1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার সিএনজি’র দাম বাড়ছে

১০ মে ২০১১

জ্বালানি তেলের পর এবার বাংলাদেশে রূপান্তিরত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম বাড়ছে৷ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এতথ্য জানিয়ে বলেন, প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে ২৪ টাকা ৯০ পয়সা করার প্রস্তাব দেয়া হয়েছে৷

A CNG filling station in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ঢাকার একটি সিএনজি পাম্প (ফাইল ফটো)ছবি: DW/Harun Ur Rashid Swapan

গেল সপ্তাহে বাংলাদেশে সবধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ান হয়েছে৷ আর এবার বাড়ান হচ্ছে সিএনজির দাম৷ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, ভর্তুকি কমাতে আগেই গ্যাসের দাম বাড়ান উচিত ছিল৷ তবে এবার সব ধরনের গ্যাসের দাম না বাড়িয়ে শুধু সিএনজির দাম বাড়ান হচ্ছে৷ সামনের সপ্তাহেই নতুন দাম কার্যকর হতে পারে৷

সিএনজি পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন বলেন, এতে সাধারন মানুষের ওপর চাপ বাড়বে৷ সিএনজির এই দাম বাড়ানোর আগে এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানির আয়োজন করে৷ জাকির হোসেন জানান, শুনানিতে বিভিন্ন শ্রেনির মানুষ অংশ নিয়ে তাদের মতামত দেন৷ কিন্তু সবার মতামতকে গুরুত্ব না দিয়ে কিছু লোকের মতামত অনুযায়ী গ্যাসের দাম বাড়ান হচ্ছে৷

জাবাবে সৈয়দ ইউসুফ হোসেন বলেন, সবার কথা তারা শুনেছেন, কিন্তু সবার কথা মানতে হবে এমন কোন কথা নেই৷ তারা যৌত্তিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন৷

বাংলাদেশে যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করা হয়৷ বিশ্লেষকরা বলছেন, এখন সিএনজির দাম বাড়লে বাজেটের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং যাত্রীভাড়া আরেক দফা বাড়বে৷ সাধারণ মানুষ যেমন চাপের মুখে পড়বেন, তেমনি মধ্যবিত্তের পক্ষে প্রাইভেট কার ব্যবহার হবে ব্যয়সাপেক্ষ৷ আর সিএনজি পাম্প মালিকরা তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ