1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার সংসদকেই নিষ্ক্রিয় করে দিতে চান ট্রাম্প

১৬ এপ্রিল ২০২০

করোনা সংকট মোকাবিলার দোহাই দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অধিবেশন মুলতুবি করে গুরুত্বপর্ণ পদে পছন্দের প্রার্থী নিয়োগ করার হুমকি দিয়েছেন৷ ফলে তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠছে৷

ছবি: Getty Images/A. Wong

করোনা সংকটের মোকাবিলা করতে অতীতের মনোমালিন্য ভুলে ঐকমত্য গড়ে তোলার বদলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখনো সংকীর্ণ রাজনীতির পথ আঁকড়ে ধরে রয়েছেন বলে সমালোচনার ঝড় উঠছে৷ যুক্তরাষ্ট্রের সংবিধান ও ফেডারেল কাঠামো অবজ্ঞা করে প্রথমে তিনি জরুরি পরিস্থিতির দোহাই দিয়ে নিজের ক্ষমতা আরও বাড়াতে চাইছিলেন৷ এবার তিনি বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কংগ্রেসের অধিবেশন মুলতবি রাখার হুমকি দিচ্ছেন৷ বুধবার এমন অভূতপূর্ব পদক্ষেপের উল্লেখ করলেন ট্রাম্প৷ করোনা সংকট মোকাবিলার জন্য কিছু জরুরি পদে কর্মকর্তা নিয়োগের পথে কংগ্রেস ‘বাধা' সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কায় তিনি বিতর্কিত এই সিদ্ধান্ত নিতে চান৷

উল্লেখ্য, মার্কিন সংসদের নিম্ন কক্ষে বিরোধী ডেমোক্র্যাটিক দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে ট্রাম্প করোনা সংকটের আগেই বার বার বিপাকে পড়েছেন৷ সেনেটেও বিরোধীরা ট্রাম্পের অনেক সিদ্ধান্তের সাধ্যমতো বিরোধিতা করে থাকে৷ তাই ট্রাম্প গোটা সংসদকেই নিষ্ক্রিয় করে দিয়ে পছন্দমতো কর্মকর্তা নিয়োগ করতে চান৷ এমনকি বিরোধীরা এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারে, এমন আশঙ্কাও তাঁকে টলাতে পারছে না৷ ট্রাম্প বলেন, ‘‘দেখা যাক, কার জয় হয়৷'' বর্তমানে করোনা সংকটের কারণে সংসদের উভয় কক্ষে অধিবেশন কার্যত বন্ধ থাকলেও আনুষ্ঠানিকভাবে মুলতুবি করা হয় নি৷ আগামী ৪ঠা মে সংসদ সদস্যদের কংগ্রেসে ফেরার কথা৷

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগেও অনেক প্রেসিডেন্ট সংসদের দুই অধিবেশনের মাঝে বিরতির সময়ে পছন্দমতো কর্মকর্তা নিয়োগ করেছেন৷ তবে যে কারণে সংসদ সম্ভব হলে বিরতি ঘোষণার বদলে ‘প্রো ফরমা' অধিবেশন চালিয়ে যায়৷ এমনকি বারাক ওবামাও সেনেটের ‘প্রো ফরমা' অধিবেশনের সুযোগে এমন পদক্ষেপ নিয়েছেন৷ মার্কিন সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক হিসেবে রায় দিয়েছে৷ তবে তাঁরা কেউ কংগ্রেসকে নিষ্ক্রিয় করে এমন পদক্ষেপ নেবার চেষ্টা করেন নি৷ মার্কিন সংবিধান অনুযায়ী অধিবেশন মুলতুবি করার তারিখ নিয়ে সংসদের সঙ্গে বিরোধ না মিটলে প্রেসিডেন্ট নিজের ক্ষমতাবলে সংসদের অধিবেশন মুলতুবি করতে পারেন৷

বলা বাহুল্য, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ ও বিরোধীরা প্রেসিডেন্টের এমন হুমকির কড়া সমালোচনা করেছে৷ কংগ্রেসকে উপেক্ষা করে ট্রাম্প ইচ্ছামতো সিদ্ধান্ত নিলে গণতন্ত্রের মারাত্মক ক্ষতি হবে বলে তাঁরা মনে করিয়ে দিয়েছেন৷

এসবি/কেএম (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ