1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনতার ছড়াছড়ি

২৭ আগস্ট ২০১২

বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব ৮০ বছর পূর্ণ করছে৷ কিন্তু প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে ভেনিস’কে৷ এবারের উৎসবে ছবির বিষয়বস্তুর মধ্যে যৌনতা বিশেষ প্রাধান্য পাচ্ছে৷

ছবি: AP

সমস্যা কম নয়৷ ‘আর্টিস্টিক ডিরেক্টর' মার্কো ম্যুলার ভেনিস উৎসব ছেড়ে রোম চলচ্চিত্র উৎসবের দায়িত্ব নিচ্ছেন৷ আবার এ বছর টোরন্টো চলচ্চিত্র উৎসবও অনুষ্ঠিত হচ্ছে প্রায়ই একই সময়ে৷ এই অবস্থায় ভেনিস উৎসবের নতুন প্রধান আলবার্তো বারবেরা সেরা তারকা ও চলচ্চিত্রগুলিকে ভেনিসে নিয়ে আসার চেষ্টা চালালেও এ বছর উপস্থিত থাকতে পারছেন না জর্জ ক্লুনি, অ্যাঞ্জেলিনা জোলি ও জনি ডেপ'এর মতো হলিউড তারকারা৷ তাঁদের বদলে দেখা যাবে অনেক উঠতি তারকাদের৷ জ্যাক এফ্রন ও শিয়া লাব্যোফ'এর মতো তরুণ অভিনেতাদের সঙ্গে অবশ্য অতীতের তারকা রবার্ট রেডফোর্ড ও জুলি ক্রিস্টি'দেরও দেখা যাবে৷

২৯শে অগাস্ট থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভেনিস চলচ্চিত্র উৎসব৷ উৎসবকে আকর্ষণীয় রাখতে আলবার্তো বারবেরা বেশ কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন৷ এর মধ্যে রয়েছে প্রযোজকদের মধ্যে ছোট ছবির বাজার চালু করা৷

ভেনিস চলচ্চিত্র উৎসবছবি: picture-alliance/dpa

এ বছরের উৎসবের ছবিগুলির মধ্যে বিষয় হিসেবে যৌনতা ও ‘সায়েন্টোলজি' ধর্মীয় সম্প্রদায় বিশেষ নজর কাড়ছে৷ পরিচালক ব্রায়ান ডিপালমা'র থ্রিলার ‘প্যাশন', দক্ষিণ কোরিয়া পরিচালক কিম কি ডুক'এর ‘পিয়েটা' এবং টেরেন্স ম্যালিক'এর ‘টু দ্য ওয়ান্ডার' ছবির মধ্যে যৌনতার বিভিন্ন দিক উঠে এসেছে৷

পরিচালক পল টমাস অ্যান্ডারসন'এর ‘দ্য মাস্টার' ছবিটি নিয়ে সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা চলছে৷ ছবির বিষয়বস্তু এক ধর্মীয় ‘কাল্ট' বা গোষ্ঠী৷ সরাসরি নাম না করলেও ‘সায়েন্টোলজি' সম্প্রদায়ের চিত্রই এতে তুলে ধরা হয়েছে, এ বিষয়ে সমালোচকদের মনে কোনো সন্দেহ নেই৷ নির্মাতারা অবশ্য এই আপাত মিল নিয়ে তেমন মুখ খুলছেন না৷

এসবি / জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ