এবছর যারা হজে যেতে চান, তাদের জন্য খরচ লাখ টাকার বেশি বাড়ছে বলে ঘোষণা করেছে সরকার৷ বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়৷
বিজ্ঞাপন
হজে যাওয়ার জন্য সরকারিভাবে দুটি এবং বেসরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকের বলেন, সরকারিভাবে হজে যেতে প্রথম প্যাকেজে এ খবরচ হবে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা৷ আর দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা৷ তাছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য জনপ্রতি খরচ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা ঠিক করা হয়েছে৷
এর আগে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ওই বছরের জন্য হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছিল৷তবে করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ বা ২০২১ বাংলাদেশ থেকে কেউ হজ করতে সৌদি আরবে যেতে পারেননি৷
হজ পালন করলেন টিকা নেয়া ৬০ হাজার মুসলমান
বিদেশ থেকে কারো পবিত্র হজ পালন করতে যাওয়ার সুযোগ এবারও ছিল না৷ সৌদি আরবের নাগরিক এবং সে দেশে বসবাসরতদের খুব ছোট একটা অংশই পেয়েছেন হজ পালনের সুযোগ৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Ahmed Yosri/REUTERS
সংখ্যা বৃদ্ধি
গত বছর সৌদি আরবের নাগরিক এবং সে দেশে বসবাসরত মোট এক হাজার জনকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্তে হজ পালনের সুযোগ দিয়েছিল সৌদি সরকার৷ এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হয় ৬০ হাজার৷ ওপরের ছবিতে হজ করতে আসা কয়েকজন হাজিকে মক্কার আরাফাত ময়দানে দেখা যাচ্ছে৷
ছবি: Ahmed Yosri/REUTERS
টিকা বাধ্যতামূলক
এবার এমন ৬০ হাজার জনকে সুযোগ দেয়া হয় যারা করোনার দুই ডোজ টিকাই নিয়েছেন৷এছাড়া বোতলজাত জমজমের পানি, প্যাকেটজাত পাথরের ব্যবস্থাও ছিল৷ ছবিতে মিনায় শয়তানের উদ্দেশে ছোঁড়ার জন্য প্যাকেট থেকে পাথর বের করছেন এক হাজী৷
ছবি: Ahmed Yosri/REUTERS
বয়সসীমা
সৌদি আরবের নাগরিক বা সেখানে অবস্থানরত বিদেশিদের মধ্যেও সব বয়সিরা কিন্তু হজের সুযোগ পাওয়ার জন্য আবেদন করতে পারেননি৷ শুধু ১৫ থেকে ৬৫ বছর বয়সি নারী, পুরুষদের দেয়া হয়েছে সেই সুযোগ৷
ছবি: Ahmed Yosri/REUTERS
১৫০ দেশ
করোনা মহামারির কারণে আয়োজন ছোট পরিসরের হলেও তাতে অংশ নিয়েছেন মোট ১৫০টি দেশের মুসলমান৷ওপরের ছবিতে আরাফাতের ময়দানে হাজিরা৷
কাবা শরিফের চারপাশে সাতবার ঘুরে তাওয়াফ পালন করছেন হাজিরা৷
ছবি: Ahmed Yosri/REUTERS
নারী নিরাপত্তাকর্মী
এবার হাজিদের নিরাপত্তার দায়িত্বে নারীদেরও রাখা হয়৷ ওপরের ছবিতে কাবা শরিফের সামনে দায়িত্বরত এক নারী নিরাপত্তাকর্মী৷
ছবি: Ahmed Yosri/REUTERS
স্মরণে হজ
করোনাকালে হজ পালনের সুযোগ পাওয়া বড় সৌভাগ্যর৷ এমন অভিজ্ঞতাকে ক্যামেরায় ধরে রাখছেন কয়েকজন নারী৷
ছবি: Ahmed Yosri/REUTERS
কঠোর নিরাপত্তা
হজের প্রতিটি পর্বে ছিল কঠোর নিরাপত্তার ব্যবস্থা৷ ছবিতে পাহাড়া দিচ্ছেন এক নিরাপত্তাকর্মী৷
ছবি: Ahmed Yosri/REUTERS
9 ছবি1 | 9
২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল৷ প্যাকেজ-১ এ সর্বমোট ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ এ তিন লাখ ৬০ হাজার এবং প্যাকেজ-৩ এ তিন লাখ ১৫ হাজার টাকা খরচ ধরা হয়েছিল৷ আর বেসরকারি প্যাকেজে তিন লাখ ৫৮ হাজার টাকা খরচ নির্ধারণ করে দেওয়া হয়েছিল৷
সে হিসেবে এবার হজে যাওয়ার খরচ বাড়ছে লাখ টাকার বেশি৷ বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার আর বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৫৮৫ জন এবার হজে যেতে পারবেন৷ চাঁদ দেখা সাপেক্ষে এবার ৯ জুলাই হজ হতে পারে৷
ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনার প্যাকজ-১ ও প্যাকেজ-২ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে৷
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিম জানান, তারা তাদের পূর্ণাঙ্গ হজ প্যাকেজ ঘোষণা করবেন বৃহস্পতিবার৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
হজের আদ্যোপান্ত
শুরু হয়েছে হজ পালনের আনুষ্ঠানিকতা। ঈদুল আজহার দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।
ছবি: picture-alliance/Photoshot
হজের আনুষ্ঠানিকতা
হিজরি জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজের অনুষ্ঠানিকতা পালন করতে হয় মুসলমানদের৷
ছবি: Getty Images/AFP/K. Sahib
কাবা ঘিরে প্রার্থনা
ইসলাম ধর্মে বিশ্বাসীরা কাবাকে সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করেন৷ ফলে এই কাবার দিকে মুখ করেই প্রার্থনায় রত থাকেন তাঁরা৷
ছবি: Reuters
হজের প্রথম দিন
ঐতিহ্যগতভাবে মক্কায় ওমরাহ পালনের মধ্য দিয়ে শুরু হজের আনুষ্ঠানিকতা৷ সারা বছরই ওমরাহ পালন করা যায়৷
ছবি: picture alliance/AP Photo/skajiyama
হজের দ্বিতীয় দিন
মিনা উপত্যকায় রাত যাপনের পরদিন মক্কা থেকে ২০ কিলোমিটার পূর্বদিকে আরাফাত ময়দানে যেতে হয় হজযাত্রীদের, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী (সা.)৷ এরপর শেষ বিকেলে প্রায় নয় কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয় মুজদালিফায়৷
ছবি: REUTERS
হজের শেষ তিন দিন
হজের শেষ তিন দিনে থাকে তিনটি আনুষ্ঠানিকতা৷ শেষবারের মতো কাবা প্রদক্ষিণ এবং মিনায় পাথর নিক্ষেপ করে বিশেষ পোশাক ইহরাম খুলে ফেলতে হয়৷ এসময় পুরুষরা সাধারণত মাথার চুল ফেলে দেন এবং নারীরা তাঁদের চুল ও মাথা ঢেকে রাখেন৷ হজের শেষ দিনে কোরবানি করে মাংস গরীব-দুঃখীদের বিলিয়ে দেয়া হয়৷
ছবি: picture-alliance/dpa/SPA
হজের সময় বারণ
হজ পালনের সময় কোনো পুরুষের জন্য সহবাস, চুল, নখ, গোঁফ, বগল নাভির নীচে শেভ করা, সেলাই করা পোশাক না পরা, সুগন্ধি ব্যবহার এবং কোনো কিছু শিকার করা হারাম৷