1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘প্রকৃত’ ই-কার

মার্সেল কেয়ারার / এসবি২১ সেপ্টেম্বর ২০১৩

চলতি বছরেই বাজারে আসছে জার্মানির বিএমডাব্লিউ কোম্পানির ইলেকট্রিক শক্তিচালিত গাড়ি ‘আইথ্রি’৷ হাল্কা কাঠামোর এই গাড়ি পরিবেশবান্ধব যানবাহনের ক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা৷

German Chancellor Angela Merkel speaks next to the new BMW i3 electric car during the official opening of the Frankfurt Motor Show (IAA) in Frankfurt September 12, 2013. The world's biggest auto show is open to the public September 14 -22. REUTERS/Kai Pfaffenbach (GERMANY - Tags: BUSINESS TRANSPORT POLITICS)
ছবি: Reuters

পেট্রোলিয়ামের ভাণ্ডার একদিন ফুরিয়ে যাবে৷ তার আগে পর্যন্ত বাড়তে থাকবে তেলের দাম৷ অগত্যা? ইলেকট্রিক শক্তিচালিত গাড়ির ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে জার্মানির বিএমডাব্লিউ৷ এতকাল পরীক্ষামূলক কিছু গাড়ি দেখেই সন্তুষ্ট থাকতে হতো৷ আইথ্রি মডেলটি কিন্তু বড় আকারে কারখানায় তৈরি হবে৷

ফ্রাংকফুর্ট শহরে আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীতে বিএমডাব্লিউ-র কর্মকর্তা হ্যার্বার্ট ডিস জানালেন, ‘‘বিপ্লব শুরু হয়ে গেছে৷'' আইথ্রি মডেলের মধ্যে সত্যি বিপ্লবের ছোঁয়া আছে৷ গাড়ির বডি বা কাঠামোই তার প্রমাণ দেয়৷ ভারি টিনের আস্তরণ নয়, এই গাড়িতে ব্যবহার করা হয়েছে হাল্কা কার্বন৷ অর্থাৎ বিশেষ ব্যাটারির কারণে যে বাড়তি ওজন হবে, হাল্কা কাঠামো তা কমিয়ে দিচ্ছে৷ বড় আকারে সেই কার্বন তৈরির কাজও শুরু হয়ে গেছে৷ ‘এসজিএল কার্বন' নামের এক কোম্পানির সঙ্গে সহযোগিতায় এটা সম্ভব করছে বিএমডাব্লিউ৷ এটা একটা বড় চ্যালেঞ্জ৷ কারণ আকাশছোঁয়া দামের কারণে এতকাল কোনো কোম্পানি বড় আকারে কার্বন তৈরির চেষ্টা করেনি৷ কিন্তু বিশাল সংখ্যায় আইথ্রি মডেল উৎপাদন করতে হলে কাঁচামাল হিসেবে কার্বন চাই৷ বিএমডাব্লিউ ও এসজিএল কার্বন বহু বছর ধরে এই নিয়ে ভাবনা-চিন্তা করে অবশেষে সাফল্য পেয়েছে৷ গত জুলাই মাস থেকেই কার্বন উৎপাদন শুরু হয়ে গেছে৷

ফ্রাংকফুর্ট শহরে চলছে আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

বিএমডাব্লিউ-র গোটা পরিকল্পনার মূলমন্ত্র হলো এ রকম৷ বিশাল সংখ্যায় ইলেকট্রিক শক্তিচালিত গাড়ি বিক্রি করতে হলে একদিকে তার দাম অস্বাভাবিক বেশি রাখলে চলবে না৷ অন্যদিকে একবার ব্যাটারি চার্জ করে বহুদূর পর্যন্ত চালাতে না পারলে গাড়িটি আকর্ষণীয় হবে না৷ ঠিক এ কারণেই গাড়িটিকে যতটা সম্ভব হাল্কা রাখতে হবে৷ কার্বন সেই সমাধানের চাবিকাঠি৷

আইথ্রি মডেলের জন্য অপেক্ষা করছে গোটা অটোমোবাইল ক্ষেত্র৷ এতকাল সাধারণ মডেলকে ইলেকট্রিক মডেলে রূপান্তরিত করার প্রবণতা দেখা গেছে৷ এবার আলাদা করে ইলেকট্রিক শক্তিচালিত গাড়ি ডিজাইন করা হলো, যার পেছনে রয়েছে বিএমডাব্লিউ-র মতো বিখ্যাত কোম্পানি৷ অত্যন্ত সাহসী পদক্ষেপ, সন্দেহ নেই৷

যে কোনো প্লাগ-পয়েন্টে ব্যাটারি চার্জ করলে আইথ্রি চলবে ১৫০ কিলোমিটার পর্যন্ত৷ দাম শুরু হচ্ছে ৩৫,০০০ ইউরো থেকে৷ ক্রেতার জন্য থাকছে অভিনব এক পরিষেবা৷ আশেপাশে যেতে হলে ইলেকট্রিক গাড়ি নিয়ে সমস্যা নেই৷ দূরে কোথাও গেলে ব্যাটারি চার্জ নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে৷ কিন্তু আইথ্রি-র মালিক হিসেবে ক্রেতা কোম্পানি-র সঙ্গে যোগাযোগ করলেই কয়েক দিনের জন্য সাধারণ পেট্রোল চালিত একটি গাড়ি পেয়ে যাবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ