1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভিডিও শো' নিয়ে ফেসবুক

১০ আগস্ট ২০১৭

লড়াইটা এবার ভালোই জমবে৷ এখন থেকে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকে একটি ভিডিও ট্যাব থাকবে, যেখানে টিভি শো, সিরিয়াল এ সব দেখা যাবে৷ এই ফিচার চালু করার মাধ্যমে ইউটিউব ও টিভি নেটওয়ার্কগুলোর সঙ্গে শুরু হল ফেসবুকের নতুন লড়াই৷

Facebook Quartalszahlen Mark Zuckerberg
ছবি: picture alliance / dpa

কয়েক ঘণ্টা আগে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ একটি পোস্ট দেন৷ সেখানে তিনি লেখেন, ‘‘আমরা মনে করি, লেন্সের মধ্য দিয়ে অনেক কিছুই নতুন করে ভাবা সম্ভব – এমনকি ভিডিও দেখাসহ৷ ভিডিও শো দেখা আর পরোক্ষ থাকা উচিত না৷ এর সঙ্গে যুক্ত হওয়া এবং সরাসরি অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ থাকা উচিত৷''

নতুন এই ফেসবুক প্রডাক্টের নানা ফিচার সম্বলিত একটি ভিডিওসহ এই পোস্টে জাকারবার্গ আরো বলেন, ‘‘সেজন্য আমরা একটি ওয়াচ ট্যাব চালু করছি ফেসবুকে৷ এর মাধ্যমে আপনি শো দেখতে পারবেন, বন্ধুরা কি শো দেখছে তা জানতে পারবেন, এপিসোড চলতে চলতেই চ্যাট করতে পারবেন, প্রিয় শো ও এর নির্মাতাদের ফলো করতে পারবেন৷''

আপাতত যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে এই নতুন ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক৷ এই ফিচারের মাধ্যমে রিয়ালিটি থেকে শুরু করে কমেডি শো, এমনকি সরাসরি বিভিন্ন খেলা উপভোগ করতে পারবেন এর ব্যবহারকারীরা৷

ফেসবুকের এই নতুন উদ্যোগকে টিভি ও ইউটিউবের ওপর একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে৷

বিভিন্ন জরিপে দেখা যায়, এমনিতেই মানুষ টিভির চেয়ে অনলাইনে বেশি ঝুঁকছেন৷ তাই অধিকাংশ টিভি শো-এর অনলাইন ভার্সন চালু করে সে ঘাটতি মেটাচ্ছে৷ কিন্তু ফেসবুকে এসব শো চালু হলে তাদের গ্রাহকসংখ্যার বিচারে এটিই হতে যাচ্ছে ভিডিও দেখার সবচেয়ে বড় প্লাটফর্ম৷

সবশেষ এ বছর জুন মাসের হিসেবে দেখা যায়, ফেসবুকের মাসিক ব্যবহারকারীর সংখ্যা দু'শ কোটি ছাড়িয়েছে৷ আর ইউটিউবের গ্রাহক দেড়শ' কোটি৷

এর আগে, ফেসবুকে অফলাইন ভিডিও আপলোড এবং ফেসবুক লাইভ ভিডিও অপশন চালু করা হয়৷ এগুলোও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে৷ গত বছর জাকারবার্গ জানিয়েছিলেন, প্রতিদিন ৫০ কোটি ব্যবহারকারী ১০ কোটি ঘণ্টা ফেসবুক ভিডিও দেখেন৷

তার আগে, ২০১২ সালে ১০০ কোটি ডলারে  ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম কিনে নেয় ফেসবুক৷ কয়েক বছরের মধ্যেই ইনস্টাগ্রামই হয়ে যায়, ছবি শেয়ারিংয়ের সবচেয়ে বড় সামাজিক প্লাটফর্ম৷ এখন এই অ্যাপের ব্যবহারকারী ৭০ কোটি৷ ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত ব্যবহারকারীরা ৪০০ কোটি ছবি আপলোড করেছে এখানে৷ ইনস্টাগ্রামের এখনকার বাজারমূল্য ৩,৫০০ কোটি ডলার৷

তাই মার্ক জাকারবার্গের সাফল্যের ধারাবাহিকতা ভিডিও শো'তেও দেখা যাবে বলেই মনে করছেন নেটিজেন এক্সপার্টরা৷

আপনিও কি মনে করেন, ফেসবুক ভিডিও ট্যাব চালু হলে সবাই ভিডিও দেখতে এতেই ঝুঁকবে? মতামত জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ