1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার শীতকালীন অলিম্পিক আয়োজন করতে চায় মিউনিখ

১৬ অক্টোবর ২০০৯

একই শহরে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতা? অলিম্পিকের ইতিহাসে এখনো এমন কোন নজির নেই৷ ঠিক এই নজিরই গড়তে চায় জার্মানির মিউনিখ শহর৷

মিউনিখ ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকের দায়িত্ব পেলে এটাই হবে শহরের প্রতীক

১৯৭২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা আয়োজন করার পর ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকের দায়িত্ব পেতে এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে মিউনিখ শহর৷ ২০১১ সালের ৬ই জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই মর্মে চূড়ান্ত ঘোষণা করবে৷ এর ঠিক ৬২৮ দিন আগে – অর্থাৎ শুক্রবার মিউনিখে আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালের প্রতীক প্রকাশিত হল৷

মিউনিখের এই প্রয়াস সফল হলে অবশ্যই অলিম্পিকের ইতিহাসে তার বিশেষ তাৎপর্য থাকবে৷ কিন্তু প্রাথমিক স্তরেই এই উদ্যোগের ক্ষেত্রে আর্থিক সমস্যা দেখা দিচ্ছে৷ যে কোন শহরই যখন অলিম্পিক আয়োজনের দৌড়ে প্রার্থী হিসেবে নামার সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র সেই প্রস্তুতির জন্যই বিপুল অর্থের প্রয়োজন হয়৷ তার উপর থেকে যায় বিফল হওয়ার ঝুঁকি৷ মিউনিখের আবেদনের সময় যেসব বেসরকারী প্রতিষ্ঠান আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আপাতত সাড়াশব্দ করছে না৷ ফলে প্রার্থী শহর হিসেবে গঠিত কমিটিকে প্রায় ২৭ লক্ষ ইউরো ঋণ নিতে হবে৷ বাভেরিয়া রাজ্য সরকার ও মিউনিখ শহর কর্তৃপক্ষ এর একটা বড় অঙ্কের যোগান দেবে৷

মিউনিখ ছাড়াও দক্ষিণ কোরিয়ার পিয়েওংচ্যাং এবং ফ্রান্সের আনেসি শহরও ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকের দৌড়ে সামিল হয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আবদুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ