ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগার পর প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়৷
ততক্ষণে বেশ কিছু দোকান ও স্থাপনা পুড়ে যায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনের লাশ উদ্ধার করে বলে উখিয়া থানার ওসি মো. সঞ্জুর মোর্শেদ জানান৷
নিহতরা হলেন ২০ বছর বয়সি আমান উল্লাহ, ২৫ বছর বয়সি ফরিদুল ইসলাম ও ২২ বছর বয়সি মো. আইয়াস৷
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমদাদুল আরো জানান, কুতুপালং বাজারে একটি দোকানে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে, তবে আগুনের সূত্রপাতের বিষয়ে তারা এখনও নিশ্চিত নন৷ তিনি বলেন ‘‘আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়৷ পরে আমাদের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ তিনজনের মৃতদেহ আমরা উদ্ধার করেছি, আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷’’
গত ২২ মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে৷ সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয় এবং ৯ হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
২৫ মার্চের ছবিঘরটি দেখুন...
রোহিঙ্গা শিবিরে আগুনের পর কয়েকশ’ নিখোঁজ
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শিবিরে আগুনের ঘটনায় ১৫ জন নিহত এবং কয়েকশ’ মানুষ নিখোঁজ বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ৷ ভয়াবহ অগ্নিকাণ্ডের সময়ের এবং বর্তমান অবস্থা দেখুন ছবিঘরে৷
ছবি: MOHAMMAD PONIR HOSSAIN/REUTERS
৯ হাজার ঘর ভস্মীভূত
আগুনে রোহিঙ্গা শিবিরের ৯ হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন উখিয়া নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ৷৷ তবে সংখ্যাটা অনেক বেশি হতে পারে৷
ছবি: REUTERS
নিখোঁজ চারশ’র বেশি
ইউএনএইচসিআরের বিবৃতিতে বলা হয়েছে, অন্তত চারশ’ মানুষ এখনো নিখোঁজ৷ তবে বাংলাদেশ কর্তৃপক্ষ এখনো এ তথ্য নিশ্চিত করেনি৷
ছবি: ROHINGYA RIGHT TEAM via REUTERS
অস্থায়ী আশ্রয়
ঘরহারা রোহিঙ্গাদের সাময়িকভাবে বিভিন্ন তাঁবু ও অস্থায়ী শেল্টার তৈরি করে রাখার ব্যবস্থা হয়েছে৷
ছবি: KM Asad/ZUMA/picture-alliance
বেসরকারি সংস্থাগুলোর তথ্য
বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ক গ্রুপ ইন্টার সেক্টর কো-অর্ডিনেটর গ্রুপ আইএসসিজি বলছে, অগ্নিকাণ্ডে ১০ হাজারের বেশি ঘর-বাড়ি পুড়ে গেছে৷ গৃহহীন হয়েছে ৪৫ হাজারের মতো মানুষ৷
ছবি: REUTERS
ক্ষতিগ্রস্ত হাসপাতাল
শিবিরের দুটি হাসপাতালও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ছবি: REUTERS
খাবার ও পানি
রেডক্রিসেন্টসহ কিছু বেসরকারি সংস্থা খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে অস্থায়ী তাঁবুগুলোতে৷
ছবি: MOHAMMAD PONIR HOSSAIN/REUTERS
নিঃস্ব শরণার্থী
নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়ে আবার মাথা গোঁজার আশ্রয়টুকু হারাতে হয়েছে এদের, সব হারিয়ে নিঃস্ব এরা৷ ভস্মের মধ্যে তাই হাতড়ে বেড়াচ্ছে- যদি কিছু পাওয়া যায়৷
বিপুল সংখ্যক ঘর-বাড়ি পুনর্নির্মাণসহ ক্ষতিগ্রস্তদের সহায়তার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইউএনও৷
ছবি: MOHAMMAD PONIR HOSSAIN/REUTERS
সেদিন যা ঘটেছিল
সোমবার বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হয়৷ এরপর কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে৷ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন৷ পরে ফায়ারবিগ্রেড ও নানা সংস্থা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে মধ্যরাত হয়ে যায়৷ রাত ১ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে৷