1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এভারেস্টে আবর্জনার স্তূপ

আনে-সোফি ব্র্যান্ডলিন/এপিবি২৩ মার্চ ২০১৪

যতই দিন যাচ্ছে মাউন্ট এভারেস্টে আরোহণের ইচ্ছে মানুষের মধ্যে ততই বাড়ছে৷ অন্যদিকে এ জন্য এভারেস্টে জমছে আবর্জনার স্তূপ, ঘটছে পরিবেশ বিপর্যয়৷ তাই আবর্জনা যাতে আর জমা না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে নেপালের কর্তৃপক্ষ৷

গত ছয় দশকে এভারেস্টে অন্তত ৫০ টন আবর্জনা জমেছেছবি: Getty Images/Afp/Namgyal Sherpa

আজ থেকে ৬০ বছর আগে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে৷ এরপর এখন পর্যন্ত অন্তত তিন হাজার পর্বতারোহী এভারেস্টের চূড়ায় ওঠেছেন৷ এছাড়া ৮,৮৪৮ মিটারের এই পর্বতে প্রতি বছর আরোহণ করেন হাজারো মানুষ৷ তবে এঁদের প্রত্যেকেই যে পর্বত আরোহণের জন্য প্রশিক্ষিত, তা নয়৷ অনেকের দুঃসাহসিক অভিযান বা রোমাঞ্চের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে এটি৷ ফলে প্রশিক্ষণ না থাকায় তাঁরা এভারেস্টের পরিবেশ দূষিত করছেন, রেখে আসছেন নানা আবর্জনা৷

এ সব আবর্জনার মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, মনুষ্য বর্জ্য, এমনকি মৃত পর্বত আরোহীদের শরীরও, যা পরিবেশ দূষণের ঝুঁকিও বাড়াচ্ছে৷ গত ছয় দশকে অন্তত ৫০ টন আবর্জনা জমেছে সেখানে৷ এ জন্য এভারেস্টকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ‘ডাস্টবিন'৷ মাউন্ট এভারেস্টের পরিবেশ বাঁচাতে নেপাল কর্তৃপক্ষকে কম সংখ্যক পর্বতারোহীকে আরোহণের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন বিখ্যাত পর্বতারোহী রিনহোল্ড মেসনার৷

সম্প্রতি নেপালের পর্যটন মন্ত্রণালয় একটি আইন করেছে৷ আইন অনুযায়ী এভারেস্ট আরোহীদের প্রত্যেককে নামার সময় ফিরতে হবে আট কিলোগ্রাম আবর্জনা নিয়ে৷ আগামী এপ্রিল মাস থেকে এ আইন কার্যকর হবে৷ আরোহীকে প্রতিটি বেজ ক্যাম্পে কর্তৃপক্ষের কাছে ঐ আবর্জনা হস্তান্তর করতে হবে৷ তাদের এই আইনের লক্ষ্য হলো যাতে নতুন কোনো আবর্জনা এভারেস্টে জমা না হয়৷

নেপাল ন্যাশনাল গাইড অ্যাসোসিয়েশনের মহাসচিব পাসাং শেরপা ডয়চে ভেলেকে বলেছেন, নতুন এই আইন খুব ভালো৷ কিন্তু এটা আসলে কীভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তিনি চিন্তিত৷ কেননা আরোহন শুরুর ঠিক কতদিন পর কোন বেজ ক্যাম্পে আবর্জনা জমা দিতে হবে, তার সঠিক নির্দেশনা নেই৷ আর পর্বত শিখরে পৌঁছাতে অনেকগুলো বেজ ক্যাম্প পথে পড়ে৷

এদিকে, পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, যাঁরা আবর্জনা ফিরিয়ে আনবে না তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে তারা৷ তবে কী ধরনের শাস্তি তাঁদের প্রাপ্য তা এখনো নির্ধারণ করা হয়নি৷ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে পর্বতারোহীদের ৪,০০০ ডলার জমা দিতে হবে কর্তৃপক্ষকে৷ তবে আবর্জনা নিয়ে এলে তাঁরা সেই অর্থ ফেরত পাবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ