এবার স্যারাহ প্যালিনের টার্গেট মিশেল ওবামা
২১ ডিসেম্বর ২০১০মার্কিন যুক্তরাষ্ট্রে বাচ্চাদের মোটা হয়ে যাওয়ার যে ভয়াবহ প্রবণতা শুরু হয়েছে তা ঠেকাতে বেশ কিছু দিন ধরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা৷ লেট'স মুভ নামে এই প্রচারণা বেশ জনপ্রিয়তাও পেয়ে গেছে ইতিমধ্যে৷ স্কুলে বাচ্চাদের টিফিনে ফাস্ট ফুডের বদলে ফলমুল দেওয়া কিংবা বাসায় খাওয়ার সময় টিভি বন্ধ রাখা ইত্যাদি পরামর্শ দিচ্ছেন মিশেল ওবামা৷
এর লক্ষ্য বাচ্চারা যাতে অতিরিক্ত খাবার খেয়ে মোটা হয়ে না পড়ে এবং তাদের ফাস্ট ফুডের বদলে স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত করা৷ মূল খাবারের পর ডেজার্ট মানে মিষ্টি খাওয়ার যে প্রবণতা বাচ্চাদের মধ্যে দেখা যায় তাও প্রায় বাদ দেওয়ার জন্য সম্প্রতি পরামর্শ দিয়েছেন মিশেল ওবামা৷ আর তাতেই খেপেছেন আলাস্কার সাবেক গভর্নর স্যারাহ প্যালিন৷
টেলিভিশনের এক ভিডিও বার্তায় মিশেলের প্রতি স্বভাবসুলভ তীর্যক বাক্যবাণ ছুঁড়েছেন প্যালিন৷ তাঁর কথা হলো, বাচ্চারা কী খাবে আর না খাবে তা নিয়ে বাবা মার সিদ্ধান্তে নাক কেন গলাচ্ছেন মিশেল ওবামা? তিনি কি বাবা-মাদের প্রতি আস্থা রাখতে পারছেন না? তাদের সিদ্ধান্ত তাদেরকেই কেন নিতে দিচ্ছেন না তিনি? এই হলো প্যালিনের অভিযোগ৷ এই সূত্র ধরে তিনি মার্কিন সরকারকেও ধোয়ার চেষ্টা করেছেন৷ স্যারাহ প্যালিনের এসব কথার কোন জবাব অবশ্য দেননি মিশেল ওবামা৷ তবে বোঝাই যাচ্ছে, দুই বছর আগে নির্বাচনে ওবামার কাছে গো-হারার জ্বালাটা এখনও রয়ে গেছে স্যারাহ প্যালিনের গায়ে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই