1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এভ্রিলের যে ভিডিও ভাইরাল

৫ অক্টোবর ২০১৭

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' নিয়ে উত্তপ্ত ফেসবুক৷ বিচারকদের উপেক্ষা করে আয়োজকদের পছন্দের মেয়েকে বিজয়ী ঘোষণা, সেই মেয়ের ‘বাল্যবিবাহ’ বিতর্কের পর এবার আবার বিজয়ীও পরিবর্তন করা হয়েছে৷ এরইমাঝে এক ভিডিও হয়েছে ভাইরাল৷

ছবি: Reuters/J. Roberts

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় জান্নাতুল নাঈম এভ্রিল৷ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ পুরস্কার জয়ের পর থেকে সৃষ্ট নানা বিতর্কের জবাব তিনি নিজেই দিচ্ছিলেন ফেসবুকে৷ এক পর্যায়ে স্বীকারও করেন যে, তাঁর একবার বিয়ে হয়েছিল, তবে সেটা ছিল ‘বাল্যবিবাহ'৷ তবে দৈনিক প্রথম আলো পত্রিকা এক প্রতিবেদনে অবশ্য জানিয়েছে যে, বিয়ের সময় তাঁর বয়স ছিল ২৩ বছর!

বাস্তবতা হচ্ছে, এভ্রিল তাঁর বিয়ের বিষয়টি প্রতিযোগিতাচলাকালে গোপন রেখেছিলেন৷ আর এটাকে আমলে এনে তাঁর সেরা সুন্দরীর মুকুট প্রত্যাহার করা হয়েছে৷ নতুন বিজয়ী জেসিয়া ইসলাম৷

নতুন বিজয়ীর নাম ঘোষণার পর বুধবার রাতে ফেসবুকে ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন এভ্রিল৷ তিনি সেখানে বলেছেন, ‘‘আমি আপনাদের এভ্রিল, আপনাদের চোখে চ্যাম্পিয়ন ছিলাম, চ্যাম্পিয়ন আছি এবং আপনাদের ভালোবাসায় থাকব৷ যত দিন বেঁচে আছি, বাল্যবিবাহ নিয়ে আমি কাজ করব, যাতে আর কোনো মেয়ের স্বপ্ন না ভাঙে৷’’

উল্লেখ্য, ফেসবুকে অনেকে এভ্রিলের সাহসিতকার প্রশংসা করে তাঁকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন৷ তবে তথ্য গোপন করায় তাঁকে ‘মিথ্যাবাদী’ বলতেও বাধেনি কারো কারো৷ সবমিলিয়ে, এই মুহূর্তে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব এভ্রিল৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ