1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার হাঙ্গরের জন্য গাইবে রক ব্যান্ড কিস

৬ অক্টোবর ২০১৯

পঞ্চাশ বছরের ক্যারিয়ারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারফর্ম করেছে রক ব্যান্ড কিস৷ তবে এবার তারা গাইতে যাচ্ছে হাঙ্গরের জন্য৷

Kiss 2004
ছবি: AP

অবাক লাগলেও আগামী ১৮ নভেম্বর দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে সত্যিই হাঙ্গরদের জন্যই গাইবে কিস৷ এক সাবমেরিনে গান গাইবে তারা৷ ব্যান্ড দলের আটজন ভক্ত উপভোগ করতে পারবেন সেই কনসার্ট৷

আবাসনের অনলাইন বাজার এয়ারবিএনবি'র প্রচারের অংশ হিসেবে ব্যতিক্রমী এই কনসার্টের আয়োজন করা হয়েছে৷

বার্তা সংস্থা এপি বলছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে আলাদা জাহাজে অবস্থান করবে ব্যান্ড কিস এবং তাদের ভক্তরা৷ হাঙ্গরের আনাগোনা বেশি রয়েছে এমন জায়গায় আটজন ভক্তকে একটি সাবমেরিনে করে পানির নীচে নামিয়ে দেয়া হবে৷ পানির নীচে স্পিকার ব্যবহার করে গাইবেন তারা৷

আয়োজকরা আশা করছেন, পানিতে ডুবে থাকা আটজন ভক্ত এবং হাঙ্গরদের জন্য গানের সাউন্ড বেশ শ্রুতিমধুরই হবে৷

আয়োজকদের আশা হাঙ্গরদের জন্য গানের সাউন্ড শ্রুতিমধুরই হবেছবি: Reuters/oneoceandiving

এই ব্যান্ডের লিড ভোকালিস্ট পল স্ট্যানলি এপিকে বলেন, ‘‘আমি সামান্য অবাক হয়েছিলাম৷ তবে তারা ব্যাখ্যা করল যে, হাঙ্গরেরা কম ফ্রিকোয়েন্সিতে আকৃষ্ট হয়৷ এ ধরনের কনসার্ট নতুন অর্থ বহন করবে৷''

অনুষ্ঠানটি দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট লিংকনের বাইরে ভারত মহাসাগরে হবে এবং ব্যান্ড কিস কমপক্ষে চারটি গান গাইবে বলে এপি জানিয়েছে৷

স্ট্যানলি বলেন, ‘‘আমি নিশ্চিত না যে কতগুলো হাঙ্গর... আমি আশা করছি তারা (হাঙ্গর) রক অ্যান্ড রোল জানে!''

কিস ব্যান্ডের গিটারিস্ট জিন সিমন্স সম্প্রতি কিডনির পাথর অপারেশন করার পর সেরে উঠেছেন জানিয়ে স্ট্যানলি বলেন, ‘‘আশা করছি হাঙ্গর শো-এর আগে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন৷''

এমন আয়োজনের খবর অদ্ভুত শোনালেও পানির নীচে কনসার্ট আয়োজন নতুন কিছু নয়৷ ফ্লোরিডায় গত ৩৫ বছর ধরে পানির নীচে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে৷

এসআই/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ