1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

এবার বাঘের শরীরেও করোনা ভাইরাস!

৬ এপ্রিল ২০২০

নিউ ইয়র্ক শহরের এক চিড়িয়াখানায় বাঘের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে৷ তবে বিশেষজ্ঞদের মতে, মানুষ থেকে প্রাণী বা প্রাণী থেকে প্রাণীর সংক্রমণ হলেও প্রাণী থেকে মানুষের সংক্রমণের প্রমাণ নেই৷

ছবি: Reuters/WCS

করোনা ভাইরাসের থাবা নিউ ইয়র্ক শহরে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে, গোটা বিশ্ব তার সাক্ষী৷ এবার শুধু মানুষ নয়, প্রাণীর শরীরেও নতুন এই ভাইরাসের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেল৷ শহরের ব্রংক্স চিড়িয়াখানায় এক বাঘের শরীর পরীক্ষা করে করোনা পাওয়া গেছে৷ যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো প্রাণী এবং গোটা বিশ্বে এই প্রথম কোনো বাঘের শরীরে করোনা ধরা পড়েছে৷

দেখা যাচ্ছে, প্রাণীদের ক্ষেত্রেও অত্যন্ত ছোঁয়াচে এই রোগ৷ নাদিয়া নামের মালয় দেশের বাঘের আশেপাশে আরও ছ'টি বাঘ ও সিংহ অসুস্থ হয়ে পড়েছে৷ তবে একমাত্র নাদিয়াকেই অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ঘুম পাড়িয়ে পরীক্ষা করা সম্ভব হয়েছে৷ সম্ভবত চিড়িয়াখানার এক কর্মীর কাছ থেকেই নাদিয়ার শরীরে করোনা ভাইরাস প্রবেশ করেছে৷ সেই ব্যক্তির শরীরে অবশ্য এখনো করোনার কোনো লক্ষণ দেখা যায় নি৷ ২৭শে মার্চ থেকেই নাদিয়ার শরীরে করোনার লক্ষণ দেখা যাচ্ছিল৷ তবে চিড়িয়াখানার সূত্র অনুযায়ী আক্রান্ত সব প্রাণী ধীরে ধীরে সেরে উঠছে৷ উল্লেখ্য, ১৬ই মার্চ থেকেই এই চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছে৷ এবার থেকে চিড়িয়াখানার সব কর্মী সংক্রমণ এড়াতে বিশেষ পোশাক পরে প্রাণীর দেখাশোনা করবে৷

ব্রংক্স চিড়িয়াখানার প্রধান জিম ব্রেহেনি বলেন, পরীক্ষার ফলাফল প্রথমে তিনি বিশ্বাস করতে পারেন নি৷ তবে তাঁর মতে, করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে যে কোনো তথ্য ও জ্ঞান এই বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে সহায়ক হবে৷ বিশেষ করে বিভিন্ন প্রাণীর শরীরে কোভিড-১৯ ভাইরাসের প্রতিক্রিয়া জানা অত্যন্ত প্রয়োজনীয় বলে তিনি মনে করেন৷

প্রশ্ন হলো, এমন ঘটনার পরিণাম কী হতে চলেছে? মানুষের মধ্যে সংক্রমণের পাশাপাশি প্রাণীর শরীরেও একই প্রক্রিয়া দেখা গেলে করোনা ভাইরাস কি আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে? অর্থাৎ আক্রান্ত প্রাণী থেকেও মানুষের শরীরে করোনা প্রবেশ করতে পারে? মার্কিন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা ড. জেন রুনি বলেছেন, প্রাণীর মাধ্যমে কোভিড-১৯ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, এই মুহূর্তে এমন কোনো প্রমাণ নেই৷ ব্রংক্স চিড়িয়াখানার সব প্রাণী ও কর্মীদের ঢালাও পরীক্ষার কোনো নির্দেশও দেওয়া হয় নি৷ মার্কিন কৃষি মন্ত্রণালয় গোটা দেশে যত প্রাণীর শরীর পরীক্ষা করেছে, তার মধ্যে একমাত্র নাদিয়ার শরীরে কোভিড-১৯ পাওয়া গেছে৷

বিশ্বের কিছু দেশে এখনো পর্যন্ত হাতে গোনা কিছু পোষা কুকুর ও বিড়ালের শরীরে কোভিড-১৯ পাওয়া গেছে৷ যেমন হংকং-এ ফেব্রুয়ারি মাসের শরীরে একটি পোষা কুকুরের শরীরে সামান্য মাত্রার প্যাথোজেন ধরা পড়েছিল৷ স্থানীয় কর্তৃপক্ষের মতে, প্রাণী মানুষের কাছ থেকে কোভিড-১৯ পেলেও প্রাণীর কারণে মানুষের সংক্রমণ সম্ভব নয়৷ প্যারিস-ভিত্তিক বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংগঠন জানিয়েছে, যে কিছু গবেষক প্রাণীর মধ্যে করোনা সংক্রমণ নিয়ে গবেষণা করছেন৷ অ্যামেরিকার পশু চিকিৎসকদের সংগঠন এবং ফেডারেল রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র করোনায় আক্রান্ত মানুষদের প্রাণীর সংসর্গ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন৷ মানুষ ও প্রাণীর শরীরে কোভিড-১৯ পরীক্ষার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন বলে পরীক্ষার সরঞ্জাম নিয়ে টানাপড়েনের কোনো সম্ভাবনা নেই বলেও বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন৷

এসবি/কেএম (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ