1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্বচ্ছ প্রক্রিয়া

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ জানুয়ারি ২০১৩

প্রধানমন্ত্রীর রাশিয়া সফর ও সেখান থেকে সমরাস্ত্র কেনা নিয়ে প্রশ্ন উঠেছে৷ একে ‘স্বচ্ছ’ বলে মনে করেন না নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মুনিরুজ্জামান (অব.)৷ তিনি বলেন, সামরিক বাহিনীর আধুনিকীকরণ মানে শুধু সমরাস্ত্র কেনা নয়৷

Tanks during the march in review held in Red Square in honor of the 70th anniversary of the famous war-time parade of 1941, in Moscow, Russia, 07 November 2011. Photo: Alexey Kudenko Schlagworte Geschichte, Militär, Jubilee, zeppelin, marsch, jubiläum, roter platz, historisch, kreml, panzer
ছবি: picture-alliance/dpa

রাশিয়া থেকে সেনা বাহিনীর জন্য সাত ধরণের এবং বিমান বাহিনীর জন্য চার ধরণের সমরাস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশ৷ এর জন্য খরচ হচ্ছে ৮ হাজার কোটি টাকা বা ১০০ কোটি মার্কিন ডলার৷ একদিন আগে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি৷ তিনি জানান, এই সমরাস্ত্র কেনা হবে রাষ্ট্রীয় ঋণে৷ সরকার বস্তুত সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের জন্যই এই সমরাস্ত্র কিনছে৷

কিন্তু নিরাপত্তা বিশ্লেষক এবং সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর চেয়ারম্যান মেজর জেনারেল মুনিরুজ্জামান (অব.) ডয়চে ভেলেকে বলেন, এই সমরাস্ত্র কেনার প্রক্রিয়া স্বচ্ছ নয়৷ এছাড়া, এই প্রথম কি কারণে রাশিয়ার কাছ থেকে এত বেশি সমরাস্ত্র কেনা হচ্ছে, তাও বোধগম্য নয়৷ স্বচ্ছ নয় অস্ত্রের জন্য ঋণ নেয়ার বিষয়টিও৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: DW

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাশিয়া থেকে ১২৪ মিলিয়ন ডলার দিয়ে ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনা হয়েছিল৷ কিন্তু পরে এই বিমান নিয়ে বিতর্ক দেখা দেয় এবং মামলা হয়৷ এখনও সেই মিগ-২৯ যুদ্ধ বিমান কেনার ঘটনা নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে৷ তাঁর মতে, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ বলতে শুধু সমরাস্ত্র কেনাই একমাত্র কাজ নয়৷ আর বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে এর চেয়ে অন্যান্য অগ্রাধিকার খাত আছে বলে মনে করেন মেজর জেনারেল মুনিরুজ্জামান (অব.)৷

জানা গেছে, এই সমরাস্ত্র কেনার খসড়া চুক্তি অনুযায়ী, রাশিয়াকে ৮ হাজার কোটি টাকা ঋণের ১০ শতাংশ, অর্থাৎ ৮০০ কোটি টাকা অগ্রিম দিতে হবে৷ ঋণের সুদ হবে ৪ শতাংশ৷ চলতি বছর থেকে ২০১৭ সালের মধ্যে কেনাকাটা শেষ হবে বলে খবর৷

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তিন দিনের রাশিয়া সফরে ঢাকা ছেড়েছেন৷ তাঁর এই সফরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রসহ ৬টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে৷ আর রাশিয়া থেকে ৮ হাজার কোটি টাকার সমরাস্ত্র কেনার চুক্তি সই হওয়ারও সম্ভাবনার কথা জানা গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ