এভারেস্ট থেকে টুইট বার্তা!
৮ মে ২০১১বিজ্ঞাপন
এই প্রথম কোনো পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ চূড়ায় উঠে বার্তা পাঠাতে পারলেন৷ এজন্য কুল ব্যবহার করেছেন স্যামসাং'এর নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি এস টু'৷ কুল তাঁর টুইট বার্তায় এই ফোন সেটটিকে ধন্যবাদ জানিয়েছেন৷
তবে ধন্যবাদ প্রাপ্য নেপালের মোবাইল অপারেটর ‘এনসেল' এর৷ কারণ গত অক্টোবরে তারা এভারেস্টের বেসক্যাম্পে একটি থ্রিজি স্টেশন বসায়৷ ফলে কুলের পক্ষে ইন্টারনেট ব্যবহার সম্ভব হয়৷
কুল ফিরে আসার পর এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে বলে তাঁর ওয়েবসাইটে জানানো হয়েছে৷
তবে প্রযুক্তি বিষয়ক একটি ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘‘আমি এর আগেও এভারেস্টে গিয়েছি৷ কিন্তু চূড়ায় ওঠার পরপরই যে অনুভূতি বা আনন্দ সেটা কখনো প্রকাশ করতে পারি নি৷ তবে এবার সেটা সম্ভব হলো৷''
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই