1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগের ড্র

১৭ ডিসেম্বর ২০১৩

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলবে ১৬টি দল৷ অথচ ড্র শেষ হওয়ার পর থেকে দুটি দলকে নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা৷ ইন ফর্ম ম্যান সিটির মুখোমুখি হবে বার্সেলোনা৷ তাই এখন থেকেই দারুণ এক ম্যাচের অপেক্ষায় দিন গুনছেন সবাই৷

ছবি: FABRICE COFFRINI/AFP/Getty Images

শেষ ষোলোর প্রথম পর্ব শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে৷ ১৮ আর ১৯ ফেব্রুয়ারি - ২০১৪ সালের এই দুটি দিনে মুখোমুখি হবে প্রথম পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠা ১৬টি দল৷ ড্র হয়ে গেল সোমবার৷ ড্র শেষে জানা গেছে, এবার দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বার্সেলোনা৷ কয়েকদিন আগে বায়ার্ন মিউনিখকে মিউনিখে ৩-২ গোলে হারিয়েছে ম্যানসিটি৷ তাই তাদের নিয়ে দু মাস আগে থেকেই ছক কষতে শুরু করার কথা স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সার৷

চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের সঙ্গে৷ আর্সেনালও এখন ফর্মের তুঙ্গে৷ সুতরাং জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে তাদের ম্যাচটিও হবে এবারের আসরের শেষ ষোলোর অন্যতম আকর্ষণ৷

বাকি ম্যাচগুলো মোটামুটি সহজই বলা যায়৷ বাছাই দল, অর্থাৎ এ মুহূর্তে পার্ফরম্যান্সের কারণে বড় দলের মর্যাদা পাওয়া প্রতিটি ক্লাব অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে৷ নয় বারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ পেয়েছে জার্মানির শালকেকে, ম্যানচেস্টার ইউনাইটেড অলিম্পিয়াকসকে, জেনিত সেন্ট পিটার্সবুর্গকে পেয়েছে গতবারের রানার আপ বোরুসিয়া ডর্টমুন্ড আর ইতালির এসি মিলান পেয়েছে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদকে এবং ফ্রান্সের পাঁরি সঁ জার্মেই পেয়েছে জার্মানির বায়ার লেভারকুজেনকে৷ এছাড়া তুরস্কের গালাতাসাইয়ের মুখোমুখি হবে ইংল্যান্ডের চেলসি৷ চেলসির জন্য এটি অন্যরকম এক ম্যাচ৷ এ ম্যাচে তাদের প্রতিপক্ষ দলে থাকছেন দিদিয়ের দ্রগবা৷ ২০১২ সালে দ্রগবার গোলেই বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল চেলসি৷

পর্তুগালের সাবেক খেলোয়াড় লুই ফিগোছবি: FABRICE COFFRINI/AFP/Getty Images

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে আসলে যে-কোনো ম্যাচই প্রতিদ্বন্দ্বিতা এবং উত্তেজনায় ভরপুর হতে পারে৷ তবে কিছু ম্যাচ নিয়ে প্রত্যাশাটা আগেই মাত্রা ছাড়ায়৷ এবার বাছাই দলের তালিকায় ছিল না আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি৷ তবু তাদের দিকেই নজর সবার৷ বার্সেলোনার ম্যানসিটির সঙ্গে আর বায়ার্ন মিউনিখের আর্সেনালের সঙ্গে খেলা নিশ্চিত হবার পর তাই স্প্যানিশ এবং জার্মান চ্যাম্পিয়নদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন পর্তুগালের সাবেক খেলোয়াড় লুই ফিগো৷ বার্সেলোনার এই সাবেক প্লে-মেকার বলেছেন, ‘‘(বাছাই দলগুলোর) কেউই এবার ম্যান সিটি বা আর্সেনালের মুখোমুখি হতে চায়নি৷ বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখের সত্যিই ভাগ্য খারাপ৷''

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে এখন আর্সেনাল৷ তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে ম্যান সিটি আছে চতুর্থ স্থানে৷ তারপরও ম্যান সিটি যে-কোনো প্রতিপক্ষের জন্যই এখন মূর্তিমান আতঙ্কের মতো৷ কেউ যদি ম্যান সিটির মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে খেলতে যায় তাহলে তো কথাই নেই৷ এ মাঠে ম্যাচে গড়ে চারটি করে গোল করছে ম্যান সিটি৷ ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনালের বিরুদ্ধেও এ নিয়মের ব্যতিক্রম হয়নি৷ বার্সেলোনা প্রথম ম্যাচটি খেলবে সেখানে৷ তারাও কি হারবে অ্যাওয়ে ম্যাচে? কয়টি গোল খাবে? জল্পনা-কল্পনা শুধু ইত্তেহাদ স্টেডিয়ামে সীমাবদ্ধ রাখলে মুশকিল৷ ম্যান সিটি কিন্তু কদিন আগে বায়ার্ন মিউনিখকে মিউনিখের মাঠেই হারিয়েছে৷ ফিরতি ম্যাচ বার্সেলোনায় হলেই বা তাদের কী ক্ষতি!

এসিবি/ জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ