1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার মেডিক্যাল রেকর্ড প্রকাশ করবেন ক্লিন্টন, ট্রাম্প

১৩ সেপ্টেম্বর ২০১৬

হিলারি ক্লিন্টনের সাময়িক অসুস্থতা দৃশ্যত নিউমোনিয়ার কারণে৷ বিষয়টি দেরিতে জানিয়েছিল হিলারির ক্যাম্পেইন৷ তাই এবার গোটা মেডিক্যাল রেকর্ড প্রকাশ করার প্রতিশ্রুতি৷ ডোনাল্ড ট্রাম্পও আগামী কয়েকদিনের মধ্যে তাই করবেন৷

নিউ ইয়র্কে জ্ঞান হারানোর পর হিলারি ক্লিন্টন
ছবি: Reuters/B. Snyder

হিলারি ক্লিন্টনের সাময়িক অসুস্থতা দৃশ্যত নিউমোনিয়ার কারণে৷ বিষয়টি দেরিতে জানিয়েছিল হিলারির ক্যাম্পেইন৷ তাই এবার গোটা মেডিক্যাল রেকর্ড প্রকাশ করার প্রতিশ্রুতি৷ ডোনাল্ড ট্রাম্পও আগামী কয়েকদিনের মধ্যে তাই করবেন৷

নাইন-ইলেভেনের স্মারক অনুষ্ঠান থেকে মাথা ঘুরে, পা টলে হিলারির বিদায় ও তার ভিডিও মিডিয়ায় বিপুল চাঞ্চল্য সৃষ্টি করার পর সোমবার হিলারি ও তাঁর ক্যাম্পেইন সকলকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন৷ হিলারির প্রচারণা অভিযানের তরফ থেকে বলা হয়েছে, তাঁর সর্বাশেষ মেডিক্যাল রিপোর্টটি প্রকাশ করা হবে৷ তবে ক্ষতি যা হবার, তা ইতিমধ্যে হয়ে গিয়েছে, কেননা, ঘটনার পর পর হিলারির ক্যাম্পেইন ম্যানেজাররা জানান যে, তাঁর ‘‘বড় বেশি গরম লেগেছিল''৷ পরে সেই ক্যাম্পেইনের তরফ থেকেই প্রকাশ করা হয় যে, শুক্রবারই ডাক্তাররা হিলারির নিউমোনিয়া হয়েছে বলে জানিয়েছিলেন৷

হিলারি রডহ্যাম ক্লিন্টন সোমবার সিএনএন-কে জানান, ডাক্তাররা তাঁকে পাঁচ দিন বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু তিনি তাতে গা করেননি৷ তিনি জ্ঞান হারিয়েছিলেন কিনা, এ প্রশ্নের জবাবে হিলারি ক্লিন্টন বলেন, ‘‘আমার একটু মাথা ঘুরেছিল এবং মিনিট খানেকের জন্য আমি ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম৷ কিন্তু ভ্যানে ঢোকার পর, একবার বসার পর, ঠাণ্ডা হয়ে পানি পান করার পর আমি বেশ খানিকটা সুস্থ বোধ করি৷'' সিএনএন-এর সাক্ষাৎকারে ক্লিন্টন আরো জানান, আগামী কয়েক দিনেরই তিনি আবার প্রচার অভিযানে নামবেন৷

ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বীকে শীঘ্র নিরাময়ের শুভকামনা জানিয়ে বলেছেন, ‘‘কিছু একটা ঘটছে, তবে আমি আশা করব যে, উনি সুস্থ হয়ে আবার প্রচার অভিযানে নামবেন এবং আমরা (২৬শে সেপ্টেম্বরের) বিতর্কে তাঁকে দেখব৷'' ট্রাম্প ফক্স নিউজকে এ-কথা বলেন৷ অপরদিকে তাঁর ভাইস প্রেসিডেন্সিয়াল ‘রানিং মেট' মাইক পেন্স জানিয়েছেন, ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে তাঁর নিজের মেডিক্যাল রেকর্ড প্রকাশ করবেন৷

এসি/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ