে অভিযোগ দাখিল করেছিলেন ১ হাজার ১৭০ জন নারী, যার মধ্যে ৪৯২টি অভিযোগ ছিল যৌন হয়রানি সংক্রান্ত৷ ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন যে, আক্রমণকারীরা সম্ভবত উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপের মানুষ; এমনকি তাদের নাকি আরবি ভাষায় কথা বলতে শোনা গেছে৷ কোলনের ঘটনার সঙ্গে উদ্বাস্তু সংকট জড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে জার্মান সংসদে বিতর্কও হয়েছে৷

এসি/এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ