1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এভারেস্ট চূড়ায় দ্বিতীয় বাংলাদেশি মুহিত

২২ মে ২০১১

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন ভোলার এমএ মুহিত৷ বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব - বিএমটিসি’র এ সদস্য শনিবার এভারেস্ট জয় করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে৷

দীর্ঘদিন ধরেই এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেছেন মুহিত, এবার পূরণ হলো তাঁর স্বপ্নছবি: Samir Kumar

গত বছরের ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম৷ তিনি দেশের পর্বতারোহীদের আরেক সংগঠন নর্থ আলপাইন ক্লাবের সদস্য৷

বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচারণা বিভাগের মহাপরিচালক শামীম এহসানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এই খবর৷ শামীম এহসান বলেন, ‘‘ঢাকাস্থ নেপালি দূতাবাস শনিবার সন্ধ্যায় আমাদের জানিয়েছে, মুহিত এভারেস্ট জয় করেছেন৷'' ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে বিএমটিসি'র প্রতিষ্ঠাতা ইনাম আল হকও মুহিতের এভারেস্ট জয়ের খবর জানিয়েছেন৷

এস এম মুহিতছবি: Samir Kumar

ইনাম আল হক বলেন, ‘‘পহেলা এপ্রিল সে বাংলাদেশ থেকে রওয়ানা দেয়৷ শনিবার সন্ধ্যায় নেপালের ডেপুটি চিফ অব মিশন কৃষ্ণচন্দ্র আড়িয়াল আমাকে ফোনে জানিয়েছেন, মুহিত এভারেস্ট জয় করেছে৷ এখনো মুহিতের সঙ্গে কথা হয়নি৷ কাল সোমবার অ্যাডভান্স বেসক্যাম্পে এলে তার সঙ্গে কথা হবে বলে আশা করছি৷''

২০০৩ সালে বিএমটিসি প্রতিষ্ঠার পর ক্লাবের লক্ষ্য ছিলো ১০ বছরের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার৷ মাত্র আট বছরেই তা অর্জিত হওয়ায় উচ্ছ্বসিত ইনাম৷ তিনি বলেন, ‘‘দেশের পর্বতারোহীরা চেষ্টা করলে সবই সম্ভব৷ মুহিত তা প্রমাণ করেছেন৷''

গত বছর মুসা ইব্রাহীমের সঙ্গে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্ট জয় না করেই ফিরতে হয়েছিলো মুহিতকে৷ ৪১ বছর বয়সি মুহিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ