1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার বাবার হাতে মেয়ে হত্যার ভিডিও ছাড়ল আইএস

২২ অক্টোবর ২০১৪

মেয়েটির বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ৷ বিচারের ভার পড়েছে তাঁর বাবার ওপর৷ অস্ত্রধারী আইএস যোদ্ধার সামনে বাবা পাথর ছুড়ে হত্যা করলেন নিজের মেয়েকে৷ ইউটিউবে এ ঘটনার ভিডিওচিত্র ছেড়েছে আইএস৷

Propagandabild IS-Kämpfer ARCHIV
ছবি: picture-alliance/abaca/Yaghobzadeh Rafael

গত কয়েকমাসে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের একে একে চার নাগরিকের শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ করে ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত ইসলামি জঙ্গি সংগঠন আইএস৷ প্রতিটি ভিডিওচিত্রে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তাদের ওপর বোমা হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এমন ঘটনা ঘটতে থাকবে৷ এবারের ভিডিওচিত্রটি যুক্তরাষ্ট্র, অন্য কোনো দেশ বা সম্প্রদায়কে সতর্ক করার জন্য নয়৷ এবার বিশ্বের সব নারীকে সতর্ক করতেই প্রকাশ করা হলো পিতার হাতে কন্যার হত্যাদৃশ্যের ভিডিওচিত্র৷

ঘটনাস্থল সিরিয়ার হামা প্রদেশের একটি প্রত্যন্ত গ্রাম৷ মঙ্গলবার প্রচার করা হলেও, ব্রিটেন ভিত্তিক বেসরকারি সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' মনে করে, ভিডিওচিত্রে দেখানো ঘটনাটি গত আগস্ট বা সেপ্টেম্বরের হতে পারে৷ শশ্রুমণ্ডিত এক সিরীয় গ্রামবাসী, তাঁর পেছনেই দাঁড়ানো অস্ত্রধারী এক আইএস যোদ্ধা৷ দুজনের সামনে কালো বোরকা পরা এক নারী৷ প্রথমে অস্ত্রধারী ব্যক্তি অভিযুক্ত নারীর উদ্দেশে বলে ওঠেন, ‘‘ তুমি কোনো চাপ ছাড়া, সজ্ঞাতে এ অপরাধ করেছো বলেই এই শাস্তি৷আল্লাহর এ শাস্তি তোমাকে মেনে নিতে হবে৷ তুমি কি এ শাস্তি মানতে প্রস্তুত?''

জবাবে মাথা নেড়ে সায় দেয়ার ভঙ্গি করে বাবার দিকে ফিরে তাকান বোরকা পরা নারী৷ বাবার কাছে ক্ষমা প্রার্থনা করেন৷ ক্ষমা না করে শাস্তি কার্যকর করার আগে তাঁকে কিছু বলার অনুমতি দেয়া হয়৷ অভিযোগ অস্বীকার না করে সেই নারী বলে ওঠেন, ‘‘আমি সকল নারীর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের ইজ্জত রক্ষা করুন৷ সব বাবার প্রতি অনুরোধ, আপনারা আপনাদের মেয়ে এবং মেয়ে যে পরিবেশে বসবাস করছে সেদিকে নজর রাখুন৷''

তারপরই একটি দড়ি হাতে তুলে নেন বাবা৷ দড়ি দিয়ে বেঁধে মেয়েটিকে নতজানু হতে বাধ্য করা হয়৷ অভিযুক্ত নারীর বাবাকে শাস্তি কার্যকর করার নির্দেশ দেন আইএস যোদ্ধা৷ নিজহাতে পাথর ছুড়তে শুরু করেন বাবা৷ মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢিল ছোড়া থামেনি৷

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার-বিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশন৷ এক বিবৃতিতে তারা বলেছে, ‘‘হামা-র প্রত্যন্ত অঞ্চলে এক নারীর বিরুদ্ধে আইএস যে বিভৎস অপরাধ করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই৷ সিরিয়ার বিপ্লবের সঙ্গে এ অপরাধকর্মের কোনো সম্পর্ক নেই৷''

এসিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ