1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবোলা নিয়ে নানা গুজব

২৮ আগস্ট ২০১৪

এবোলা এসেছে – এই গুজবে গায়ে লবণ মাখা শুরু করেছেন আইভরি কোস্টের মানুষরা৷ এদিকে, এবোলায় আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে জার্মানিতে৷ আর বাংলাদেশে এবোলা নিয়ে কাজ করছে ব্র্যাক৷

Kind mit Ebola in Kailahun Sierra Leone 15.08.2014
ছবি: Carl De Souza/AFP/Getty Images

সরকারি হিসেবে আইভরি কোস্টে এখনো এবোলা প্রবেশ করেনি৷ কিন্তু সপ্তাহখানেক আগে থেকেই কুতুবা গ্রামের লোকজন লবণ পানি পান ও রসুন খাওয়া শুরু করেছেন৷ এছাড়া তাঁরা গায়ে মাখছেন লবণ৷ এর মাধ্যমে নাকি এবোলার আক্রমণ থেকে বাঁচা যায়৷ কুতুব গ্রামের সিয়ামু কোবেনান জানান, ‘‘শেষ রাতে একজন ভদ্রলোক ফোন করে জানিয়েছেন, দেশে এবোলার ভাইরাস ঢুকেছে এবং সেজন্য আমাদের লবণ পানি পান ও লবণ মাখা দরকার৷''

এরপর থেকে সবাই লবণের ব্যবহার শুরু করায় এবোলা এখনো তাদের গ্রামে প্রবেশ করতে পারেনি বলে মনে করেন কোবেনান৷

এদিকে আইভরি কোস্টের এক শিক্ষাবিদ জানিয়েছেন যে, সে দেশের কয়েকটি সম্প্রদায়ের লোকজন মনে করে, আফ্রিকার মানুষদের হত্যা করতে ‘সাদা মানুষ'-রা এবোলা ভাইরাস আবিষ্কার করেছেন৷

আইভরি কোস্টের প্রতিবেশী দেশ গিনিতে প্রথম এবোলার সন্ধান পাওয়া যায়৷ এখন পর্যন্ত সেখানে এবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪০৭ জনের মৃত্যু হয়েছে৷ এ কারণে শুক্রবার থেকে গিনির সঙ্গে আইভরি কোস্টের সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে৷

গিনি ছাড়াও লাইবেরিয়া, সিয়েরা লিওন ও নাইজেরিয়ায় এবোলা ছড়িয়ে পড়েছে৷ এর মধ্যে লাইবেরিয়ায় মারা গেছেন ৬২৪ জন৷

সব মিলিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪ শো'র বেশি মানুষ মারা গেছেন৷ এর মধ্যে মৃত্যুবরণ করা স্বাস্থ্যকর্মীর সংখ্যা ১২০-র থেকেও বেশি বলে জানা গেছে৷

জার্মানিতে চিকিৎসা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে সিয়েরা লিওনে কর্মরত সেনেগালের এবোলা আক্রান্ত এক কর্মীকে চিকিৎসা দিতে বুধবার জার্মানিতে নিয়ে আসা হয়েছে৷ হামবুর্গের একটি হাসপাতালে তাঁকে চিকিৎসা দেয়া হচ্ছে৷ এর আগে ডাব্লিউএইচও-র আরও একজন কর্মীকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে আসার কথা থাকলেও, তার আর সুযোগ হয়নি৷ কেননা তার আগেই তিনি মারা যান৷ সে হিসেবে জার্মানিতে এবোলা আক্রান্ত রোগীর এটাই প্রথম চিকিৎসা৷

সিয়েরা লিওনে এবোলা মোকাবিলায় ব্র্যাক

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে বাংলাদেশের অনেক সদস্য সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেছেন৷ এর ফলে পশ্চিম আফ্রিকার দেশটির সঙ্গে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে৷ এমনকি সে দেশে বাংলা ভাষাকে সম্মানসূচক অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে৷

সেই সিয়েরা লিওনে অনেকদিন ধরে কাজ করছে ব্র্যাক৷ সে দেশে এবোলা ভাইরাস যাওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি ব্র্যাকও কাজ করছে৷ ব্র্যাক ব্লগে প্রকাশিত এক পোস্ট থেকে জানা যায়, এবোলা আক্রান্ত অঞ্চলগুলোতে পাঠানোর জন্য ব্র্যাকের পক্ষ থেকে সরকারকে জীবাণুনাশক, সার্জিক্যাল গ্লভস, মুখোশ, সাবান, ক্লোরিন ইত্যাদি দেয়া হয়েছে৷ এছাড়া এবোলা প্রতিরোধে কী করা উচিত – সে বিষয়ে মানুষকে সচেতন করতে তথ্যভিত্তিক ‘জিঙ্গেল' প্রচার করছেন ব্র্যাক কর্মীরা৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ