1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার বার্সেলোনার অপেক্ষায় গুয়ার্দিওলা

২১ জুলাই ২০১৩

চার বছরে ১৪টি ট্রফি জিতিয়েছেন বার্সেলোনাকে৷ সেই দল ছেড়ে গুয়ার্দিওলা এখন বায়ার্ন মিউনিখে৷ এক মৌসুমে সব জিতে নেয়া বায়ার্নকে নতুন কী দিতে পারবেন তিনি? প্রথমে দিচ্ছেন নতুন একটা চেহারা৷

ছবি: picture-alliance/dpa

বুধবার নতুন চেহারার বায়ার্ন নামছে বার্সেলোনার বিপক্ষে৷

পেপ গুয়ার্দিওলার জন্য ম্যাচটি অনেকটা অতি আপনের বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জের মতো৷ চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৌসুমে ‘ট্রেবল' পূর্ণ করা বায়ার্ন তাঁর অধীনেও সাফল্যের ধারাতেই রয়েছে৷ চার জার্মান ক্লাবের আসর টেলিকম কাপে শুরুটা হয়েছে দারুণ৷ প্রিয় দল এ আসর জিততে পারে কিনা – তা দেখার চেয়ে বায়ার্ন ভক্তদের বেশি আগ্রহ এখন বুধবারের ম্যাচের দিকে৷ কারণ আবার মিউনিখে আসছে বার্সেলোনা৷

স্প্যানিশ এই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এ শহর থেকে ফিরেছিল নাস্তানাবুদ হয়ে৷ প্রথম লেগে ৪-০ গোলের হারের লজ্জার সঙ্গে যোগ হয়েছিল ন্যু ক্যাম্পে ফিরতি ম্যাচে ৩-০ গোলের হার৷ এভাবে ৭-০ অ্যাগ্রিগেটে বার্সাকে বিধ্বস্ত করেই বায়ার্নের ফাইনালে ওঠা এবং সেখানে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের তৃতীয় শিরোপা জয়৷ বার্সেলোনা আসছে সেই ক্ষত নিয়ে৷ প্রতিশোধের ম্যাচে মেসি, ইনিয়েস্তারা হয়ত পাশে পাবেন নেইমারকে৷ বায়ার্নের বিপক্ষে মেসি-নেইমার জুটির লড়াইটা কেমন হয় দেখার আগ্রহ কার নেই বলুন!

গুয়ার্দিওলার সঙ্গে থিয়াগো আলকানতারাছবি: Reuters

লড়াইটা হয়ত একেবারে অন্যরকম করে দেবেন কোচ গুয়ার্দিওলা৷ বায়ার্ন সদ্য শেষ হওয়া মৌসুমে যত কিছু অর্জন করেছে তাকে ছাপিয়ে যাওয়ার তো উপায় নেই, তাই গুয়ার্দিওলা ভাবছেন খেলার ধরণটা একটু বদলে প্রাপ্ত সাফল্য ধরে রাখার কথা৷ তাই দলে তিনি এমন সব পরিবর্তন আনছেন, যা আগে কেউ হয়ত কল্পনাও করেননি৷ বার্সেলোনা থেকে থিয়াগো আলকানতারা এসে যোগ দিয়েছেন দলে৷ তাঁর উপস্থিতি বায়ার্নের খেলার ধরণে একটু পরিবর্তন আনবেই৷ গুয়ার্দিওলা বায়ার্নকে খেলাচ্ছেন ৪-১-৪-১ ফর্ম্যাটে৷ অধিনায়ক ফিলিপ লাম রাইট ব্যাক পজিশন ছেড়ে উঠে যাবেন মধ্যমাঠে৷ ফ্রাঙ্ক রিবেরি হবেন বায়ার্নের মেসি, কেন না, মেসির মতো তিনিও থাকবেন ‘ফলস নাইন' পজিশনে৷

কোচ হিসেবে চার বছর এবং তার আগে খেলোয়াড় হিসেবে দীর্ঘকাল বার্সেলোনাকে ভেতর থেকে দেখা গুয়ার্দিওলা বায়ার্নের হয়ে নিজের কাজটা ভালোভাবে শুরু করছেন বুধবার থেকেই৷ গত ২৪ জুন নতুন ক্লাবে যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু বার্সেলোনার মতো দলের মুখোমুখি হওয়ার সুযোগ তো আগে পাননি!

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ