1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবোলার বিরুদ্ধে কঙ্গোর নিরন্তর লড়াই

৪ জুন ২০২০

গত ১৩ বছরে মোট সাতবার এবোলা সংক্রমণ ছড়িয়েছে কঙ্গো ডেমোক্র্যাটিক রিপাবলিকে৷ তবে যথাযথ প্রস্তুতি নেয়ায় এবার বেশি ছড়াতে পারেনি৷ স্বাস্থ্য মন্ত্রনালয়ের দাবি, সে দেশে এবোলায় এ বছর মারা গেছেন মাত্র চার জন৷

এবোলা
ছবি: picture-alliance/AP/S. Mednick

২০১৮ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৩,৪৬৩ জনের দেহে এবোলার সংক্রমণ ধরা পড়েছে৷ সংক্রমিতদের দুই তৃতীয়াংশই মারা গেছে৷

তবে ভ্যাকসিন বা টিকা এসে গেছে এবং সেই টিকা গণহারে দেয়ার সুফলও আসতে শুরু করেছে৷ এ পর্যন্ত তিন লাখ মানুষকে এই টিকা দেয়া হয়েছে৷ দেখা গেছে, এর ফলে সংক্রমণের হার দ্রুত কমছে৷ কঙ্গো ডেমোক্র্যাটিক রিপাবলিকের স্বাস্থ্য মান্ত্রনালয়ের দাবি, এ বছর মাত্র ১২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে এবং তাদের মধ্যে চারজন মারা গেছে৷ তবে ইউনিসেফ বলছে, মৃতের সংখ্যা পাঁচ৷  

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে গত প্রায় দু বছরে বেশ কয়েকবার ফিরে এসেছে এবোলা৷  তবে সম্প্রতি ১২০০ কিলোমিটার দূরের উত্তর-পশ্চিমাংশেও সংক্রমণ দেখা দেয়৷ অবশ্য সঙ্গে সঙ্গে ব্যাপকহারে টিকা দিতে শুরু করায় ধীরে ধীরে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে চলে আসে৷

পরিস্থিতির উন্নতির আরেকটা কারণ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে স্থানীয়দের সম্পর্কের উন্নতি৷ এক সময় স্বাস্থ্যকর্মীদের প্রতি আস্থা ছিল না তাদের৷ মাঝে মাঝে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটতো৷ এখন আর সেরকম ঘটছে না৷

ইউটা স্টাইভ্যার/ এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ