ক্রিকেট খেলার পাশাপাশি নানা সময় নানা ব্যবসায় জড়িয়েছেন সাকিব আল হাসান৷ সেগুলোর কোনটি সফল, কোনটি বিফল হয়েছে৷
বিজ্ঞাপন
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানায়, সাকিব সোমবার সোনা ব্যবসাতেও নিজের নাম লিখিয়েছেন৷
সঞ্চয়ের জন্য, ভবিষ্যতের জন্য, দেশের সব মানুষের জন্য এলো এক সুখবর- এই ভাষাতে বিজ্ঞাপন দিয়ে নিজের নতুন ব্যবসার জানান দিলেন সাকিব আল হাসান৷ বিজ্ঞাপনে তিনি জানিয়েছেন যে বাংলাদেশে ব্যাংকিং বিনিয়োগে সুদের হার নিম্নগামী তাই তিনি এই হালাল পথ বেছে নিয়েছেন৷
গুগলে কাকে খোঁজেন বাংলাদেশিরা
২০১৮ সালে বাংলাদেশ থেকে গুগল ট্রেন্ডসের শীর্ষে ছিলেন বিদেশি তারকা আর পর্ন অভিনেত্রীরা৷ কিন্তু গত বছর সেখানে পরিবর্তন এসেছে৷ দেশের ক্রিকেটাররাই এখন ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে৷
ছবি: picture-alliance/empics/D. Lipinski
১০. ডা. দীপু মনি
২০১৯ সালে বাংলাদেশে গুগলে যাদেরকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার মধ্যে ১০ নম্বরে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি৷ ট্রেন্ডসের গ্রাফে তাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ছয় জানুয়ারি থেকে ১২ জানুয়ারি সময়ে৷
ছবি: picture-alliance/dpa
০৯. আরমান আলিফ
গুগল ট্রেন্ডসে নয় নম্বরে আছেন সঙ্গীত শিল্পী আরমান আলিফ৷ বছরজুড়েই গুগলে তাকে খুঁজেছেন ভক্তরা৷ তার নামে সবচেয়ে বেশি সার্চ হয়েছে রাজশাহী বিভাগ থেকে৷
ছবি: Google
০৮. কিয়ানু রিভস
ট্রেন্ডসে আট নম্বরে রয়েছেন ক্যানাডিয়ান অভিনেতা, প্রযোজক ও সঙ্গীত শিল্পী কিয়ানু রিভস৷ তিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ৯-১৫ জুন৷
ছবি: Reuters/M. Anzuoni
০৭. মোহাম্মদ মিঠুন
গত বছরে গুগল ট্রেন্ডসের সেরা দশে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন৷ তাঁকে বেশি খোঁজা হয়েছে ১০-১৬ নভেম্বর৷ এছাড়া জুনে বিশ্বকাপ চলাকালে তাকে নিয়ে আগ্রহ ছিল বাংলাদেশিদের৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
০৬. মুশফিকুর রহিম
ট্রেন্ডসে মিঠুনের উপরে রয়েছেন আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম৷ বিশ্বকাপ, ভারত সফরসহ বছরজুড়েই গুগলে তাকে খুঁজেছেন আগ্রহীরা৷
ছবি: picture-alliance/K. Schwörer
০৫. সামজ ভাই
গুগল ট্রেন্ডসে পাঁচে রয়েছেন সঙ্গীত শিল্পী সামজ ভাই৷ গত জুন থেকে শুরু করে বছরজুড়েই আগ্রহ ছিল ইন্টারনেটে তাকে নিয়ে৷
ছবি: Google
০৪. সারা আলী খান
বাংলাদেশে গুগল ট্রেন্ডসে শীর্ষদের মধ্যে আছেন ভারতীয় অভিনেত্রী সারা আলী খানও৷ তার অবস্থান চতুর্থ৷ তার নামে সবচেয়ে বেশি সার্চ হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে৷
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
০৩. আফিফ হোসেন
বিপিএলে নজরকাড়া পারফরমেন্সের পর ২০১৮ সালে বাংলাদেশে টি টোয়েন্টি দলে জায়গা পান ২০ বছর বয়সী ক্রিকেটার আফিফ হোসেন৷ গত বছর গুগলে তাকে নিয়ে তুমুল আগ্রহে ছিল ৮-১৪ সেপ্টেম্বর সময়টাতে৷
ছবি: Getty Images/AFP/STR
২. মোহাম্মদ নাইম
গুগল ট্রেন্ডসে দ্বিতীয় অবস্থানে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ নাঈম৷ মূলত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সার্চই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে৷
ছবি: Getty Images/AFP/A. Ali
০১. সাকিব আল হাসান
২০১৯ সালটা নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান৷ মাঠের পারফরমেন্স থেকে শুরু করে ক্রিকেটারদের বিদ্রোহের নেতৃত্ব কিংবা আইসিসির নিষেধাজ্ঞা বছর জুড়েই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে৷ বাংলাদেশ থেকে সার্চে তিনিই ছিলেন তাই গুগল ট্রেন্ডসের শীর্ষে৷
ছবি: Getty Images/M. Melville
২০১৮ সালে যারা ছিলেন
২০১৮ সালে বাংলাদেশ থেকে যেসব ব্যক্তিদের সার্চ করা হয়েছে গুগলে তাদের মধ্যে শীর্ষে ছিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ৷ এরপর ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার, ব্রিটিশ রাজকুমারী মেগান মার্কেল৷ চতুর্থ অবস্থানে ছিলেন পর্ন অভিনেত্রী মিয়া খলিফা আর পঞ্চম সানি লিওন৷ ফুটবলার এমবাপ্পে, পর্ন অভিনেত্রী মিয়া মালকোভা, শিল্পী নিক জোনাস, খালেদা জিয়া ও হিরো আলমও ছিলেন তালিকায়৷
ছবি: Google
11 ছবি1 | 11
‘‘স্বর্ণ আমদানি হালাল৷ স্বর্ণে বিনিয়োগও হালাল৷ দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন,'' বলেছেন বিশ্বসেরা এই ক্রিকেটার৷
সাকিব তার প্রতিষ্ঠান থেকে খাঁটি সোনা কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান৷ তিনি বলেন, ‘‘আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন৷''
পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে ঢাকা ও রংপুর অফিসের ঠিকানাও দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, ব্যবসায় এর আগেও বিনিয়োগ করেছেন সাকিব৷ রেস্টুরেন্ট, শেয়ার বাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে তার৷