1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার নতুন সংকটে পোশাক শ্রমিকরা

৫ এপ্রিল ২০২০

ঢাকায় ফিরে নতুন সংকটে পড়েছেন তৈরি পোশাক শ্রমিকরা৷ করোনা আতঙ্কে বাড়িওয়ালার তাদের বাসায় উঠতে দিচ্ছেন না৷ রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনেক পোশাক শ্রমিক বাইরে অপেক্ষা করছিলেন৷ আর হাতে টাকাও নেই যে গ্রামের বাড়িতে ফিরে যাবেন৷

ফাইল ছবিছবি: Reuters/A. Biraj

পোশাক শ্রমিকদের রোববার (৫ এপ্রিল) কাজে যোগ দেয়ার নির্দেশ ছিল৷ আর কাজে যোগ না দিলে তারা বেতন পাবেন না এটাই ছিল নির্দেশনা৷ তাই যারা ২৬ মার্চ থেকে ছুটি পেয়ে বাড়িতে চলে গিয়েছিলেন তাদের প্রায় সবাই ট্রাকে, পায়ে হেঁটে বা যেকোনো উপায়ে ঢাকা, সাভার ও গাজীপুরে ফিরে আসেন৷ কিন্তু রোববার সকালে কারখানায় গিয়ে জানতে পারেন ১২ তারিখ পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে৷ গেট বন্ধ৷ সকালে ঢাকার মিরপুর ও সাভার এলাকায় মাইকিং করে ছুটি বাড়ানোর ঘোষণা দিতে শোনা গেছে৷  পুলিশ মোতায়েন করা হয় বিভিন্ন পোশাক কারখানার সামনে, যাতে বিশৃঙ্খলা না হয়৷ এর মধ্যেই আবার মিরপুরের কয়েকটি পোশাক কারখানায় আধাবেলা কাজও হয়৷ সেরকম একটি পোশাক কারখানার শ্রমিক আব্দুল হাকিম বলেন, ‘‘ভোরে এসেছি৷ বাসায় ঢুকতে পারিনি৷ বাড়িওয়ালা বলেছেন তোমরা করোনা আক্রান্ত কিনা জানিনা৷ তাই বাসায় ঢুকতে না পেরে গার্মেন্টস-এ চলে আসি৷ আধাবেলা কাজ করিয়ে আমাদের বলা হয় ১২ তারিখ পর্যন্ত ছুটি৷ কবে বেতন দেবে তাও জানায়নি৷ আমার বাড়ি বরিশাল৷ অনেক কষ্ট করে এসেছি৷ এখন বাড়ি কিভাবে যাব জানিনা৷ টাকা পয়সাও নেই৷''

‘আমরা কিভাবে বাড়ি যাব’

This browser does not support the audio element.

সাভারে ডেনিটেক গার্মেন্টস-এর কর্মী তসলিমা অক্তার বলেন, ‘‘ছুটি পেয়ে আমাদের গ্রামের বাড়ি রাজশাহী গিয়েছিলাম৷ আমাদের জানানো হয়েছে ৫ তারিখ গার্মেন্টস খোলা৷ অনেক কষ্টে আড়াই হাজার টাকা খরচ করে এসেছি৷ না আসলে বেতন দেয়া হবেনা বলা হয়েছে৷ আসার পর দেখি ছুটি ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে৷ কিন্তু আমরা কিভাবে বাড়ি যাব৷ বাস বন্ধ, হাতে টাকাও নেই৷ আমাদের বেতনও দেয়নি৷''

তাসলিমাসহ আরো ১০ জন সাভারের গেন্ডা এলাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের বাসার সামনে অপেক্ষা করছিলেন৷ তাদের বাড়িওয়ালা জানিয়ে দিয়েছে বাসায় উঠতে দেবেন না৷ তার আশঙ্কা এই পোশাক শ্রমিকরা যদি করোনা আক্রান্ত হন তাহলে আর সবাই আক্রান্ত হবেন৷ তাসলিমা বলেন, ‘‘বাড়িও ফিরতে পারছিনা বাসায়ও ঢুকতে পারছিনা৷ আমাদের এখন রাস্তায় থাকা ছাড়া গতি দেখছিনা৷ আগে যদি আমাদের এই ছুটির কথা জানানো হতো তাহলে আমরা এই বিপদে পরতাম না৷ আমাদের দেখার কেউ নেই৷''

রিক্তা বেগম কাজ করেন স্ট্যান্ডার্ড গার্মেন্টস-এ৷ তিনি তার গ্রামের বাড়ি খুলনা থেকে ট্রাকে করে এসেছেন৷ গেন্ডার একই বাসায় তিনিও থাকেন৷ তিনি বলেন, ‘‘আমরা ১০ জন  একসাথে থাকি৷ কেউই বাসায় ঢুকতে পারছিনা৷ বাড়ি ওয়ালার সাথে তর্ক করেও লাভ হচ্ছেনা৷  এখন যে আমাদের কী হবে কিছুই বুঝতে পারছিনা৷''

এদিকে এই অবস্থার মধ্যেও পোশাক কারখানায় লে অফ এবং শ্রমিক ছাঁটাই অব্যাহত আছে বলে দাবী করেছেন শ্রমিক নেতারা৷ তারা অভিযোগ করেন, চাকরি যাবে এবং বেতন দেয়া হবেনা এই ভয় দেখিয়ে শ্রমিকদের ঢাকায় আনা হয়েছে৷ আসলে  পোশাক কারখানার মালিকরা সরকারকে চাপে ফেলে বেশি সুবিধা আদায়ের জন্য শ্রমিকদের করোনার মধ্যে মাঠে নামাচ্ছেন৷ এটা অমানবিক৷ এই মালিকরাই সকারের কাছ থেকে বেশি সুবিধা নিয়েছেন৷ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ  সম্পাদক জলি তালুরকদার বলেন, ‘‘সরকার ও বিজিএমইএ কোনোভাবেই এর দায় এড়াতে পারেনা৷ এই লাখ লাখ শ্রমিককে তারা করোনার মধ্যে ঠেলে দিয়েছেন৷ আর তারা যদি ১২ তারিখের পরও কারখানা চালু করেন তাহলেও তাদের পক্ষে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়৷''

‘সরকার ও বিজিএমইএ দায় এড়াতে পারেনা’

This browser does not support the audio element.

তিনি অভিযোগ করেন, ‘‘আমাদের কাছে খবর আছে এরইমধ্যে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক ছাটাই করা হচ্ছে৷ আর কারখানা লে অফ করা হচ্ছে শ্রমিকদের সুবিধা না দেয়ার জন্য৷''

তবে বিজিএমইএ'র সাবেক সভাপতি এবং এফবিসিসিআই'র সহসভাপতি সিদ্দিকুর রহমার এইসব অভিযোগ অস্বীকার করেন৷ তিনি বলেন, ‘‘আমরা পোশাক শ্রমিকদের বাড়িও যেতে বলিনি আবার আসতেও বলিনি৷ তাদের ছুটিতে যার যার কারখানার পারে আবাসস্থলেই থাকতে বলা হয়েছিল৷ তারা নিজেরাই বাড়ি গেছেন৷ আবার নিজেরাই ফিরে গেছেন৷ আমাদের কী করার আছে৷''

তিনি আরো বলেন, ‘‘পোশাক শ্রমিকরা বেতন পাবেন, আতঙ্কের কিছু নেই৷''

আর সরকারের তরফে বলা হয়েছে এই মাসের শেষ সপ্তাহে পোশাক শ্রমিকরা বেতন পাবেন৷

এদিকে, পুলিশ ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে শনিবার৷

পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, ‘‘জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি এবং যানবাহন ছাড়া আর কেউ ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে বের হতে পারবেনা৷ করোনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ