1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ভিলেন হবেন সালমান

২৩ এপ্রিল ২০১০

বলিউডের মাচো নায়ক সালমান খান এই প্রথমবার ভিলেন হবেন৷ রিমেক 'মিস্টার ইন্ডিয়া' ছবিতে ভিলেন মোগাম্বো হচ্ছেন সল্লুভাই৷ মোগাম্বোর চরিত্রে আগে অভিনয় করেছেন প্রয়াত ওমরিশ পুরি৷

সালমান খানছবি: Eros International

বনি কাপুর পরিচালিত 'মিস্টার ইন্ডিয়া' ছবির সেই পরিচিত শ্রীদেবী অনিল কাপুর জুটি আবারও রুপালি পর্দায় ফিরে আসছেন৷ ১৯৯৭ সালে ব্যবসা সফল ছবি ‘জুদাই'তে এই জুটিকে শেষবার একসাথে দেখা গিয়েছিল৷ 'মিস্টার ইন্ডিয়া' ছবিটিতে মিস্টার ইন্ডিয়ার চরিত্রেই আবারও দেখা যাবে অনিল কাপুরকেই৷

কিন্তু শোনা যাচ্ছে, বনি কাপুর নাকি এবার 'মিস্টার ইন্ডিয়া' বানাতে চলেছেন থ্রি-ডি ফরম্যাটে৷ ছবির বাজেট ধরা হয়েছে ১০০ কোটি ভারতীয় রুপি৷ আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিশেষ করে সালমান খানকে চরিত্রের উপযোগী করে তোলার জন্য আনতে হচ্ছে বিদেশ থেকে মেকাপ আর্টিস্ট আর এই কারণে ছবির বাজেট বেড়ে গেছে অনেক বেশি৷

শ্রীদেবী এবং অনিল কাপুরের পাশাপাশি আরও একটি তরুণ জুটি এই ছবিতে থাকবেন৷ তবে, এই নতুন জুটি কারা হতে চলেছেন ছবির পরিচালক বনি কাপুর সে বিষয়ে এখন কোন কিছু স্পষ্ট করে জানাননি৷ বোঝাই যাচ্ছে থ্রি ডি 'মিস্টার ইন্ডিয়া' তে বেশ জোরদার চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য৷

প্রতিবেদন : আসফারা হক

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ