1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরছে পুরনো ফোন!

৩১ মে ২০১৪

পকেটের এক কোনায় ফেলে রাখা যায়৷ ব্যাটারি চলে পুরো সপ্তাহ৷ আছাড় মারলেও কিচ্ছু হয় না৷ নোকিয়া, এরিকসন অথবা মটোরোলার সেই পুরনো আমলের, মানে দু’দশক আগের মোবাইল ফোন সেটগুলোই আবারো ফিরে আসছে ফ্রান্সে৷

ওয়েবসাইটের মাধ্যমে পুরনো মোবাইল ফোনসেট কেনাবেচা হচ্ছেছবি: picture-alliance/dpa

বিক্রেতারা বলছেন, হাজার রকম অ্যাপনির্ভর স্মার্টফোনের ঝামেলায় অনেক ব্যবহারকারীই ক্লান্ত৷ আর দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাওয়ার সমস্যা তো আছেই৷ অনেক ব্যবহারকারী এখন চাইছেন নোকিয়া ৩৩১০ ও মটোরোলা স্টারটেক ১৩০-এর মতো ফোনসেট, যেগুলোতে কেবল কথা বলা আর সাধারণ টেক্সট মেসেজ পাঠানোর ব্যবস্থা আছে৷

সাম্প্রতিক সময়ে এ ধরনের ফোন সেটের চাহিদা এতটাই বেড়েছে যে, কোনো কোনো বিক্রেতা পুরনো বা ব্যবহৃত ফোনের দাম এক হাজার ইউরো পর্যন্ত হাঁকছেন৷

জাসেম হাদ্দাদ ২০০৯ সাল থেকে ভিনটেজমোবাইল.এফআর নামে একটি ওয়েবসাইট চালান, যেখানে ব্যবহৃত ও পুরনো মোবাইল ফোন বিক্রি করা হয়৷

তিনি বলেন, ‘‘বর্তমানে এ সব পুরনো মডেলের ফোন পাওয়া কিন্তু বেশ কঠিন৷ এ কারণে অনেকেই আর দাম নিয়ে ভাবেন না৷ আমাদের কাছে এক হাজার ইউরো দামের ফোনও আছে৷''

প্রথম দিকে ব্যবসা ভালো না গেলেও গত বছর থেকে হঠাৎ করেই বেচা-বিক্রি বাড়তে শুরু করেছে হাদ্দাদের৷ গত তিন বছরে তিনি প্রায় দশ হাজার হ্যান্ডসেট বিক্রি করেছেন, যার অধিকাংশই গেছে ২০১৩ সালে৷

তিনি বলন, ‘‘বয়স্করা একটি সাধারণ ফোন চান, যেটা ব্যবহার করা সহজ৷ আর যাঁরা স্মার্ট ফোন ব্যবহার করেন, তাঁরাও একটি সস্তা ও সাধারণ ফোন নিজের কাছে রাখতে চান৷''

হাদ্দাদের ওয়েবসাইটে বিক্রির তালিকায় এক রংয়ের স্ক্রিন আর প্লাস্টিকের বোতামওয়ালা একটি নোকিয়া ৮২১০ সেট রয়েছে, যার দাম চাওয়া হয়েছে ৫৯.৯৯ ইউরো৷

এমন এক সময়ে এসে ব্যবহারকারীরা আবার পুরনো ফোনে ফিরতে চাইছেন, যখন স্মার্ট ফোনের জয়ধ্বনি তুলে মোবাইল ফোন নির্মাতারা পুরনো মডেলের উৎপাদন বন্ধ করে দিচ্ছেন৷

অ্যাপল-এর ‘আইফোন' আর স্যামসাং-এর ‘গ্যালাক্সি' স্মার্টফোন বাজার দখল করে নেয়ার আগে এ ব্যবসার সবচেয়ে বড় কোম্পানি ছিল ফিনল্যান্ডের নোকিয়া৷ কিন্তু স্মার্টফোনের জোয়ারে টিকতে না পেরে সেই নোকিয়াও তাদের হ্যান্ডসেট বিভাগ মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিয়েছে৷

ফা ডা এজেন্সি নামের একটি প্রতিষ্ঠানের প্রযুক্তি বিশেষজ্ঞ দামিয়েন দুয়ানি বলেন, ‘‘পুরনো ধাঁচের ফোন ব্যবহারের নতুন একটা চল আমরা দেখতে পাচ্ছি৷ এটা অনেকটা এ রকম – ছোটবেলায় টাকা না থাকায় যে জিনিসটা আমরা কিনতে পারিনি, বড় হয়ে সেটা কেনার একটা আগ্রহ আমাদের থাকে, যদিও সেটা তখন বাজার থেকে উঠে গেছে৷''

এর পেছনে সাংস্কৃতিক একটি কারণও দেখতে পাচ্ছেন দুয়ানি৷ তাঁর মতে, আজকের সমাজে প্রযুক্তির মাধ্যমে পরস্পরের সঙ্গে সারাক্ষণ যুক্ত থাকার যে সংস্কৃতি চলেছে, এটি তার উল্টো ধারা৷

‘‘একটি টেলিফোনে ন্যূনতম যা যা থাকলে তাকে মোবাইল ফোন বলা যা, তাঁরা ঠিক ততটুকুই চাইছেন৷''

ফরাসি অনলাইন শপ লেকি-র তালিকায় বেশ কিছু পুরনো মডেলের মোবাইল ফোন রয়েছে, যার মধ্যে ১৯৯৮ সালের একটি মটোরোলা স্টারটেক ১৩০ ফোনের দাম ধরা হয়েছে ১৮০ ইউরো৷ আর এরিকসন এ২৬২৮ মডেলের আরেকটি ফোন তারা বিক্রি করছে ৮০ ইউরো দরে৷

লেকি-র ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘বাজারের এত ধরনের সোশ্যাল নেটওয়ার্ক, গাদা গাদা ই-মেল আর নানা ধরনের অ্যাপ্লিকেশন মানুষকে প্রযুক্তির দাসে পরিণত করেছে৷ তার বদলে লেকি দিচ্ছে ‘বেসিক ফিচার'-এ ফিরে যাওয়ার সুযোগ৷''

জেকে/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ