1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার মুনাফা বাড়াতে ‘মার্চেন্ডাইস’ বিক্রির পথে বলিউড

৬ অক্টোবর ২০১১

নতুন ছবি মুক্তি পেলে টিকিট বিক্রি, তার আগে গানের অ্যালবাম এবং সবশেষে ভিডিও বিক্রি করেই মুনাফা করে এসেছেন প্রযোজকরা৷ এবার সেই তালিকায় যোগ হচ্ছে আরও অনেক কিছু৷

NEW DELHI, June 2, 2011 Bollywood actor Shah Rukh Khan poses during a press conference to promote his upcoming film Ra. One in New Delhi, India, June 1, 2011. Ra. One is a Hindi science fiction superhero film. (/Stringer) (lyi)
‘রা-ওয়ান' ছবিতে কিং খানছবি: picture alliance / Photoshot

দ্রুত পরিবর্তনশীল এই যুগে সাফল্য পেলেও তা ধরে রাখা কঠিন৷ কোনো ছবি মুক্তি পেলে কত সপ্তাহ ধরে ‘হাউস ফুল' রয়েছে, আগে সেটা দেখেই ছবির সাফল্য নির্ণয় করা হতো৷ টিকিটের দাম বেশি ছিল না, ফলে যত বেশি দর্শক হলে যেতেন, মুনাফার মাত্রাও তার সঙ্গে তাল মিলিয়ে বাড়তো৷ আজ মাল্টিপ্লেক্স সিনেমা হলে টিকিটের দাম আকাশছোঁয়া৷  শুক্রবার ছবি মুক্তি পেলে শুধু প্রথম সপ্তাহান্তে ‘হাউস ফুল' থাকলেই অনেক টাকা উঠে আসে৷ তবে শুধু এই সাফল্যের উপর নির্ভর করতে প্রস্তুত নয় বলিউড৷ মুনাফা বাড়াতে প্রযোজকরা বেছে নিচ্ছেন এমন এক পথ, যা হলিউডের বেশ কিছু ছবির ক্ষেত্রে আগেই দেখা গেছে৷

দ্রুত পরিবর্তনশীল এই যুগে সাফল্য পেলেও তা ধরে রাখা কঠিন, এমনকি বিগ বি’র জন্যও!ছবি: AP

শাহরুখ খানের ছবি ‘রা-ওয়ান' ছবির কথাই ধরা যাক৷ দীপাবলীর সময় মুক্তি পাচ্ছে এই ছবি৷ ভারতের নিজস্ব সুপারহিরো'কে নিয়ে তৈরি এই ছবির ভক্তদের জন্য বিক্রি করা হবে সুপারহিরো জি-ওয়ান'এর পুতুল, ভিডিও গেমস ইত্যাদি৷ থাকবে জলের বোতল, ফ্রিসবি, টুপিও৷ এমনকি ভিডিও ক্যামেরা, ছোট ল্যাপটপ ও ট্যাবলেট পিসি'ও বিক্রি করা হবে ‘রা-ওয়ান'এর ছাপ সহ৷ আর এক ছবি ‘শাদি অফ দ্য ডেড' এর কাহিনী ৭৬ পৃষ্ঠার সচিত্র বইয়ের আকারেও প্রকাশ করা হবে৷  হলিউড'এ ‘স্টার ওয়ার্স' সিরিজ বা অন্য অনেক ছবির ক্ষেত্রে বহুকাল আগেই ‘মার্চেন্ডাইস' বিক্রির এই প্রবণতা দেখা গেছে৷ দেরিতে হলেও সেই পথে যাত্রা শুরু করতে চায় বলিউড৷ ডিসেম্বরে শাহরুখ খানের ‘ডন ২' ছবির সচিত্র কাহিনীও বইয়ের আকারে প্রকাশিত হওয়ার কথা৷

মুনাফা বাড়াতে প্রযোজকরা বেছে নিচ্ছেন এমন এক পথ, যা হলিউডের ক্ষেত্রে আগেই ছিল...ছবি: AP

ছবির বিপণনের নতুন এই ধারা ভারতের বাজারে কতটা সফল হবে, তা দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করে রয়েছেন প্রযোজকরা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ