পকেটের এক কোনায় ফেলে রাখা যায়৷ ব্যাটারি চলে পুরো সপ্তাহ৷ আছাড় মারলেও কিচ্ছু হয় না৷ নোকিয়া, এরিকসন অথবা মটোরোলার সেই পুরনো আমলের, মানে দু’দশক আগের মোবাইল ফোন সেটগুলোই আবারো ফিরে আসছে ফ্রান্সে৷
বিজ্ঞাপন
বিক্রেতারা বলছেন, হাজার রকম অ্যাপনির্ভর স্মার্টফোনের ঝামেলায় অনেক ব্যবহারকারীই ক্লান্ত৷ আর দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাওয়ার সমস্যা তো আছেই৷ অনেক ব্যবহারকারী এখন চাইছেন নোকিয়া ৩৩১০ ও মটোরোলা স্টারটেক ১৩০-এর মতো ফোনসেট, যেগুলোতে কেবল কথা বলা আর সাধারণ টেক্সট মেসেজ পাঠানোর ব্যবস্থা আছে৷
সাম্প্রতিক সময়ে এ ধরনের ফোন সেটের চাহিদা এতটাই বেড়েছে যে, কোনো কোনো বিক্রেতা পুরনো বা ব্যবহৃত ফোনের দাম এক হাজার ইউরো পর্যন্ত হাঁকছেন৷
বিশ্বনেতারা যে মোবাইল ব্যবহার করেন
আজকাল মোবাইল ফোন ছাড়া যেন অনেকে চলতে পারেন না৷ এক্ষেত্রে তাঁরা নিজেদের পছন্দের ফোন ব্যবহার করে থাকেন৷ বিশ্বনেতারাও এর বাইরে নন৷ ব্রিটিশ দৈনিক ‘দি টেলিগ্রাফ’ সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে৷
ছবি: Reuters
বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হওয়ার পর গোয়েন্দাদের বাধা সত্ত্বেও ‘ব্ল্যাকবেরি’ ফোন ব্যবহার করছেন বারাক ওবামা৷ অবশ্য তাঁর ব্যবহৃত ফোনটির নিরাপত্তা বাড়িয়েছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা, এনএসএ৷
ছবি: Saul Loeb/AFP/Getty Images
ভ্লাদিমির পুটিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না৷ ২০১০ সালে তিনি তাঁর মোবাইল না থাকার কথা জানিয়ে বলেন, ‘‘আমার যদি মোবাইল থাকতো তাহলে সেটা সবসময় বাজতে থাকতো৷’’
ছবি: picture-alliance/dpa
আঙ্গেলা ম্যার্কেল
সংসদে বসে মোবাইলে জার্মান বুন্ডেসলিগার ধারাবিবরণী শোনেন – জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের মোবাইল প্রীতি সম্পর্কে এমন কথাও চালু আছে৷ গত বছরের জুলাই থেকে তিনি ‘ব্ল্যাকবেরি জেড১০’ ব্যবহার করছেন৷ অবশ্যই এতে বাড়তি নিরাপত্তা যোগ করা হয়েছে৷ এর আগে অবশ্য ম্যার্কেল ব্যবহার করতেন নোকিয়া ৬২১০৷
ছবি: Reuters
মাটেও রেনসি
ফরাসি প্রেসিডেন্টের চেয়েও ‘আইফোন’-এর প্রতি বেশি আকৃষ্ট ইটালির তরুণ প্রধানমন্ত্রী মাটেও রেনসি৷ একবার তাঁকে অ্যাপল-এর প্রধান কার্যালয়ে অ্যাপল লোগোর পাশে ছবি তুলতে দেখা গেছে৷ স্টিভ জবস মারা যাওয়ার পর নিজের ফেসবুকে ‘আইগড’-কে ‘‘আমাদের সময়ের লিওনার্দো দ্য ভিঞ্চি’ বলে আখ্যায়িত করেছিলেন ইটালির বর্তমান প্রধানমন্ত্রী রেনসি৷
ছবি: DW/V. Over
শেখ হাসিনা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সম্প্রতি জানিয়েছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত স্যামসাং-এর ‘গ্যালাক্সি এসথ্রি’ ফোন ব্যবহার করেন৷
ছবি: Reuters
5 ছবি1 | 5
জাসেম হাদ্দাদ ২০০৯ সাল থেকে ভিনটেজমোবাইল.এফআর নামে একটি ওয়েবসাইট চালান, যেখানে ব্যবহৃত ও পুরনো মোবাইল ফোন বিক্রি করা হয়৷
তিনি বলেন, ‘‘বর্তমানে এ সব পুরনো মডেলের ফোন পাওয়া কিন্তু বেশ কঠিন৷ এ কারণে অনেকেই আর দাম নিয়ে ভাবেন না৷ আমাদের কাছে এক হাজার ইউরো দামের ফোনও আছে৷''
প্রথম দিকে ব্যবসা ভালো না গেলেও গত বছর থেকে হঠাৎ করেই বেচা-বিক্রি বাড়তে শুরু করেছে হাদ্দাদের৷ গত তিন বছরে তিনি প্রায় দশ হাজার হ্যান্ডসেট বিক্রি করেছেন, যার অধিকাংশই গেছে ২০১৩ সালে৷
তিনি বলন, ‘‘বয়স্করা একটি সাধারণ ফোন চান, যেটা ব্যবহার করা সহজ৷ আর যাঁরা স্মার্ট ফোন ব্যবহার করেন, তাঁরাও একটি সস্তা ও সাধারণ ফোন নিজের কাছে রাখতে চান৷''
হাদ্দাদের ওয়েবসাইটে বিক্রির তালিকায় এক রংয়ের স্ক্রিন আর প্লাস্টিকের বোতামওয়ালা একটি নোকিয়া ৮২১০ সেট রয়েছে, যার দাম চাওয়া হয়েছে ৫৯.৯৯ ইউরো৷
এমন এক সময়ে এসে ব্যবহারকারীরা আবার পুরনো ফোনে ফিরতে চাইছেন, যখন স্মার্ট ফোনের জয়ধ্বনি তুলে মোবাইল ফোন নির্মাতারা পুরনো মডেলের উৎপাদন বন্ধ করে দিচ্ছেন৷
অ্যাপল-এর ‘আইফোন' আর স্যামসাং-এর ‘গ্যালাক্সি' স্মার্টফোন বাজার দখল করে নেয়ার আগে এ ব্যবসার সবচেয়ে বড় কোম্পানি ছিল ফিনল্যান্ডের নোকিয়া৷ কিন্তু স্মার্টফোনের জোয়ারে টিকতে না পেরে সেই নোকিয়াও তাদের হ্যান্ডসেট বিভাগ মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিয়েছে৷
বাংলাদেশে ই-হেলথ ও ই-স্বাস্থ্য সেবাসমূহ
বাংলাদেশের নাগরিকদের জন্য মোবাইল ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সেবা গ্রহণের কিছু সুযোগ তৈরি করেছে সরকার৷
ছবি: picture-alliance/dpa
মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা
প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে সরকার একটি করে মোবাইল ফোন দিয়েছে৷ রোগীরা সেখানে দিনের যে-কোনো সময় ফোন করে সরকারি চিকিৎসকের কাছ থেকে সেবা ও পরামর্শ নিতে পারবেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে৷ আপনার এলাকার ফোন নম্বর পাবেন এই লিংকে... http://app.dghs.gov.bd/inst_info/mobile_search.php
ছবি: TAUSEEF MUSTAFA/AFP/Getty Images
এসএমএস-এর মাধ্যমে প্রসূতি পরামর্শ
একজন মা গর্ভধারণ করলে তিনি এসএমএস-এর মাধ্যমে প্রসূতি পরামর্শ নিতে পারেন৷ এজন্য তাঁকে আগে নিবন্ধিত হতে হবে৷ তাহলে তিনি নিয়মতিভাবে প্রসূতি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে থাকবেন৷ নিবন্ধনের নিয়মের জন্য যেতে হবে এই লিংকে.. http://www.dghs.gov.bd/index.php/bd/e-health/2013-06-18-09-06-38/279-pregnancy-care-advice-by-sms
ছবি: Getty Images
‘আপনজন’
সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও প্রসূতি মায়েদের মোবাইলের মাধ্যমে পরামর্শ ও সেবা দেয়ার ব্যবস্থা চালু আছে৷ এমন একটি সেবার নাম ‘আপনজন’৷ এর মাধ্যমে গ্রাহকরা বার্তা পাওয়ার পাশাপাশি কম খরচে টেলিফোনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন৷ এই লিংকে (http://aponjon.com.bd/Content.php?MId=36&SubMId=25) গেলে গ্রাহক হওয়ার নিয়ম জানা যাবে৷
ছবি: Noah Seelam/AFP/Getty Images
টেলিমেডিসিন
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূর থেকে স্বাস্থ্য সেবা দেয়া ও পাওয়ার নাম টেলিমেডিসিন৷ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট বলছে, দেশের ১৮টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু আছে৷ শিগগিরই আরও ১০টি হাসপাতালে এই সেবা শুরু হবে বলেও জানানো হয়েছে৷
ছবি: Bay Ismoyo/AFP/Getty Images
বিশেষজ্ঞ পরামর্শ
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট হাসপাতালে ওয়েব ক্যামেরা প্রদান করা হয়েছে৷ ফলে নিম্ন পর্যায়ের হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের জন্য উচ্চ পর্যায়ের হাসপাতালসমূহে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে৷
ছবি: Bay Ismoyo/AFP/Getty Images
কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন
কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওয়েব ক্যামেরাযুক্ত মিনি ল্যাপটপ কম্পিউটার সরবরাহ করা শুরু হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে টেলিমেডিসিন
দেশের ২২টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রেও স্কাইপে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে৷ স্বাস্থ্য অধিদপ্তরে বসে চিকিৎসকগণ বিনামূল্যে প্রতি কর্মদিবসে এই সেবা দিচ্ছেন বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে৷
ছবি: picture-alliance/dpa
7 ছবি1 | 7
ফা ডা এজেন্সি নামের একটি প্রতিষ্ঠানের প্রযুক্তি বিশেষজ্ঞ দামিয়েন দুয়ানি বলেন, ‘‘পুরনো ধাঁচের ফোন ব্যবহারের নতুন একটা চল আমরা দেখতে পাচ্ছি৷ এটা অনেকটা এ রকম – ছোটবেলায় টাকা না থাকায় যে জিনিসটা আমরা কিনতে পারিনি, বড় হয়ে সেটা কেনার একটা আগ্রহ আমাদের থাকে, যদিও সেটা তখন বাজার থেকে উঠে গেছে৷''
এর পেছনে সাংস্কৃতিক একটি কারণও দেখতে পাচ্ছেন দুয়ানি৷ তাঁর মতে, আজকের সমাজে প্রযুক্তির মাধ্যমে পরস্পরের সঙ্গে সারাক্ষণ যুক্ত থাকার যে সংস্কৃতি চলেছে, এটি তার উল্টো ধারা৷
‘‘একটি টেলিফোনে ন্যূনতম যা যা থাকলে তাকে মোবাইল ফোন বলা যা, তাঁরা ঠিক ততটুকুই চাইছেন৷''
ফরাসি অনলাইন শপ লেকি-র তালিকায় বেশ কিছু পুরনো মডেলের মোবাইল ফোন রয়েছে, যার মধ্যে ১৯৯৮ সালের একটি মটোরোলা স্টারটেক ১৩০ ফোনের দাম ধরা হয়েছে ১৮০ ইউরো৷ আর এরিকসন এ২৬২৮ মডেলের আরেকটি ফোন তারা বিক্রি করছে ৮০ ইউরো দরে৷
লেকি-র ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘বাজারের এত ধরনের সোশ্যাল নেটওয়ার্ক, গাদা গাদা ই-মেল আর নানা ধরনের অ্যাপ্লিকেশন মানুষকে প্রযুক্তির দাসে পরিণত করেছে৷ তার বদলে লেকি দিচ্ছে ‘বেসিক ফিচার'-এ ফিরে যাওয়ার সুযোগ৷''