1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বাণিজ্যজার্মানি

এবার ধর্মঘটে লুফটহানসা কর্মীরা

৫ ফেব্রুয়ারি ২০২৪

লুফটহানসা কর্মীরা এবার একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে, যা ফ্রাংকফুর্টসহ জার্মানির বড় বিমানবন্দরগুলিকে ঝামেলায় ফেলতে পারে৷

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে লুফটহানসার এ৩৮০ উড়োজাহাজ
কর্মী ধর্মঘটে ফ্লাইন নিয়ে সংকটে জার্মানির পতাকাবাহী এয়ারলাইন লুফটহানসাছবি: Sven Hoppe/dpa/picture alliance

জার্মানির সবচেয়ে বড় এয়ারলাইন লুফটহানসার কর্মীদের একদিনব্যাপী ধর্মঘটে যোগ দেবার আহ্বান জানিয়েছে কর্মী সংগঠন ভেরদি৷ বুধবার এই ধর্মঘট হলে তার প্রভাব পড়বে মিউনিখ, হামবুর্গ, ড্যুসেলডর্ফ, বার্লিনসহ ফ্রাংকফুর্টেও৷

ধর্মঘট শুরু হবে বুধবার ৭ ফেব্রুয়ারি ভোর চারটায়, চলবে বৃহস্পতিবার সকাল ৭টা বেজে ১০মিনিট পর্যন্ত৷

ভেরদি একটি বিবৃতিতে বলে, ‘‘যেহেতু সকল গ্রাউন্ড স্টাফ ও অন্যান্য কর্মীদের এই ধর্মঘটে ডাকা হচ্ছে, ফলে বহু ফ্লাইটই বাতিল বা বিলম্বিত হবে৷'' তাদের মতে, পরিকল্পিত এক লাখ ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হতে পারে৷

ভেরদির সিদ্ধান্তের সমালোচনা করে লুফটহানসা৷ তাদের বক্তব্য, কোনো আলোচনা শুরু হবার আগেই এত বড় ধর্মঘট যুক্তিহীন৷

জার্মানিতে সড়ক বন্ধ করে কৃষকদের বিক্ষোভ

03:35

This browser does not support the video element.

চলতি বছরে চতুর্থ ধর্মঘট জার্মানিতে

বর্তমানে, ভেরদি ও লুফটহানসার মধ্যে কর্মীদের দাবি নিয়ে একাধিক দফার আলোচনা চলছে৷ ভেরদি লুফটহানসার প্রায় ২৫ হাজার কর্মীর প্রতিনিধিত্ব করে৷

লুফটহানসা নেতৃত্ব বেতন বাড়াবার যে প্রস্তাব এর আগে দিয়েছিল, তা ‘অপর্যাপ্ত' বলে নাকচ করে ভেরদি৷ তাদের দাবি, মজুরি বাড়ুক ১২ দশমিক ৫ শতাংশ, বা অন্তত প্রতি মাসে আগামী ১২ মাসের জন্য পাঁচশ ইউরো বাড়ুক বেতন, বা এককালীন তিন হাজার ইউরো দেওয়া হোক৷

১২ ফেব্রুয়ারি এই দুই পক্ষের আবার আলোচনায় বসার কথা৷ এর আগে এমন ধর্মঘট লুফটহানসাকে কিছুটা চাপে ফেলবে, কারণ ভেরদি জানিয়েছে যে তাদের সদস্যরা দীর্ঘমেয়াদী ধর্মঘটের জন্যেও প্রস্তুত, যদি লুফটহানসা ‘তাদের দাবি না মানতে পারে'৷

অন্যদিকে, লুফটহানসা নিয়ন্ত্রিত সংস্থা ডিস্কাভার এয়ারলাইন্সের পাইলটেরা মঙ্গলবারে ধর্মঘটে থাকবেন৷

এই নিয়ে চতুর্থবার ধর্মঘট চলতি বছরের শুরুতেই৷ ভেরদির ডাকে এর আগে ধর্মঘটে যান গণপরিবহন ও রেল কর্মীরা

জার্মানিতে মুদ্রাস্ফীতির ফলে সবকিছুর দাম বেড়েছে ব্যাপক হারে৷ বিভিন্ন খাতের কর্মীরা জীবনযাপন চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বলেই ধর্মঘটের পথ বেছে নিচ্ছেন, মত বিশেষজ্ঞদের৷

এসএস/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ