1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার সফর বাতিল করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ ডিসেম্বর ২০১৯

এবার ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এর আগে বৃহস্পতিবারই দিল্লি সফর বাতিল করেছিলেন ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ছবি: bdnews24.com

পররাষ্ট্রমন্ত্রীর পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও বাতিল করলেন ভারত সফর। শুক্রবার সকালে ভারতের উত্তর পূর্বের রাজ্য মেঘালয়ে এক অনুষ্ঠানে তাঁর যোগ দিতে আসার কথা ছিল। কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পরে যে ভাবে উত্তর পূর্বের রাজ্য গুলিতে অশান্তি ছড়িয়েছে, তার জেরেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সফর বাতিল করেছেন বলে সে দেশের প্রশাসন জানিয়েছে।

ছবি: DW/Harun Ur Rashid Swapan

বৃহস্পতিবার বিকেলে দুদিনের ভারত সফরে আসার কথা ছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের। গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। কিন্তু বৃহস্পতিবার দুপুরে আব্দুল মোমেন জানান, দেশে বেশ কিছু কাজে আটকে পড়ার জন্য তিনি সফর বাতিল করতে বাধ্য হচ্ছেন। এর আগে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কিছু মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় শাহবাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এমন মন্তব্য করেছিলেন। যার জবাবে মোমেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে বাংলাদেশ নজির সৃষ্টি করেছে। শাহের তথ্যে গলদ আছে। তিনি বাংলাদেশে গিয়ে তা দেখে আসতে পারেন। এরপরেই পররাষ্ট্রমন্ত্রী সফর বাতিল করায়, জল্পনা শুরু হয়, তাহলে কি সে কারণেই মোমেন সফর বাতিল করলেন? পরিস্থিতি সামাল দিতে এরপর আসরে নামেন ভারতের বিদেশ দফতরের মুখপাত্র। তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনকে জড়ানোর কোনও কারণ নেই।

তবে আসাদুজ্জামান খানের সফর বাতিল ঘিরে জল্পনার অবকাশ নেই। এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের যা অবস্থা, তাতে সেখানে কোনও অনুষ্ঠান হওয়াই সম্ভব নয়। শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেরও এক অনুষ্ঠানে অসমে যাওয়ার কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। শেষ মুহূর্তে জাপানের প্রধানমন্ত্রীর সফরও বাতিল করা হয়।

এসজি/জিএইচ (পিটিআই, ইন্ডিয়া টুডে)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ