1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার মালয়েশিয়ায় গণকবর

২৫ মে ২০১৫

থাইল্যান্ডের পর এবার মালয়েলশিয়াতেও পাওয়া গেল গণকবর৷ পাদাং বেসার শহরের কাছের এক গ্রামে পাওয়া গেছে ১৩৯টি কবরের খোঁজ৷ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, দোষীদের গ্রেপ্তার করা হবে৷

Asien Indonesien Flüchtlingskrise medizinische Versorgung
(ফাইল ফটো)ছবি: Reuters/Roni Bintang

এ মাসেই থাইল্যান্ডের শংখলা প্রদেশে পাচারকারীদের ক্যাম্পে গণকবরের সন্ধান পাওয়া যায়৷ সেখানে ২৬টি দেহাবশেষও পাওয়া গিয়েছিল৷ এবার মালয়েশিয়াতেও পাওয়া গেল গণকবর৷ সেখানেও অভিবাসনপ্রত্যাশীদেরই মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, মৃতদেহগুলো রোহিঙ্গা নাকি বাংলাদেশিদের এ বিষয়ে তাঁরা এখনো নিশ্চিত হতে পারেননি৷

রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরের শহর পেদাং বেসার শহরের কাছের গ্রাম ওয়াং কালিয়ান গ্রামে পাওয়া গেছে ১৩৯টি কবর৷ অনেক কবরে একাধিক লাশ রয়েছে৷ তবে কবরগুলো নতুন নয়৷ মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি জানিয়েছেন, কবরগুলো কমপক্ষে পাঁচ বছর আগের৷ সুতরাং মালয়েশিয়ায় অনেকদিন ধরেই মানবপাচারকারীরা খুব তৎপর এবং তাঁদের কবলে পড়ে অভিবাসন প্রত্যাশীরা যে অনেক দিন ধরেই যে প্রাণ হারাচ্ছেন তা পরিষ্কার৷

এর আগে থাইল্যান্ডেও গণকবরের সন্ধান পাওয়া যায়ছবি: Reuters/S. Boonthanom

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জানিয়েছেন, অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর জন্য দায়ী মানবপাচারকারীদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ এমন আশ্বাস দিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘‘মালয়েশিয়ার মাটিতে কবরের সন্ধান পাওয়া যাওয়াটা খুব দুশ্চিন্তার বিষয়৷ দায়ীদের খুঁজে বের করা হবে৷'' নাজিব রাজাক এখন তিন দিনের সফরে জাপানে রয়েছেন৷

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ