1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফখরুলকে চাকর-বাকর বললেন ডা. জাফরুল্লাহ

৭ সেপ্টেম্বর ২০২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী৷ ডা. চৌধুরী ডয়চে ভেলেকে বলেন,"বেচারা বাড়ির চাকর বাকরের মতো আছে৷  ভাবছে চাকরি চলে যাবে৷ তার বক্তব্যে আমার হাসি পেয়েছে৷''

Bangladesh Mirza Fakhrul Islam Alamgir, BNP
ছবি: DW/S. Hossain

এ বিষয়ে চেষ্টা করেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া জানা যায়নি৷ তবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন,"তিনি যদি এধরনের মন্তব্য করে থাকেন তবে তা সভ্যতার বাইরে৷''
মির্জা ফখরুল সোমবার ঠাকুরগাঁওয়ে ডা. জাফরুল্লাহকে বিভ্রান্তিকর ও উল্টাপাল্টা কথা না বলতে অনুরোধ করেছেন৷ তিনি বলেন,"জাফরুল্লাহ সাহেবের বয়স হয়ে গেছে৷ তিনি অত্যন্ত সম্মানিত লোক, জ্ঞানী-গুণী লোক৷ কিন্তু বয়স হয়ে গেলে মানুষ কিছু উল্টাপাল্টা কথা বলতেই পারেন৷”
এর আগে ২ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, "বিএনপির গঠনতন্ত্র মেনে তারেক রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়নি৷'' এই কথার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব নাটোরে ওই কথা বলেন৷ বিএনপি মহাসচিবের দাবি, গঠনতন্ত্র অনুযায়ীই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আছেন৷
এর আগেও তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করায় গত ২৬ জুন প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ছাত্রদলের নেতা-কর্মীরা জাফরুল্লাহ চৌধুরীকে বক্তব্য দিতে দেননি৷ তাকে ওই ধরনের বক্তব্য আর না দিতে হুমকিও দেয়া হয়৷

ডা. জাফরুল্লাহ চৌধুরী

This browser does not support the audio element.


মঙ্গলবার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ছাত্রদলের ওই নেতাদের সাথে মির্জা ফখরুলের কোনো পার্থক্য নাই৷ তারা আমার বয়স নিয়ে চিন্তিত৷ কিন্তু তারা তো খালি চোখে দেখে না৷ আমি তো খালি চোখে দেখি৷ তারা তো ডিমেনশিয়ায় ভোগে, আমি তো ভুগি না৷ তাদের যে দীনতা, তাদের যে চিন্তার দীনতা তাতে তাদের বয়স হওয়ার আগেই বয়সের ভারে নুয়ে পড়েছে৷”
তিনি এর আগেও একাধিকবার তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করেছেন৷ তাকে পড়াশুনার উপদেশ দিয়েছেন৷ বলেছেন,"লন্ডন থেকে ওহি নিয়ে দল চালানো যাবে না৷” তিনি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়ে তুলতে বিএনপির নেতৃত্বের ব্যর্থতারও সমালোচনা করেছেন একাধিকবার৷ তিনি বলেছেন,"গুলশানের বাসার চেয়ে নাজিমুদ্দিন রোডে থাকাই খালেদা জিয়ার জন্য শ্রেয়৷ এভাবে চললে খালেদা জিয়াকে মানুষ দুই মাস পর ভুলে যাবে৷” তিনি তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকেও বিএনপির নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছেন অনেকবার৷
মঙ্গলবারও তিনি বলেন,"খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কিছুই করেনি৷ তাদের মাঠে নামতে হবে৷ ঘরে বসে থাকলে হবে না৷ তাদের মিথ্যা কথা বলা ছাড়তে হবে৷” তিনি আবারো বলেন,"তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারেন না৷ তাদের গঠনতন্ত্র সেটা অনুমোদন করে না৷”
তিনি দাবি করেন,"আমি যা ঠিক মনে করি তাই বলি৷ সবার সমালোচনা করি৷ আমি শেখ হাসিনাকেও তো ক্ষমতা ছেড়ে চলে যেতে বলেছি৷ আমি দেশে রাজনীতি চাই৷ আমি চাই দেশে রাজনীতি সচল থাকুক৷ আমি যা ঠিক মনে করি তা সব সময়ই বলব৷”
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান মনে করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী অবশ্যই  গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সিপাহশালার৷ তবে এখন প্রধান সমস্যা হলো সরকারের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা৷ সেটাকে মূখ্য ধরলে অন্যান্য বিষয় গৌণ৷ তিনি বলেন," সমস্যাটা হলো উনি একটি পার্টির মূল নেতৃত্ব নিয়ে কথা বলছেন৷  পার্টির সমালোচনা করছেন৷ সেটা উনি আমাদের কাছে এসে বলতে পারতেন৷ যে পার্টিটা এদশে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবে বলে সবাই মনে করে সেই দলকেই যদি বিতর্কিত করে ফেলি সেটা গণতান্ত্রিক আন্দোলনের সপক্ষে কাজ করা হচ্ছে কী না? উনি তো একজন প্রবীণ মানুষ৷ এটাই দেখার জন্যই মহাসচিব ওনাকে অনুরোধ করেছেন৷”
তিনি চাকর-বাকর প্রসঙ্গে  বলেন,"এই ভাষায় কথা বলাটা সভ্যতার একটু বাইরে চলে যায়৷ গণতন্ত্র আমাদেরকে ধৈর্য ধরতে, সভ্য হতে শেখায়, গণতন্ত্র আমাদের আগামী দিনের স্বপ্ন দেখায়৷ এই ধরনের ভাষা স্বৈরতান্ত্রিক ভাষাকেই উৎসাহিত করবে৷”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,"অবশ্যই তার সাথে আমাদের সম্পর্ক থাকবে৷”
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির বন্ধু হিসেবেই পরিচিত৷ বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি এবং সমমনা দল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা বলা হয় তাকে৷

শামসুজ্জামান

This browser does not support the audio element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ