1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ম্যাগনেসিয়াম সমস্যায় গাড়ি শিল্প

৩ নভেম্বর ২০২১

এ বছরটা গাড়ি শিল্পের জন্য ভালো যাচ্ছে না৷ প্রথমে সেমিকন্ডাক্টর সংকটে পড়েছিল এই খাত৷ এবার সমস্যা ম্যাগনেসিয়াম৷

Aluminium-Barren
ছবি: 3dmentat/imago images

গাড়ি নির্মাণ শিল্পে বহুল ব্যবহৃত ইস্পাতের খাদ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল ম্যাগনেসিয়াম৷ বিশ্বের প্রায় ৯০ শতাংশ ম্যাগনেসিয়াম উৎপাদিত হয় চীনে৷ কিন্তু সেখানে জ্বালানি সংকটের কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ম্যাগনেসিয়াম উৎপাদন অনেক কম হয়েছে৷

তাই সেই সময় ম্যাগনেসিয়ামের দাম বেড়ে গিয়েছিল৷ প্রতি টন ম্যাগনেসিয়ামের দাম উঠেছিল ১০ থেকে ১৪ হাজার ডলার - এ বছরের শুরুতে যা ছিল প্রায় দুই হাজার ডলার৷

ইউরোপের গাড়ি শিল্পের সংগঠন এসিইএ অক্টোবরের শেষ সপ্তাহে জানিয়েছিল নভেম্বরের শেষ নাগাদ ইউরোপে ম্যাগনেসিয়ামের সংকট দেখা দিতে পারে৷ সেটা হলে গাড়ি তৈরির কাজ কমে যাবে৷ ফলে অনেকে চাকরি হারাতে পারেন বলেও সতর্ক করে দিয়েছিল এসিইএ৷

সবশেষ ইইউ শীর্ষ সম্মেলেন ম্যাগনেসিয়াম সংকটের বিষয়টি উত্থাপন করেছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ৷

গাড়ি শিল্প ছাড়াও প্যাকেজিং, কনজিউমার ইলেক্ট্রনিকস ও ঘরে ব্যবহৃত জিনিসপত্র তৈরিতেও ম্যাগনেসিয়ামের গুরুত্ব আছে৷

চীনে ম্যাগনেসিয়াম উৎপাদন আবার বাড়ছে বলে জানা গেছে৷ কনসালটেন্সি ফার্ম সাংহাই মেটালস মার্কেট গত সপ্তাহে জানিয়েছে, ম্যাগনেসিয়াম উৎপাদন এখন স্বাভাবিক সময়ের ৭০ থেকে ৮০ শতাংশে পৌঁছেছে৷

তবে এই সংকটে ম্যাগনেসিয়াম উৎপাদনে চীনের বিকল্প খোঁজার বিষয়টি আলোচনায় এসেছে৷

দেশেই তৈরি হচ্ছে বিশ্ব মানের গাড়ি

03:07

This browser does not support the video element.

আর্থার সুলিভান/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ